ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
১০ দফা দাবি

​সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১০:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১০:১১:০৫ পূর্বাহ্ন
​সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ
ঢাকা এখন দাবি-দাওয়া আদায়ের শহরে পরিণত হয়েছে। এবার সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৫০০ টাকা করাসহ ১০ দফা দাবি আদায়ে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন চালকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে চালকরা দুনিয়ার মজদুর এক হও, আমাদের দাবি মানতে হবে, যুক্তিযোগ্য ভাড়া নির্ধারণ করতে হবে এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সিএনজিচালকরা জানান, বর্তমানে সিএনজি অটোরিকশার মালিককে দৈনিক ভাড়া দিতে হয় ১ হাজার ৭০০ টাকা। হাফ ভাড়া নেয় ৯০০ টাকা। মালিকরা আবারও জমা বাড়ানোর পাঁয়তারা করছেন, সেটা বন্ধ করতে হবে। সিএনজি অটোরিকশার দৈনিক ভাড়া ৫০০ টাকাসহ ১০ দফা দাবি জানান তারা। চালকরা বলেন, ২০১৫ সাল থেকে চালকদের ওপর মালিক সমিতি নির্যাতন করছে। ঢাকায় পাঁচ হাজার গাড়ি ও চট্টগ্রামে চার হাজার গাড়িচালকদের মধ্যে বিতরণ করলে চালকরা মালিক সমিতির নির্যাতন থেকে মুক্তি পাবেন। সবুর আলী নামে এক চালক বলেন, সরকার নির্ধারিত দৈনিক জমা ৭০০ টাকার বদলে মালিকরা এক শিফটে ৯০০ টাকা থেকে ১১৫০ টাকা নিচ্ছেন এবং দুই শিফটে ১৭০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত জমা আদায় করছেন। এমনকি মালিক সমিতি ২০২২ সালের ২৩ মে থেকে আবারও জমা বাড়ানোর পাঁয়তারা করে আসছে। চালকদের কাছ থেকে এই অতিরিক্ত জমা আদায় বন্ধ করতে হবে। মালিক সমিতি থেকে চালকদের জমা আদায়ের রশিদ দিতে হবে। আমাদের প্রধান দাবি সরকার নির্ধারিত দৈনিক জমা ৭০০ টাকা করতে হবে। আরেক চালক শাহাবুদ্দিন বলেন, রাজধানীতে অনুমোদিত সিএনজি অটোরিকশা আছে সাড়ে ১২ হাজার। অথচ ঢাকার সিএনজি চলে প্রায় ৩০ হাজার। অবৈধ সিএনজি চলার কারণে অবৈধভাবে ভাড়া আদায় করেন মালিকরা। আর আমরাও মিটারে চলতে পারি না। আরেক সিএনজি অটোরিকশা চালক সুজন মিয়া বলেন, ঢাকায় প্রায় এক হাজার সিএনজি মালিকের কাছে প্রায় এক লাখ সিএনজি চালক ও এক কোটি যাত্রী জিম্মি। যাত্রীদের ধারণা, সিএনজি চালকরা যাত্রীদের ওপর জুলুম করেন। কিন্তু চালকরা কতটা অসহায় সে কথা কখনও কেউ জানেই না, শোনেও না। নিয়োগপত্র না থাকায় চালকরা বছরে তিন-চারবার বেকার হন। আমরা এসবের একটি স্থায়ী সমাধান চাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিষয়গুলোর দিকে একটু নজর দিক।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য