ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বাড়বে, কমবে না -প্রেস সচিব ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি গাজায় নৃশংস হত্যার প্রতিবাদ বাসদের একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না-হেফাজত মহাসচিব ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকছে না

তৃণমূল নেতাদের জনপ্রিয়তা দেখতে চায় আওয়ামী লীগ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১২:৪৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১২:৪৪:৪৬ পূর্বাহ্ন
তৃণমূল নেতাদের জনপ্রিয়তা দেখতে চায় আওয়ামী লীগ তৃণমূল নেতাদের জনপ্রিয়তা দেখতে চায় আওয়ামী লীগ
সফিকুল ইসলাম
স্থানীয়ভাবে নিজস্ব বলয় তৈরি করে কিংবা দলের প্রভাবশালীদের বিশেষ আশীর্বাদনিয়ে অতীতে অনেক অজনপ্রিয় নেতাও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিয়েছেনশুধু তাই নয় ওইসব নেতারা বিশেষ আশীর্বাদকাজে লাগিয়ে অনেকে জয়লাভও করেনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগএতে দলের সেইসব আশীর্বাদপুষ্টনেতারা বিশেষ টেনশনে পড়েছেনতবে বিপরীতে স্থানীয় বলয়ভেদ করে কেন্দ্রের সুদৃষ্টি কাড়তে না পারা তৃণমূলের ক্লীন ইমেজ ও জনপ্রিয় নেতাদের মধ্যে বইছে আনন্দধারাতবে যথেষ্ট জনপ্রিয়তা না থাকার পরও স্থানীয় কোন্দলের কারণে অনেকে বিদ্রোহী প্রার্থী হতেনএই তিন পক্ষের কাড়াকাড়িতেঅনেক সহিংসতার ঘটনাও ঘটেছেএবার এসব পরিস্থিতি এড়িয়ে আওয়ামী লীগ চাচ্ছে, প্রকৃত জনপ্রিয় নেতারাই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে জয়লাভ করুক
উপজেলায় প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকছে আলীগের : এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী দেয়া থেকেই শুধু বিরত নয়, প্রার্থী হওয়া ও প্রার্থীর কর্মী সমর্থক হওয়ার ক্ষেত্রেও দলের কোনো নিয়ন্ত্রণও রাখছে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনাকারী দল আওয়ামী লীগফলে নির্বাচনী প্রস্তুতির জন্য দলীয় তৎপরতা ও ব্যস্ততাও নেই দলটিরদেশের মোট ৪৯৫টি উপজেলায় চার ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবেএই নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ৮ মেস্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে নাগত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেজাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেকোনো নির্বাচনে আওয়ামী লীগকে কেন্দ্রীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে দেখা যায়দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীতে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে দলের প্রতীক ব্যবহার না করা ও দলীয়ভাবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগশুধু তাই নয় পরোক্ষভাবেও কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেয়া হবে না বলেও দলটির নীতিনির্ধারকরা জানানদলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আইন হওয়ার আগে এসব নির্বাচন যখন নির্দলীয় ছিল, তখনও প্রত্যেক জায়গায়ই অঘোষিতভাবে আওয়ামী লীগের প্রার্থী থাকতোবিভিন্নভাবে যাচাইবাছাই করে প্রার্থী ঠিক করা হতো ও দলের নেতাকর্মীদেরকে দল সমর্থিত ওই প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ থাকতোকিন্তু এ নির্বাচনে পরোক্ষভাবেও কোনো প্রার্থীকে সমর্থন বা কোনো প্রার্থীর পক্ষে কাজ করা না করার ক্ষেত্রে নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের দলীয় কোনো নিয়ন্ত্রণ থাকছে নাযে যাকে ইচ্ছা সমর্থন দিতে পারবে এবং তার পক্ষে কাজ করতে পারবেএ কারণেই নির্বাচন নিয়ে কেন্দ্রীয়ভাবে দলের মধ্যে আগের মতো প্রস্তুতিমূলক কোনো তৎপরতাও নেই। 
দলীয় সূত্রে জানা গেছে, মূলত বিএনপি ও এর সমমনা দলগুলোর নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত, স্থানীয় সরকার নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করে তোলা এবং বিগত সংসদ নির্বাচন ও অতীতে স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা বিশ্লেষণ করে আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেকেন্দ্রীয় নেতাদের মতে, স্থানীয়ভাবে দলীয় বিভেদ এবং জাতীয় নির্বাচন পরবর্তী কোন্দল আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছেএছাড়া নিজ দলের কোন্দলের সুযোগ নিতে পারে বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থীরাএমন বাস্তবতা সামনে রেখেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেসর্বশেষ গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)আগামী ৮ মে ১৫২টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হবেতবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার আগেই ভোটের তারিখ জানিয়ে দেয়ায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ শুরু করেনউপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বা প্রতীক বরাদ্দ না দেয়ার সিদ্ধান্তকে অনেকে দলটির জন্য চ্যালেঞ্জ বলেও মনে করছেনতবে এটাকে নির্বাচনে প্রতিযোগিতার নামে সংঘাতে জড়ানো বা কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে দেরি হবে না বলেও হুশিয়ারি রয়েছেএ বিষয়ে ইতোমধ্যে তৃণমূল নেতা ও নবনির্বাচিত দলীয় এমপি এবং দল অনুমোদিত স্বতন্ত্র এমপিদের সঙ্গে একাধিক বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেনকেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভুল করবেন না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনিগত বুধবার কয়েকজন কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিটি করপোরেশনের মেয়র, এমপি, তৃণমূল নেতাদের সঙ্গে গণভবনে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেখানেও ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রাধান্য দিয়ে কথা বলেছেন
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সামনে রেখে তৃণমূল রাজনীতির মাঠ সরগরম করে রাখছেন প্রার্থীরাশোডাউন, বৈঠক, কর্মিসভা, পথসভা, মিছিল-মিটিংয়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারাএবার স্থানীয় প্রভাবশালী নেতা ও এমপির চেয়ে জনগণের সুদৃষ্টির দিকে বেশি মনোযোগ উদীয়মান প্রার্থীদেরঅন্যদিকে পুনরায় যারা প্রার্থী হচ্ছেন তারা স্থানীয় বলয় তৈরি করেই ফের নির্বাচিত হতে চানফলে নতুন-পুরাতনের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত হচ্ছে কোথাও কোথাওসামনে আরও বেশি হওয়ার শঙ্কাও রয়েছেএ বিষয়টিকে আমলে নিয়েই যেসব এলাকার চিত্র নেতিবাচক, সেসব এলাকার নেতাদের পর্যায়ক্রমে ঢাকায় ডেকে পাঠানো হচ্ছেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা কথা বলবেন এবং দলীয় হাইকমান্ডের বার্তা পৌঁছে দেবেনআওয়ামী লীগের একাধিক নেতার ভাষ্য, উপজেলা নির্বাচন সামনে রেখে দেশের বেশকিছু এলাকায় দ্বিধাবিভক্তি লক্ষ্য করা গেছেবিএনপি নির্বাচনে না আসার কথা বললেও সারাদেশের বেশকিছু স্থানে তাদের দলের প্রার্থীদের শোডাউন দেখা যাচ্ছেফলে দলে এই দ্বিধাবিভক্তি না কাটাতে পারলে তৃতীয় পক্ষ সুযোগ নেবেএই বোধ থেকেই তৃণমূলকে পর্যায়ক্রমে কেন্দ্রে ডাকা হচ্ছে
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, এবারের উপজেলা নির্বাচনে আমাদের দলের যে কেউ অংশগ্রহণ করতে চাইলে করতে পারবেদলীয় প্রার্থী থাকবে না এটাতো আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করার আইন হওয়ার আগে আমরা দল থেকে প্রার্থী সমর্থন দিয়েছি, কিন্তু এবার সেটাও দেয়া হবে নাআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত দলে যে সিদ্ধান্ত আছে, এতে মনে হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে কার কতটা জনপ্রিয়তা তা যাছাই-বাছাইয়ের উৎকৃষ্ট সুযোগসবচেয়ে জনপ্রিয় প্রার্থীই জনপ্রতিনিধি হয়ে আসবেনির্বাচন উৎসবমুখর হবে, অংশগ্রহণমূলক হবেএই কারণ থেকেই এটা করা (প্রতীক ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত) হয়েছেএতে দলে বিভাজন বা দ্বন্দ্ব-সেটা কোনো কোনো ক্ষেত্রে আংশিক হলে হতে পারেতবে তা নিরসনের জন্য নেতৃবৃন্দ ব্যবস্থা নেবেন অবশ্যইএকই সুরে কথা বলেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপিতিনি বলেন, আমরা তো দলীয় প্রতীক দিয়ে কোনো নির্বাচন করছি নাসুতরাং ওই অর্থে কোনো চ্যালেঞ্জ আমি দেখি নাআমরা শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইযে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেজনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক সেটা আমরা চাইতিনি আরও বলেন, দলের বিরুদ্ধে দল, নৌকার বিরুদ্ধে নৌকা যেন না হয় সে কারণেই দলীয় প্রতীক ব্যবহার করছি নাতাতে এলাকাভিত্তিক জনপ্রিয়তায় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বাড়ার কোনো সুযোগ নেইসম্প্রতি কয়েকটি স্থানীয় নির্বাচন হয়েছেসেখানে কোনো সংঘাত হয়নি, রক্ত ঝরেনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য