ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স রহিত আহ্বান এপিইউবি’র

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫৩:০৮ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স রহিত আহ্বান এপিইউবি’র
অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব ধরনের ভ্যাট-ট্যাক্স রহিতকরণ এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়া অত্যাবশ্যক বলে মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও শিক্ষকরা। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকসের (বিএসপিইউএ) কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভায় এমনটি জানানো হয়। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা তথা বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবর্তিত সময়ে উচ্চশিক্ষা খাতের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি অংশীজন হিসেবে শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। বিরাজমান নানা সমস্যা ও বৈষম্য দূরীকরণের মাধ্যমে শিক্ষিত প্রজন্ম গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টায় প্রয়োজনীয় সহযোগিতা একান্ত জরুরি। তারা বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী-উদ্যোক্তাদের দেশপ্রেম, শিক্ষিত জাঁতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতি ও সহযোগিতার দাবিদার। আর এজন্য উচ্চশিক্ষা দেখভাল করার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে কার্যকর করা, প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার ও দ্বৈতনীতির পরিবর্তন আবশ্যক। বিশেষ করে অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব প্রকার ভ্যাট-ট্যাক্স রহিতকরণ এবং শিক্ষা গবেষণা খাতে সহায়তা দেওয়া অত্যাবশক। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. সাবুর খান, ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকসের সভাপতি অধ্যাপক ফারিদ এ. সোবহানি, সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক মো. মামুন হাবিব, সাধারণ সম্পাদক ড. মো. নাহিন মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আবদুল্লাহ আল-মামুন আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স