ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত নয় : জাসদ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ১২:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১২:৫৫:২৭ পূর্বাহ্ন
নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত নয় : জাসদ
জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের কয়েকজন শীর্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত, আইনসঙ্গত, তথ্যপ্রমাণ সম্বলিত ও যুক্তিযুক্ত নয় বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার দলের পক্ষ থেকে জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দলটি। পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের নাম হত্যা মামলায় যুক্ত করার আগে, প্রাথমিক তদন্ত করার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রআন্দোলনে আন্দোলনকারীদের উপর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, পূর্ববর্তী সরকার সমর্থিত অস্ত্রধারী, সন্ত্রাসীদের গুলিবর্ষণে নিহতদের হত্যার দায় চাপিয়ে মামলা দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে বলতে চায় যে, দেশে দীর্ঘদিনের দ্বি-মেরুকৃত বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু বা দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের।
এদিকে একটি রাজনৈতিক মেরুতে অবস্থানে থাকলেও কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শুরু থেকেই এই আন্দোলন ও আন্দোলনকারীদের বিপক্ষে কোনো বক্তব্য, বিবৃতি এবং অবস্থান গ্রহণ করেননি।
উল্লেখ্য, পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদসহ প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা এবং তদন্ত করে পুলিশ বাহিনীর দায়ী সদস্যের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন দলের সভাপতি। জাসদ কেন্দ্রীয় কমিটি সুস্পষ্টভাবে বলছে যে, সে সময়ে সংঘটিত হত্যার ঘটনায় জড়ানো হচ্ছে সে সময় জাসদের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপর প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্ব ফলানোর সুযোগই ছিল না। এমনকি তৎকালীন সরকার সমর্থিত অস্ত্রধারী, সন্ত্রাসীদের উপর তাদের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক নিয়ন্ত্রণ ছিল না। কারণ হাসানুল হক ইনু, লোকমান আহমেদ কখনই আওয়ামী লীগের রাজনৈতিক বা সাংগঠনিক নেতা ছিলেন না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স