ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

১২১ বছর পর পৌঁছাল পোস্টকার্ড মিললেন পরিবারের সদস্যরা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০৬:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০৬:৪০:০৮ অপরাহ্ন
১২১ বছর পর পৌঁছাল পোস্টকার্ড মিললেন পরিবারের সদস্যরা
জনতা ডেস্ক
ডাক ঘরে পোস্ট করার ১২১ বছর পর নির্ধারিত ঠিকানায় পৌঁছেছে একটি পোস্টকার্ড। আর এই পোস্টকার্ডের সৌজন্যে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যরা পুনর্মিলিত হয়েছেন এবং স্বজনদের চিনতে পেরেছেন। সেই সময় এওয়ার্ট নামের এক কিশোর তার বোন লিদিয়ার কাছে পোস্টকার্ডটি লিখেছিল। ১৯০৩ সালে পাঠানো এই চিঠি চলতি মাসে যুক্তরাজ্যের সোয়ানসি বিল্ডিং সোসাইটির ক্রাডক স্ট্রিটের পোস্ট অফিস শাখায় পোস্টকার্ডটি পৌঁছায়। এই পোস্টকার্ড পাওয়ার পর দুই পরিবারের সদস্যরা পুনর্মিলিত হন এবং জানতে পারেন যে তাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এওয়ার্টের নাতি বলেন, এটা অনেকটা পারিবারিক পুনর্মিলনের মতো; যেখানে আপনার একমাত্র সংযোগ হল সাধারণ এক পূর্বপুরুষ; যার যাত্রা শুরু হয়েছিল ১০০ বছরেরও বেশি সময় আগে।
এওয়ার্টের নাতি নিক ডেভিস ওয়েস্ট সাসেক্সে বসবাস করেন। তিনি বলেন, কার্ডটি পাওয়ার পর নতুন পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়াটা ছিল অসাধারণ। ডেভিস বলেন, পোস্টকার্ডটি পাঠানোর সময় এওয়ার্টের বয়স ১৩ বছর ছিল। স্কুলছাত্র হিসেবে গ্রীষ্মের ছুটি কাটাতে ফিশগার্ডে তার দাদার বাড়িতে ছিল।
তিনি বলেন, এওয়ার্টের বড় বোন লিদিয়া পোস্টকার্ডটি সংগ্রহ করেছিল বলে ধারণা করা হচ্ছে। অলৌকিকভাবে গত সপ্তাহে পাওয়া পোস্টকার্ডটিই সোয়ানসির বাড়িতে ফেরত পাঠিয়েছিল সে।
এওয়ার্ট লিখেছেন, এই পোস্টকার্ড জোড়া পাওয়াটা অসম্ভব ছিল। সে কারণে আমি অত্যন্ত দুঃখিত। তবে আমি আশা করছি, তুমি বাড়িতে উপভোগ করছো।
ডেভিস বলেন, তার নানা সম্ভবত এক জোড়া পোস্টকার্ড সম্পর্কে কথা বলেছিলেন। তার হাত খরচের জন্য প্রায় ১০ শিলিং ছিল। আর ট্রেনের ভাড়াও গুনতে হচ্ছে না। যে কারণে আমার সবকিছু ঠিকঠাক চলছে।
এওয়ার্ট ও লিদিয়া সম্পর্কে ভাই-বোন ছিলেন। ১৯০৩ সালে যুক্তরাজ্যের ১১ ক্রাডক স্ট্রিটে বসবাসকারী ছয় সন্তানের এক পরিবারের সদস্য ছিলেন তারা দুজন। তাদের বাবা-মায়ের নাম জন এফ ডেভিস এবং মারিয়া ডেভিস। এওয়ার্টের বাবা পেশায় দর্জি ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ