ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : বাসের আরেকটি শিশুর জ্বর এসে গেছে। কিন্তু কিছুই করতে পারছেন না বাবা-মা

‘বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে ক্ষুধার জ্বালায়’

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৪ ১০:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১২:১৩:০৩ পূর্বাহ্ন
‘বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে ক্ষুধার জ্বালায়’
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের কিছু স্থানে পানি উঠে যানচলাচল বন্ধ হয়ে গেছে। কেউ কেউ সেখানে আট থেকে ১০ ঘণ্টা ধরে আটকা আছেন। খাবারের অভাবে বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে।
ভুক্তভোগী কারও কারও ভাষ্য অনুযায়ী, এই মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারের মত এলাকায় যানজট দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেনীর লালপোল এলাকায় ঢাকাগামী বাসে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
যাত্রীরা জানিয়েছেন, তারা ভয়ানক বিপদের মধ্যে পড়েছেন। যেখানে বাস থেমে আছে, সেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন। আশপাশে কোথাও কোনো খাবারের দোকান নেই। বাস থেকেও নামতে পারছেন না।
বিশেষ করে শিশুদের অবস্থা খুব খারাপ। অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু তাদের চিকিৎসা বা সহায়তা দেয়ার মত কোনো পরিস্থিতি নেই। বাবা-মা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।
কুমিল্লার বাসিন্দা আব্দুর রহমান সকালে কক্সবাজার থেকে রওনা হয়েছেন। বিকাল ৪টার দিকে তিনি ফেনীর লালপোল এলাকার লেমুয়া ওভারব্রিজের কাছে এসে আটকা পড়েন।
রাত সাড়ে ১২টায় তিনি বলেন, মহাসড়কে পানির কারণে বাস থেকে বিকাল ৪টায় এসে থেমে গেছে। সামনে আরও অনেক বাস। সাড়ে আট ঘণ্টাও একটু নড়েচড়েনি। পানি বাড়তে বাড়তে কোমর সমান হয়ে গেছে। প্রাইভেট কার প্রায় ডুবে যায় অবস্থা।
বাসে বাচ্চারা আছে। তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। অনেক শিশু ক্ষুধার জ্বালায় কাঁদছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে।
আব্দুর রহমান বলছিলেন, তিনি যে বাসে আছেন সেই বাসে মীরসরাই ও বারইয়ারহাট থেকে বন্যা দুর্গত পাঁচটি পরিবার উঠেছে। তারা নিরুপায় হয়েই উঠেছে। তাদের বাড়িঘর ডুবে গেছে। রাস্তায় এসে দাঁড়িয়েছিল। চালককে বলে তাদের তুলে নেয়া হয়েছে।
এদের মধ্যে কয়েকজন শিশুও আছে। গৃহিনী তারিন আক্তার তার আড়াই বছরের শিশুকে নিয়ে বাসে উঠেছিলেন। রাত ১০টা পর্যন্ত শিশুটির বাবা-মা নানা কথা বলে চুপ করিয়ে রাখতে পেরেছেন। কিন্তু তারপর থেকেই শিশুটি ক্ষুধার জ্বালায় কাঁদছে।
তিনি বলেন, আশপাশে কোনো খাবার দোকানও নেই যে শিশুদের খাবারের ব্যবস্থা করা যাবে। আমি পানির মধ্যে নেমেছিলাম। অনেক বাস থেকে শিশুর কান্না শুনতে পাচ্ছি। শিশুদের কান্না সহ্য করা যায় না। বাবা-মা অসহায় হয়ে পড়েছেন। ভয়াবহ অবস্থা।
আব্দুর রহমান বলছিলেন, বাসের আরেকটি শিশুর জ্বর এসে গেছে। কিন্তু কিছুই করতে পারছেন না বাবা-মা। দোকান নেই যে একটু ওষুধ এনে দেবে। কী হবে জানি না।
লালপোল এলাকার এই পরিস্থিতি জানিয়ে আওলাদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়েছেন। যেটি শেয়ার করেছেন মাহমুদা নূর নামে এক নারী। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরও অনেকেই স্ট্যাটাসটি শেয়ার করতে দেখা গেছে।
তিনি লিখেছেন, ১২টা থেকে এখন পর্যন্ত কোমর পানিতে আটকে আছি আমরা যারা চট্টগ্রাম থেকে ফেনীতে সাহায্য নিয়ে এসেছিলাম। রাস্তায় শত শত নৌকা, বোট আছে কিন্তু সব ট্রাকের উপরে জ্যামে। ৭০/৮০ কিলোমিটার জ্যামে সবাই বসে আছে।
লালপোলে পানির এতো প্রেশার যেখানে বাস-ট্রাকও দাঁড়াতে পারছে না। এখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায় কান্নাকাটি করছে। ড্রাইভাররা এক মুঠো মুড়ি চাচ্ছে, তাও নাই কারো কাছে।
আর একজনও চট্টগ্রাম থেকে এই পথে আসার দরকার নাই। এই রাতে হাজার হাজার মহিলা শিশু বাথরুম করতে পারছে না। খাবার পানি নাই বাচ্চার দুধ বানাতে পারছে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ