
না.গঞ্জে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি


স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকায় সড়কে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়ার পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে গোগনগর এলাকায় এ ঘটনার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, তারা সড়কে ছিনতাই করতেন। ছিনতাইকালে তাদের স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ