ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা তেল ও চাল নিয়ে তেলেসমাতি বন্ধ করতে হবে- বাংলাদেশ ন্যাপ বিলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে- প্রাণিসম্পদ উপদেষ্টা

নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন ডিভাইন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১৫:১৮ অপরাহ্ন
নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন ডিভাইন
স্পোটর্স ডেস্ক
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। তবে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাটে। ৩৪ বছর বয়সী সোফি ৫৬ টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দল জয় পেয়েছে ২৫ টি ম্যাচে, পরাজয় ২৮ টি তে এবং ড্র ১ টি তে। সোফি নিউজিল্যান্ডের হয়ে মোট ১৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সোফি ডিভাইন বলেন, ‘আমি খুবই গর্বিত যে আমি উভয় ফরম্যাটেই অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি। অধিনায়কত্বের সাথে একটি অতিরিক্ত কাজের চাপ আসে যা মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে।’ নিউজিল্যান্ডের হয়ে উভয় ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সোফি ডিভাইন। সেই সাথে আরো জানিয়েছেন ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে চান।  ‘আমি এখনও ওডিআই অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত নই। তবে আমি চিরকাল থাকব না, তাই আমি মনে করি একবারে এক ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া পরবর্তী অধিনায়ককে পরিকল্পনা করার সময় দেয়।’ হোয়াইট ফার্নস (নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের) প্রধান কোচ বেন সোয়ার বলেছেন, তিনি ডিভাইনের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছেন। ‘সোফি একজন নির্ভীক নেতার প্রতীক এবং আমরা মাঠে এবং মাঠের বাইরে দলে যে নেতৃত্ব তিনি দিয়েছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ’ তিনি আরো বলেন, ‘আমি জানি যে সিদ্ধান্তটি সোফির পক্ষে সহজ ছিল না, তবে আমি এটিকে পুরোপুরি সমর্থন করি এবং জানি যে তিনি এখনও দলের নেতা হয়ে থাকবেন।’ নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সিইও স্কট উইনিঙ্ক সোফি ডিভাইনের ব্যাপারে বলেন, ‘দলে সোফির মত  ক্ষমতাসম্পন্ন একজন খেলোয়াড় পেয়ে আমরা কৃতজ্ঞ। আমি আনন্দিত যে সে এখনও ওডিআই দলের অধিনায়কত্ব করবেন।’ সোফি ডিভাইনের পরবর্তীতে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সে বিষয়ে পরবর্তীতে সিন্ধান্ত জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য