ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপ কমলেও স্বস্তি নেই ক্রেতাদের

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১০:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১০:৪০:৩০ পূর্বাহ্ন
বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপ কমলেও স্বস্তি নেই ক্রেতাদের বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপ কমলেও স্বস্তি নেই ক্রেতাদের

স্টাফ রিপোর্টার
রমজান শুরুর আগেই মাছ-মাংসসহ নিত্যপণ্যের দাম বেড়ে যায় এক লাফেপ্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়ে যাওয়ায় রোজার শুরুতে বাজারে গিয়ে বেকায়দায় পড়েন সাধারণ মানুষতিন দিন পর রমজানের প্রথম শুক্রবারে সে তুলনায় কিছুটা হলেও দাম কমেছে মাছ-মাংস-সবজিসহ বিভিন্ন পণ্যেরতবে এটুকু কমার পরও যে দাম দাঁড়িয়েছে, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ক্রেতারাগতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ি-সদরঘাট, কাপ্তানবাজার, খিলগাও, মালিবাগ, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজিতে ৫০ টাকা কমে ৭২০ টাকা থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছেএছাড়া ব্রয়লার তথা পোল্ট্রি মুরগির দাম বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমছেপ্রায় সব ধরনের মাছের দামও কেজিতে ১০-২০ টাকা কমেছেপ্রথম রোজার তুলনায় সামান্য কমেছে লেবু, শসা ও বেগুনের দামওরমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮০০ টাকা, শসা প্রতি কেজি ১১০-১২০ টাকা ও লেবু  প্রতি হালি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছিলবড় আকারের লেবুর দাম ছিল আরও বেশিসেখানে গতকাল শুক্রবার আগারগাঁওয়ের বাজারে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে ৭৫০ টাকা কেজি দরেএই বাজারে গতকাল শুক্রবার বড় আকারের লেবু বিক্রি হয়েছে ৬০ টাকা হালি আর দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছেকথা হয় বাজারের টুটুল মাংস বিতানের মালিক মো. টুটুল মিয়ার সঙ্গেতিনি বলেন, গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করছিতিন দিন আগেও দাম একটু বেশি ছিলশ্যামলী কাঁচা বাজারের আশরাফিয়া মাংস বিতানের বিক্রেতা আশরাফ বলেন, গরুর মাংস ৭০০-৭২০ টাকা কেজি দরে বিক্রি করছিগরুর মাংসের দাম কিছুটা কমেছেতবে খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছেমোহাম্মদপুর কৃষি বাজারে গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা ও খাসির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়এই বাজারের মাংস বিক্রেতা আরমান মিয়া বলেনগরুর মাংস ৭০০-৭২০ টাকা কেজি দরে বিক্রি করছিগত সপ্তাহের চেয়ে একটু কমেছেএদিন পোল্ট্রি মুরগি ২১০-২২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছেএছাড়া সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা ও কক মুরগি ৩১০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়আর মুরগির ডিম প্রতি ডজন ১২০-১৩০ টাকা ও হাঁসের ডিম ৮০ টাকা হালি বিক্রি হতে দেখা গেছেএদিন মাছের বাজারও ছিল সামান্য কমতির দিকেমোহাম্মদপুর কৃষি বাজারের মাছ বিক্রেতা মো. কামাল হোসেন বলেন, এক কেজি বা তারচেয়ে বেশি ওজনের ইলিশ ২০০০ টাকা কেজি আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকা কেজিতে বিক্রি করছিএকই চিত্র চোখে পড়েছে শ্যামলী ও আগারগাঁওয়ের মাছ বাজারেকৃষি বাজারের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, মাছের দাম বাড়েনিতবে কিছু কিছু মাছের দাম কেজিপ্রতি ১০-২০ টাকা কমেছেএক কেজি ও এরচেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি, মাঝারি আকৃতির চিংড়ি ৮০০ টাকা কেজি, পাঙ্গাস ও তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি, সিলভার কার্প ২৩০ থেকে ২৫০ টাকা কেজি এবং একটু বড় আকারের শিং মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে
এদিকে রমজানে বেশি চাহিদা থাকা লেবু, শসা ও বেগুনের দামও কিছুটা কমেছেএদিন বড় আকারের লেবু ৬০ টাকা হালি, দেশি শসা ৮০-১০০ টাকা কেজি, লম্বা বেগুন ১০০-১১০ টাকা, কালো রঙের গোল বেগুন ৭০-৮০ টাকা ও সবুজ গোল বেগুন ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছেশ্যামলীর সবজি বিক্রেতা আহাদ মিয়া বলেন, লেবু শসা ও বেগুনের দাম কিছুটা কমেছেরোজার প্রথম দিনের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছেএর বাইরে এ দিন পেঁয়াজ ১১০ থেকে ১৩০ টাকা, রসুন ২০০ থেকে ২২০ টাকা ও আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছেএ ছাড়া অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছেপ্রথম রমজানের তুলনায় চতুর্থ রমজানে এসে মাছ-মাংসসহ সবজির দাম কিছুটা কমলেও তা ক্রেতাদের স্বস্তি দিতে পারছে নামোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে এসেছিলেন শিরীন ফাহমিদাতিনি বলেন, প্রতি রমজানেই আমরা আমরা এরকম দেখতে পাইরোজার আগে হঠাৎ করে সবকিছুর দাম একদম নাগালের বাইরে চলে যায়এখন আবার দেখেন দাম একটু কমেছেকিন্তু এখনো সবকিছুর দাম একমাস আগের তুলনায় অনেক বেশিসামান্য দাম কমিয়ে ব্যবসায়ীরা এখন বলবেন, তারা সবকিছুর দাম কমিয়ে দিচ্ছেনকিন্তু প্রকৃতপক্ষে এই দামও তো অনেক বেশিআমাদের কষ্ট তো কমছে নাআগারগাঁওয়ের বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী আলিমুল ইসলামের সঙ্গেতিনি বলেন, আমরা বাজারে এসে জিম্মি হয়ে পড়ছিকেউ দেখার নেইপ্রতিদিনই শুনি সরকারের সব মহল থেকে হুঁশিয়ারি দেয়া হচ্ছে, কেউ যেন দ্রব্যমূল্য না বাড়ায়কিন্তু বাজারে এলে মনে হয়, সেই কথাকে কেউ গুরুত্বই দিচ্ছে নাতা না হলে সবকিছুর দাম এভাবে বাড়ত নাএই গরমে রোজার মধ্যে একটু লেবুর শরবত বা শসার মতো সবজি খাওয়াটা তো শরীরের জন্য প্রয়োজনকিন্তু দেখেন, বাজারের সবচেয়ে ছোট আকৃতির লেবুর হালিও ৪০ টাকার কম নয়খারাপ শসাটাও কেজি ১০০ টাকাআমরা খুব চাপে আছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য