ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনিক স্থবিরতার কারণে ‘মব’ বৃদ্ধি পাচ্ছে-রিজভী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩ গোলামি থেকে মুক্তি পেয়েছি, আগামীতে রাষ্ট্র বিনির্মাণ করবো- নাহিদ সক্রিয় অনলাইন প্রতারক চক্র উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ ২ চট্টগ্রামে প্রকৌশলী হত্যা মামলায় মা ও দুই ভাই গ্রেফতার টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার কুড়িয়ানার পেয়ারার ভরা মৌসুম আসেনি হঠাৎ অস্থির কাঁচা মরিচের বাজার, ঢাকায় কেজি ২০০ টাকা আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ শহিদ নাফিসার বাসায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে কঠোর অবস্থানে এনসিটিবি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা

​সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের নামে সিলেটে ৬ হত্যা মামলা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১০:০৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১০:০৪:২০ পূর্বাহ্ন
​সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের নামে সিলেটে ৬ হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিহতের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে ছয়টি হত্যা মামলা হয়েছে। আন্দোলনে সিলেটে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ১২ জন নিহত হন। এরমধ্যে গত ৪ আগস্ট গোলাপগঞ্জে ছয় জন এবং আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট বিয়ানীবাজারে আরও তিন জন নিহত হন। সিলেট-৬ আসনের অন্তর্গত এ দুই উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে নয়টি হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে সাতটির মামলা হয়েছে। এই সাতটি মামলার প্রধান আসামি সাবেক শিক্ষামন্ত্রী। বিয়ানীবাজার থানার ওসি অফিল উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে চারটি এবং বিয়ানীবাজারে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে আসামিদের কাউকে গতকাল বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সোমবার বিয়ানীবাজার থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে নিহত ময়নুল ইসলামের (৪২) স্ত্রী শিরিন বেগমের দায়েরকৃত মামলায় (নং-০৭(০৮)২০২৪) নুরুল ইসলাম নাহিদ (৮৪) ছাড়াও ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও আট হাজার ৯০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন (৫০), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (৫০) ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমদ (২৭)। এছাড়া মামলায় ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আট হাজার ৯০ জনকে অভিযুক্ত করা হয়। একই দিন নিহত রায়হান উদ্দিনের (১৮) বড় ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে দায়েরকৃত অপর হত্যা মামলায় (নং-০৮(০৮)২০২৪) সাবেক সংসদ নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ৩০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা সাত হাজার ৮০ জনকে আসামি করা হয়। এছাড়া আন্দোলনে নিহত তারেক আহমদের মা ইয়ারুন নেছা বাদী হয়ে গত ২০ আগস্ট পৃথক হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা প্রধান আসামি বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ ৭৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১৫ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রতিটি হত্যা মামলায় এ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে প্রধান আসামি করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট গোলাপগঞ্জে দর্জি দোকানি জয় আহমদ (১৮) নিহত হন। এই ঘটনায় নিহতের বড় ভাই মনোয়ার মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে মামলা দায়ের করেন। মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান করে ৬৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০ হাজার ৩০০ জনকে আসামি করা হয়। জানা যায়, ৪ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ বিজিবি ও সন্ত্রাসীদের গুলিতে ছয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সক্রিয় অনলাইন প্রতারক চক্র

সক্রিয় অনলাইন প্রতারক চক্র