ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : বাসের আরেকটি শিশুর জ্বর এসে গেছে। কিন্তু কিছুই করতে পারছেন না বাবা-মা

‘বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে ক্ষুধার জ্বালায়’

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৪ ১০:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ১২:১৩:০৩ পূর্বাহ্ন
‘বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে ক্ষুধার জ্বালায়’
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের কিছু স্থানে পানি উঠে যানচলাচল বন্ধ হয়ে গেছে। কেউ কেউ সেখানে আট থেকে ১০ ঘণ্টা ধরে আটকা আছেন। খাবারের অভাবে বাসে আটকেপড়া শিশুরা কাঁদছে।
ভুক্তভোগী কারও কারও ভাষ্য অনুযায়ী, এই মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারের মত এলাকায় যানজট দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেনীর লালপোল এলাকায় ঢাকাগামী বাসে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
যাত্রীরা জানিয়েছেন, তারা ভয়ানক বিপদের মধ্যে পড়েছেন। যেখানে বাস থেমে আছে, সেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন। আশপাশে কোথাও কোনো খাবারের দোকান নেই। বাস থেকেও নামতে পারছেন না।
বিশেষ করে শিশুদের অবস্থা খুব খারাপ। অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু তাদের চিকিৎসা বা সহায়তা দেয়ার মত কোনো পরিস্থিতি নেই। বাবা-মা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।
কুমিল্লার বাসিন্দা আব্দুর রহমান সকালে কক্সবাজার থেকে রওনা হয়েছেন। বিকাল ৪টার দিকে তিনি ফেনীর লালপোল এলাকার লেমুয়া ওভারব্রিজের কাছে এসে আটকা পড়েন।
রাত সাড়ে ১২টায় তিনি বলেন, মহাসড়কে পানির কারণে বাস থেকে বিকাল ৪টায় এসে থেমে গেছে। সামনে আরও অনেক বাস। সাড়ে আট ঘণ্টাও একটু নড়েচড়েনি। পানি বাড়তে বাড়তে কোমর সমান হয়ে গেছে। প্রাইভেট কার প্রায় ডুবে যায় অবস্থা।
বাসে বাচ্চারা আছে। তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। অনেক শিশু ক্ষুধার জ্বালায় কাঁদছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে।
আব্দুর রহমান বলছিলেন, তিনি যে বাসে আছেন সেই বাসে মীরসরাই ও বারইয়ারহাট থেকে বন্যা দুর্গত পাঁচটি পরিবার উঠেছে। তারা নিরুপায় হয়েই উঠেছে। তাদের বাড়িঘর ডুবে গেছে। রাস্তায় এসে দাঁড়িয়েছিল। চালককে বলে তাদের তুলে নেয়া হয়েছে।
এদের মধ্যে কয়েকজন শিশুও আছে। গৃহিনী তারিন আক্তার তার আড়াই বছরের শিশুকে নিয়ে বাসে উঠেছিলেন। রাত ১০টা পর্যন্ত শিশুটির বাবা-মা নানা কথা বলে চুপ করিয়ে রাখতে পেরেছেন। কিন্তু তারপর থেকেই শিশুটি ক্ষুধার জ্বালায় কাঁদছে।
তিনি বলেন, আশপাশে কোনো খাবার দোকানও নেই যে শিশুদের খাবারের ব্যবস্থা করা যাবে। আমি পানির মধ্যে নেমেছিলাম। অনেক বাস থেকে শিশুর কান্না শুনতে পাচ্ছি। শিশুদের কান্না সহ্য করা যায় না। বাবা-মা অসহায় হয়ে পড়েছেন। ভয়াবহ অবস্থা।
আব্দুর রহমান বলছিলেন, বাসের আরেকটি শিশুর জ্বর এসে গেছে। কিন্তু কিছুই করতে পারছেন না বাবা-মা। দোকান নেই যে একটু ওষুধ এনে দেবে। কী হবে জানি না।
লালপোল এলাকার এই পরিস্থিতি জানিয়ে আওলাদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়েছেন। যেটি শেয়ার করেছেন মাহমুদা নূর নামে এক নারী। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরও অনেকেই স্ট্যাটাসটি শেয়ার করতে দেখা গেছে।
তিনি লিখেছেন, ১২টা থেকে এখন পর্যন্ত কোমর পানিতে আটকে আছি আমরা যারা চট্টগ্রাম থেকে ফেনীতে সাহায্য নিয়ে এসেছিলাম। রাস্তায় শত শত নৌকা, বোট আছে কিন্তু সব ট্রাকের উপরে জ্যামে। ৭০/৮০ কিলোমিটার জ্যামে সবাই বসে আছে।
লালপোলে পানির এতো প্রেশার যেখানে বাস-ট্রাকও দাঁড়াতে পারছে না। এখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায় কান্নাকাটি করছে। ড্রাইভাররা এক মুঠো মুড়ি চাচ্ছে, তাও নাই কারো কাছে।
আর একজনও চট্টগ্রাম থেকে এই পথে আসার দরকার নাই। এই রাতে হাজার হাজার মহিলা শিশু বাথরুম করতে পারছে না। খাবার পানি নাই বাচ্চার দুধ বানাতে পারছে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য