ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

পতনের বাজারে ব্যাংকের চমক

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৪ ১২:০১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৪ ১২:০১:০০ পূর্বাহ্ন
পতনের বাজারে ব্যাংকের চমক
অর্থনৈতিক রিপোর্টার
গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। এতে এক সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১৬ হাজার ১৩৩ কোটি টাকা বা ২ দশমিক ২৮ শতাংশ। আর ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২০৩ দশমিক ৯২ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ। এমন পতনের বাজারে বিপরীত চিত্র ছিল ব্যাংক খাতের। দাম কমার বদলে গত সপ্তাহজুড়ে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি স্থান দখল করেছে ব্যাংক কোম্পানি। এর মধ্যে প্রথম দুটি স্থানে রয়েছে ব্যাংক। দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বড় দাপট দেখিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে আগ্রহের শীর্ষ চলে আসে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৬৬ কোটি টাকার বেশি। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৩২টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩৫৭টির। আর ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় ১১ গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে। এমন দরপতনের বাজারে গত সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মেলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২১ টাকা ৫০ পয়সা। শেয়ার দামে এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২২ সালেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এছাড়া ২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা মুনাফা হয়।
২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে। মিডল্যান্ড ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল ন্যাশনাল ব্যাংক।
সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ৮ দশমিক ৩১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ দশমিক ৩৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রী’র ৪ দশমিক ৩১ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৩ দশমিক ৫৯ শতংশ এবং জিকিউ বলপেনের ৩ দশমিক ৪৬ শতাংশ দাম বেড়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য