ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

শেখ হাসিনার নামে আরো ৫ হত্যা মামলা

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৪ ০৩:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৪ ০৩:৩৬:৩৫ অপরাহ্ন
শেখ হাসিনার নামে আরো ৫ হত্যা মামলা
জনতা ডেস্ক
কোটা সংস্কার ও সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের বাইপাইলে হকার মো. শাহাবুল ইসলাম ওরফে শাওনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হান্নান ভুইয়া  এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে নিহত শাওনের আত্মীয় পরিচয়ে মো. মজিবুল হোসেন এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আশুলিয়া থানাকে মামলার আবেদনটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় আসামিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদ, ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-১৯ আসনের সাবেক এমপি তালুকদার মোহাম্মদ শহীদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি কুলু। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন শাওন। আন্দোলনরত অবস্থায় আসামিদের গুলিতে ১১টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় ছাত্র-জনতা শাওনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শফিকুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার গত বুধবার বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলা করেন।
গত বুধবার এই মামলার তথ্য সাংবাদিকদের দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম (বাবু), কায়সার হাসনাতকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, ফেনী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন প্রমুখ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৫ আগস্ট তার স্বামী শফিকুল, ভাশুর-দেবরসহ সচেতন নাগরিক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে আসামিরা সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার বালুয়াকান্দী গ্রামে তার স্বামীকে গাল-মন্দ করতে থাকেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আশুলিয়া, মালিবাগ ও মোহাম্মদপুর থানায় আলাদা আরও তিনটি মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার হাইওয়ে এলাকায় পুলিশ-বিজিবির গুলিতে, সাইখ আশহাবুল ইয়ামিন, আলামিন ও মেহেদী হাসান নিহতের ঘটনায় আশুলিয়া থানাকে মামলা নিতে নির্দেশ দেয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২১ নম্বর আদালতের বিচারক তাহমিনা হক এ আদেশ দেন।
ভুক্তভোগীর পরিবারের করা মামলার আবেদনে শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি আরও ১৫০ জন।
এদিকে গত ২০ জুলাই মালিবাগে সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া আদাবরে শাহারিয়ার নামে এক পথচারী হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাকে নিতে নির্দেশ দেয়া হয়েছে। মামলাটি করেছেন তার বন্ধু রবিউল খান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে হত্যা, অগ্নিসংযোগ ও গুমের দায়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে সারা দেশে মামলা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য