ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান দুবাই থেকে ফিরল ৩০ ঘণ্টা বিলম্বে সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ তিন লাখ মানুষের জন্য তিনজন চিকিৎসক গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

​পরিবহন চালকদের ধর্মঘট যাত্রী ভোগান্তি চরমে

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০২:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০২:১৭:২৬ অপরাহ্ন
​পরিবহন চালকদের ধর্মঘট যাত্রী ভোগান্তি চরমে
রাজধানীর ডেমরা-গুলিস্তান রুটে পরিবহন চালকেরা ধর্মঘটের মাধ্যমে গতকাল বুধবার সকাল থেকে সকল বাস চলাচল বন্ধ রেখেছে। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এক্ষেত্রে ওই রুটে চলা গ্লোরি, গাউসিয়া, ডেমরা পরিবহন মালিক সমিতির বাস ও আসিয়ানসহ মোট ৮০ থেকে ১০০ টি বাস বন্ধ রাখেন চালকেরা। মূলত শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর যাত্রীরা ৫ টাকা ভাড়া কম দেয়ার জন্য আন্দোলন শুরু করে। এতে করে চালক ও হেলপারদের মজুরির টাকা ওঠেনা বলে ধর্মঘটের ডাক দেন তারা।
জানা যায়, ডেমরা থেকে গুলিস্তান পর্যন্ত ডেমরা-যাত্রাবাড়ী সড়কের নিচ দিয়ে ২০ টাকা ও ফ্লাইওভার দিয়ে ২৫ টাকা ভাড়া ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে। আর বিগত ২০১০ সাল থেকে এভাবেই ভাড়ার প্রচলন রয়েছে। তবে এর মধ্যবর্তী সময়ে তেলের দাম ও অন্যান্য খরচসহ খোরাক বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি। এদিকে আন্দোলনের পর যাত্রীরা ওই ভাড়া ৫ টাকা কমিয়ে দাবি করেন ১৫ টাকা ও ২০ টাকা।
চালকরা জানায়, ৫ টাকা করে ভাড়া কমলে প্রতিদিন একটি বাসে প্রতি ট্রিপে ৫০০ টাকা কম হয়। সারাদিনে ৬ ট্রিপে ৩ হাজার কম আমদানি হয়। এ পরিস্থিতিতে চালক ও হেলপারদের মজুরি উঠেনা। আগে বাসের চাঁদা ৮০০ থেকে ১৩০০ টাকা দিলেও মজুরি পাওয়া যেত যা এখন বন্ধ হয়ে গেছে। এমতবস্থায় ডেমরা থেকে গুলিস্তানের ভাড়া রুট ভেদে ২০ থেকে ২৫ টাকা বহাল থাকলে পরিবহন সেক্টর চলতে পারবে। এদিকে ভাড়া নিয়ে জটিলতার কারণে ১৯ আগস্ট যাত্রীরা আসিয়ান নামে একটি বাস ভাঙচুর করে। এ সময় বাসের জানালা ও সামনের গ্লাস ভাঙচুরের পাশাপাশি চালককেও মারধর করে। নুরনবী নামে ওই চালক এখনো চিকিৎসাধীন।
এ বিষয়ে নুর আলম, সাহিন, আলম ও জিন্নত আলী সহ একাধিক যাত্রী জানায়, বর্তমানে সড়কে কোন পরিবহন চাঁদাবাজি নেই। অযথাই চালকরা ভাড়া বাড়ানোর পায়তারা করছে। আর পূর্বের ভাড়া বহাল রাখতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে যা অনুচিত।
এ বিষয়ে বাস মালিক সমিতির কয়েকজন বলেন, বর্তমানে মেইনটেইনেন্স সহ অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় ঝামেলা কিছু বেড়েছে। আর পরিবহন সেক্টরে তেল ও যন্ত্রাংশসহ সব কিছুর খরচ বেড়েছে। সব মিলে পুর্ন বিবেচনা করে একটি নির্দিষ্ট ভাড়ার ব্যবস্থা করলে সবার জন্যই ভাল।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, ভাড়া জটিলতায় ডেমরা-গুলিস্তার রুটে চালকদের ধর্মঘটের বিষয়টি শুনেছি। এ ঘটনায় মালিক, চালক, হেলপার ও যাত্রীদের সমন্বয়ে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করলে ভাল হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স