ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

​পরিবহন চালকদের ধর্মঘট যাত্রী ভোগান্তি চরমে

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০২:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০২:১৭:২৬ অপরাহ্ন
​পরিবহন চালকদের ধর্মঘট যাত্রী ভোগান্তি চরমে
রাজধানীর ডেমরা-গুলিস্তান রুটে পরিবহন চালকেরা ধর্মঘটের মাধ্যমে গতকাল বুধবার সকাল থেকে সকল বাস চলাচল বন্ধ রেখেছে। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এক্ষেত্রে ওই রুটে চলা গ্লোরি, গাউসিয়া, ডেমরা পরিবহন মালিক সমিতির বাস ও আসিয়ানসহ মোট ৮০ থেকে ১০০ টি বাস বন্ধ রাখেন চালকেরা। মূলত শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর যাত্রীরা ৫ টাকা ভাড়া কম দেয়ার জন্য আন্দোলন শুরু করে। এতে করে চালক ও হেলপারদের মজুরির টাকা ওঠেনা বলে ধর্মঘটের ডাক দেন তারা।
জানা যায়, ডেমরা থেকে গুলিস্তান পর্যন্ত ডেমরা-যাত্রাবাড়ী সড়কের নিচ দিয়ে ২০ টাকা ও ফ্লাইওভার দিয়ে ২৫ টাকা ভাড়া ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে। আর বিগত ২০১০ সাল থেকে এভাবেই ভাড়ার প্রচলন রয়েছে। তবে এর মধ্যবর্তী সময়ে তেলের দাম ও অন্যান্য খরচসহ খোরাক বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি। এদিকে আন্দোলনের পর যাত্রীরা ওই ভাড়া ৫ টাকা কমিয়ে দাবি করেন ১৫ টাকা ও ২০ টাকা।
চালকরা জানায়, ৫ টাকা করে ভাড়া কমলে প্রতিদিন একটি বাসে প্রতি ট্রিপে ৫০০ টাকা কম হয়। সারাদিনে ৬ ট্রিপে ৩ হাজার কম আমদানি হয়। এ পরিস্থিতিতে চালক ও হেলপারদের মজুরি উঠেনা। আগে বাসের চাঁদা ৮০০ থেকে ১৩০০ টাকা দিলেও মজুরি পাওয়া যেত যা এখন বন্ধ হয়ে গেছে। এমতবস্থায় ডেমরা থেকে গুলিস্তানের ভাড়া রুট ভেদে ২০ থেকে ২৫ টাকা বহাল থাকলে পরিবহন সেক্টর চলতে পারবে। এদিকে ভাড়া নিয়ে জটিলতার কারণে ১৯ আগস্ট যাত্রীরা আসিয়ান নামে একটি বাস ভাঙচুর করে। এ সময় বাসের জানালা ও সামনের গ্লাস ভাঙচুরের পাশাপাশি চালককেও মারধর করে। নুরনবী নামে ওই চালক এখনো চিকিৎসাধীন।
এ বিষয়ে নুর আলম, সাহিন, আলম ও জিন্নত আলী সহ একাধিক যাত্রী জানায়, বর্তমানে সড়কে কোন পরিবহন চাঁদাবাজি নেই। অযথাই চালকরা ভাড়া বাড়ানোর পায়তারা করছে। আর পূর্বের ভাড়া বহাল রাখতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে যা অনুচিত।
এ বিষয়ে বাস মালিক সমিতির কয়েকজন বলেন, বর্তমানে মেইনটেইনেন্স সহ অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় ঝামেলা কিছু বেড়েছে। আর পরিবহন সেক্টরে তেল ও যন্ত্রাংশসহ সব কিছুর খরচ বেড়েছে। সব মিলে পুর্ন বিবেচনা করে একটি নির্দিষ্ট ভাড়ার ব্যবস্থা করলে সবার জন্যই ভাল।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, ভাড়া জটিলতায় ডেমরা-গুলিস্তার রুটে চালকদের ধর্মঘটের বিষয়টি শুনেছি। এ ঘটনায় মালিক, চালক, হেলপার ও যাত্রীদের সমন্বয়ে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করলে ভাল হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স