ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

গোলশূন্য এমবাপ্পে, হার এড়ালো রিয়াল

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৮:২১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৮:২১:১২ অপরাহ্ন
গোলশূন্য এমবাপ্পে, হার এড়ালো রিয়াল

স্পোটর্স ডেস্ক
লা লিগার গেল আসরের চ্যাম্পিয়ন তারা, অথচ চলতি মৌসুমে খুঁজেই পাওয়া যাচ্ছে না রিয়াল মাদ্রিদকে। কিলিয়ান এমবাপ্পেও ম্যাচজুড়ে হয়ে রইলেন বিবর্ণ। তাতে তিন ম্যাচের মধ্যে দুটিতে পয়েন্ট খুইয়েছে মাদ্রিদের দলটি। এবার লাস পালমাসের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। পিছিয়ে পড়েও ম্যাচটি তারা ড্র করেছে ১-১ গোলে। গত বৃহস্পতিবার পালমাসের মাঠে শুরুতেই স্বাগতিকদের এগিয়ে নেন আলবার্তো মোলেইরো। বিপদের আশঙ্কা ঝেঁকে বসা রিয়ালের ত্রাতা হয়ে আসে পেনাল্টি। স্পটকিক থেকে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন ভিনিসিউস জুনিয়র। এ নিয়ে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারালো রিয়াল। ম্যাচের শুরুতেই নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে খেলতে থাকে পালমাস। তবে প্রথম আক্রমণ করে রিয়াল। চতুর্থ মিনিটেই গোল পেতে পারতেন ফরাসি তারকা এমবাপ্পে। ভিনিসিউসের পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তবে তার শট আটকে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। পরের মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। পঞ্চম মিনিটেই সমর্থকদের উল্লাসে ভাসিয়ে পালমাসকে এগিয়ে নেন আলবার্তো। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে রিয়ালের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন তিনি। কিছু করার ছিলো না থিবো কর্তোয়ার। প্রথমার্ধে এরপর আরও কয়েকটি আক্রমণ করে দুই দল। তবে গোলের দেখা পায়নি। এগিয়ে থেকে বিরতিতে যায় পালমাস। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে রিয়াল। ৫১তম মিনিটে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে শট নেন ভিনিসিউস, কাছের পোস্টে অনায়াসে ঠেকান সিলেসেন। ৫৫তম মিনিটে সহজ গোলের সু্যােগ হারান পালমাসের সান্দ্রো রামিরেস। অফসাইডের ফাঁদ এড়িয়ে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার এগিয়ে আসা দেখে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। এমন সহজ সুযোগ পেয়েও হেলায় হারান সান্দ্রো। অবশেষে রিয়াল সমতায় ফেরে ম্যাচের ৬৯তম মিনিটে। বক্সে পালমাসের ডিফেন্ডার আলেক্স সুয়ারেসের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। এই গোলেই বেঁচে যায় রিয়াল। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এই ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে শিরোপাধারীরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পালমাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য