ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

​বিমানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে অস্থিরতা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০২:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০২:১১:০৫ অপরাহ্ন
​বিমানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে অস্থিরতা
বলাকা, আকাশে শান্তির নীড়। বিমান আকাশে কিন্তু ভেতরে কোন্দল। ফলে যাত্রীরা বঞ্চিত হচ্ছে উপযুক্ত সেবা থেকে। রাজনৈতিক পটপরিবর্তন তথা ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেকেই দ্রুত লেবাস পাল্টে নিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিম্ন পদ থেকে শুরু করে উর্ধ্বতন পদের অনেক কর্মকর্তা-কর্মচারীরাও। তারা শুধুমাত্র লেবাস পাল্টেই ক্ষান্ত হননি। এবার ভাল পজিশন বা চেয়ার দখলে নিতে ভেতরে দেখিয়ে  যাচ্ছেন বিপক্ষ এবং সাধারণ কর্মকর্তা কর্মচারীকে জুজুর ভয়। আর এর মাধ্যমে চলছে বদলি, আর্থিক সুবিধা আদায় এবং রাজনৈতিক রং লাগানোর পাঁয়তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরে অনেক কর্মকর্তা রয়েছেন যাদের কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তবে ভালো পদে কর্মরত ছিলেন অনেকেই এখনও বর্তমান। বর্তমানে ৫ই আগষ্ট এর পূর্বে ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতাকারী কিছু রং পরিবর্তন করা কর্মকর্তা-কর্মচারীরা ভোল পাল্টে নিয়েছেন। সেই সকল কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই প্রতিপক্ষ করছেন নিরপেক্ষ কর্মকর্তা-কর্মচারীদের। রাজনৈতিক সুবিধা নিয়ে বা আওয়ামী লীগের কোন নেতার আশির্বাদ নিয়ে যারা দ্বায়িত্বে বসেননি, এমনদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে বিতর্কিত করতে নেমেছে একটি চক্র। অনেকে আবার আরও একধাপ এগিয়ে কিছু কথিত সংবাদকর্মীদের দিয়ে কাল্পনিক তথ্য সামনে এনে চাপ প্রয়োগ করাছেন। তার পেছনে রয়েছে বড় অংকের দাবি-দাওয়া। কেউ সেই দাবি পূরণ করতে ব্যার্থ হলেই দুদুকের ভয় এবং চলছে সংবাদ প্রকাশের হুমকি। তাদের শাশানো হচ্ছে যদি দাবি পূরণ না করা হয়, তা হলে সংবাদ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নজরে আনা হবে, শায়েস্তা করতে। অরাজনৈতিক কর্মকর্তা-কর্মচারী হলেও শুধুমাত্র দক্ষিণ বংগে বাড়ী হবার কারণে পতিত সরকারের দালাল তকমা লাগিয়ে করা হচ্ছে হেনেস্তা। বিগত সরকারের নিকটজনদের আশির্বাদপুষ্ট বলে চলছে চাপ প্রয়োগ। পতিত আওয়ামী লীগ সরকারের দালাল ট্যাগ লাগিয়ে চলছে প্রচার প্রচারণা। 
নাম না প্রকাশ করার শর্তে একজন জানান, তাকে হুমকি দেয়া হচ্ছে, সাবেক সরকারের দালাল তালিকায় ফেলা হবে। যোগ্যতা থাকার পরও যেন উপযুক্ত পদে না রাখা হয়। আর যদি কেউ থাকার আগ্রহ দেখায় তাকে ম্যানেজ করতে হবে পিছু লেগে থাকা কিছু হলুদ গণমাধ্যমকর্মীদের। বর্তমানে অসহায় হয়ে পরা এই কর্মকর্তারা নিজেদের দ্বায়িত্বে মনোযোগ দিতে পারছেন না। ফলে ব্যাহত হচ্ছে বাংলাদেশ বিমানের এই জনগুরুত্বপূর্ণ সেবা খাত। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ক্রু জানান, তারা একটা অস্থির অবস্থায় রয়েছেন। কখন কার গায়ে পতিত আওয়ামী লীগ সরকারের দালাল তকমা লাগিয়ে সায়েস্তা করা হয়, তা বলা কঠিন। ফলে আপাতত ছুটি নিয়ে বাসায় বসে আছেন তিনি।
বাংলাদেশ বিমানের জিএম (পিআর) বুশরা ইসলাম এর কাছে বিষয়ের সততা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভ্যন্তরে কিছু ঝামেলা হচ্ছে। তা স্বীকার করলেও,  অনৈতিক মোটা অংকের অর্থ দাবি করার বিষয়ে তিনি জানেন না বলে জানিয়েছেন।  পরিস্থিতি বলছে উদ্দেশ্যমূলক রাজনৈতিক ট্যাগ লাগিয়ে যোগ্যদের হটালে মুখ থুবড়ে পরতে পারে জনগুরুত্বপূর্ণ এই সেবাখাত। ফলে এখনই শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করছেন অনেকেই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ