ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

জো রুটের সেঞ্চুরিতে ঝলমলে ইংল্যান্ডের স্কোরকার্ড

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৮:১১:৪৫ অপরাহ্ন
জো রুটের সেঞ্চুরিতে ঝলমলে ইংল্যান্ডের স্কোরকার্ড
স্পোটর্স ডেস্ক
ব্যাটার জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো স্বাগতিক ইংল্যান্ড। রুটের ১৪৩ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৭ উইকেটে ৩৫৮ রান করেছে ইংলিশরা। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকে সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুকের পাশে বসলেন রুট। লর্ডসে শুরু হওয়া টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ড্যান লরেন্স ৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ ১ রানে আউট হন। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে ৪০ রানে ফিরেন আরেক ওপেনার বেন ডাকেট। দলীয় ৮২ রানে ডাকেট ফেরার পর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটি গড়েন রুট। হ্যারি ব্রুকের সাথে ৪৮ ও জেমি স্মিথকে নিয়ে ৬২ রান যোগ করেন রুট। ব্রুক ৩৩ ও স্মিথ ২১ রানে আউট হন। সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনকে নিয়ে ১১১ বলে ৯২ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন রুট। এই জুটিতেই ১৪৫তম টেস্টে ৩৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রুট। শেষ পর্যন্ত শ্রীলংকার পেসার মিলান রত্নানায়েকের বলে শিকার হন ১৮টি চারে ২০৬ বলে ১৪৩ রান করা রুট। দিন শেষে অ্যাটকিনসন ৭৪ ও ম্যাথু পটস ২০ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো, রত্নানায়েকে ও লাহিরু কুমারা ২টি করে উইকেট নিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য