ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফসলের উৎপাদন খরচ খুঁজতে ভ্রমণ ব্যয়ই ১০ কোটি টাকা বিভিন্ন ইস্যুতে সংঘটিত হচ্ছে লুটপাট-সহিংসতা প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ মাইনরিটি দলকে নিবন্ধন দিল ইসি রাজবাড়ীর চরে আগুনে ছাই ঘরবাড়িসহ ১২ গরু চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর হারাম টাকা দিয়ে ইবাদত হয় না-ধর্ম উপদেষ্টা ব্যবসায়ীকে কুপিয়ে জখম বাবা-মেয়ে কারাগারে চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু এস আলমের ৯০ বিঘা জমি জব্দ স্থবির এলজিইডি ঢাকা জেলা গাজার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার র‌্যালি করবে বিএনপি আমদানি বৃদ্ধিতে বেড়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কাস্টমস্ কর্মকর্তার অঢেল সম্পদ! অর্থ পাচারকারীদের জীবন কঠিন হবে-গভর্নর পোশাকশ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ, আহত ৫০ অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান
অবরোধে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেননি অনেকে, খোলা হয়নি দোকানপাট

পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মঘটে ব্যাপক সাড়া

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১১:৩৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১১:৩৫:৫৪ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মঘটে ব্যাপক সাড়া
জনতা ডেস্ক
আরজি কর হাসপাতালে দায়িত্ব পালনকালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে গত মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।’ সেই কর্মসূচি ঘিরে কলকাতা ও হাওড়া রণক্ষেত্রে পরিণত হয়েছিলো। এর জেরে গতকাল বুধবার পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা ঘর্মঘট পালনের ডাক দেয় বিজেপি। বিজেপির আহ্বানে ব্যাপক সাড়া দিয়ে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ রাখা হয়েছিলো। ট্রেন ও সড়ক অবরোধের কারণে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেননি অনেকে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে সকাল থেকেই খোলা হয়নি দোকানপাট।
ধর্মঘট পালনের মধ্যেই ভাটপাড়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সাবেক সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতরা। বারাসতে চাপাডালি মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা জোর করে দোকান বন্ধ করে দেয়। রাস্তায় বের হওয়া গাড়িগুলোতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ ওঠেছে। এদিকে, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করছে বিজেপি। ধর্মঘট সফল করতে উত্তর কলকাতায় টালা ব্রিজেও অবরোধ করে টায়ার জ্বালান কর্মী-সমর্থকরা। সকাল সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টাও করেন তারা। তবে পুলিশি বাধার পর শ্যামবাজারে মেট্রো পরিষেবা চালু থাকে। ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় ধর্মঘট পালনের আহ্বান জানিয়ে রাস্তায় নামেন অগ্নিমিত্রা পাল। তিনি যখন দোকান বন্ধ রাখার অনুরোধ করছিলেন, তখনই পুলিশ কর্মকর্তারা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন। পরে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা। কলকাতায় রাজ্য সরকারের খাদ্য ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। ধর্মঘট সফল করতে সরকারি কর্মচারীদেরকে কাজে যোগদান না করার আহ্বান জানায় বিজেপি। এক্সপ্ল্যানেড মেট্রো বন্ধ করে দেয়ার চেষ্টাও করে তারা। মেট্রোর ৫ নম্বর গেটের সামনে এসে সেøাগান দেন দলটির কর্মী-সমর্থকরা। তাদের বক্তব্য, মানুষ ধর্মঘট চাইছে, তবে পুলিশ তা করতে দিচ্ছে না। সোনারপুরে ট্রেন অবরোধ করতে গিয়ে ১৫ জন বিজেপি কর্মী-সমর্থক আটক হয়েছেন। সোনারপুর থানায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতিতে জড়ানোর খবরও পাওয়া গেছে। বনগাঁয় বিজেপির পতাকা নিয়ে রেল লাইনে নেমে পড়েন অনেকে। সেখানে রেল অবরোধে অংশ নিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনিয়াও। এতে শিয়ালদা-বনগাঁ শাখার লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। বাংলায় বিজেপির ধর্মঘটকে সফল করতে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে রেল অবরোধ করা হয়।
জানা গেছে, গোচরণ স্টেশনের আপ লাইনে রেলের ওভারহেড তারে কলাপাতা দেয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গোচরণ, ধপধপিসহ একাধিক স্টেশনে ট্রেন চলাচল অচল হয়ে পড়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে কৃষ্ণনগরেও রেল চলাচল বন্ধ। সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালায় ধর্মঘট সমর্থনকারীরা। মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড, কেরানিতলা ও জেলা বিজেপি পার্টি অফিসের সামনে ভোর থেকে টায়ার জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। টায়ার নিভিয়ে রাস্তা থেকে সেগুলো অপসারণ করে তারা। হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সকালেই রেল লাইনে শুয়ে রেল অবরোধ করে হুগলি জেলা বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ উপস্থিত ছিলো। বিজেপির ডাকা ১২ ঘণ্টা ঘর্মঘটের আহ্বানে মিশ্র প্রতিক্রিয়া বর্ধমানবাসীদের। গত মঙ্গলবার জেলার বেশিরভাগ বেসরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। এদিকে, টাউন সার্ভিস বাস চলাচল করছে। স্বল্প পরিসরে দূরপাল্লার বেসরকারি বাস রাস্তায় নামলেও দেখা মিলে নি সরকারি বাসের। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট ঘিরে মালদহে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে তুমুল সংঘর্ষ বেঁধেছে বিজেপি কর্মীদের। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। এদিকে, পুলিশকে শাড়ি পরাবে বলে সেøাগান দিয়ে শাড়ি হাতে রায়গঞ্জের পথে নামে বিজেপি কর্মী-সমর্থকরা। এর জেরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে সেখানে।
বিজেপির ডাকে সাড়া দিয়ে সকাল ছয়টা থেকে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং করে বিজেপি। অন্যদিকে ধর্মঘট ব্যর্থ করতে পালটা পিকেটিং করে তৃণমূল কংগ্রেস। এসময় সরকারি বাস আটকানোর জন্য গাড়ির নীচে শুয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের কার্যত টেনে হিঁচড়ে বের করা হয়। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এসময় বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্তকে গ্রেফতার করা হয়। গতকালকের ধর্মঘট সফল করতে দুই বিজেপি বিধায়ক রাস্তা অবরোধ করেন। কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বসে বাস আটকে দেন মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। পরে তাদের আটক করে পুলিশ। সেখানে আন্দোলন করা বাকি বিজেপি-কর্মীদেরও আটক করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য