ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স রহিত আহ্বান এপিইউবি’র

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫৩:০৮ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স রহিত আহ্বান এপিইউবি’র
অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব ধরনের ভ্যাট-ট্যাক্স রহিতকরণ এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়া অত্যাবশ্যক বলে মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও শিক্ষকরা। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকসের (বিএসপিইউএ) কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভায় এমনটি জানানো হয়। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা তথা বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবর্তিত সময়ে উচ্চশিক্ষা খাতের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি অংশীজন হিসেবে শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। বিরাজমান নানা সমস্যা ও বৈষম্য দূরীকরণের মাধ্যমে শিক্ষিত প্রজন্ম গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টায় প্রয়োজনীয় সহযোগিতা একান্ত জরুরি। তারা বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী-উদ্যোক্তাদের দেশপ্রেম, শিক্ষিত জাঁতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতি ও সহযোগিতার দাবিদার। আর এজন্য উচ্চশিক্ষা দেখভাল করার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে কার্যকর করা, প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার ও দ্বৈতনীতির পরিবর্তন আবশ্যক। বিশেষ করে অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব প্রকার ভ্যাট-ট্যাক্স রহিতকরণ এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়া অত্যাবশক। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. সাবুর খান, ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকসের সভাপতি অধ্যাপক ফারিদ এ. সোবহানি, সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক মো. মামুন হাবিব, সাধারণ সম্পাদক ড. মো. নাহিন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আবদুল্লাহ আল-মামুন আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স