ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা
* চাকরি জাতীয়করণের দাবি ৫০ হাজার গ্রাম-পুলিশের * ১০ম গ্রেড বাস্তবায়ন চান ডিপ্লোমা-ই ইঞ্জিনিয়ারিং পাসকৃত সার্ভেয়াররা * প্রতিষ্ঠান জাতীয়করণ চান বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

দাবি আদায়ে সরব পেশাজীবীরা

  • আপলোড সময় : ২১-০৮-২০২৪ ১০:২৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৪ ১০:২৮:৩৩ পূর্বাহ্ন
দাবি আদায়ে সরব পেশাজীবীরা
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা শেষে পরীক্ষা বাতিলের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। কিন্তু এ ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার  বিকেল ৫টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ে সব গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এদিকে দীর্ঘ সময় অফিস শেষ করে বাসায় ফিরতে না পারায় সচিবালয়ে কর্মরত পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেশি বিড়ম্বনায় পড়েছেন নারীরা। সচিবালয়ে অবরুদ্ধে এক নারী কর্মকর্তা বলেন, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ? দাবি তো মেনে নেয়া হয়েছে। আমাদের জীবনের কি নিরাপত্তা নেই।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয় নীল শার্ট আর খাকি রঙের প্যান্ট পরিহিত গ্রাম-পুলিশ। প্রথম দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৫০ হাজার গ্রাম-পুলিশ চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান করছেন।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই আগারগাও এলজিইডি ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মরত ডিপ্লোমা-ই ইঞ্জিনিয়ারিং পাসকৃত সার্ভেয়াররা। তারা ১০ম গ্রেড বাস্তবায়নসহ দাবি আদায়ে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। সারাদেশ থেকে আগত শতাধিক সার্ভেয়ার এই সমাবেশে যোগ দিয়েছেন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে স্থায়ী নিয়োগকৃত কর্মচারীরা চাকরি স্থায়ী করনের দাবিতে বিক্ষাভ করেন। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এই পদগুলো রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন করে। একই দিনে অর্থাৎ বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেন। এই সংগঠনের লাগোয়া অবস্থান নেয় বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদফতরের ফিল্ড সার্ভিসেস ডেলিভারি কর্মকর্তারা। তারা তাদের ব্যানারে তাদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে প্রেসক্লাব প্রাঙ্গণ। এক সারিতে বসা সাদা অ্যাপ্রোন পরা নার্সরা। তাদের দাবি বেতন বৈষম্য দূর করা। আবার এক পাশে দাঁড়িয়ে নীল রঙের নার্সরা দাবি তুলছেন, ভুয়া নার্স বাতিল করতে হবে। সচিবালয়ের অন্যদিকে অর্থাৎ আবদুল গনি রোডে শ্যাডো ইন্টারন্যাশনাল নামে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আয়নাঘরের প্রস্তুতকারীদের বিচারের দাবি জানিয়েছে। শুধু তাই নয়, আগামীতে যেন এ ধরনের কোনো আয়নাঘর করতে কেউ সাহস না পায় তার হুঁশিয়ারি উচ্চারণ করে। এ রাস্তায় অবস্থান নেয় জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা। তারা বিভিন্ন স্লোগানে অবস্থান নিয়ে তাদের দাবি উচ্চারণ করেন। এরমধ্যে রয়েছে- চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে তাদের নেয়া। এর আগে তারা অবশ্য গত রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন। তাদের বিশেষ স্লোগান হচ্ছে, আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব। তথ্য আপা প্রকল্পে দুই হাজারের বেশি নারী কাজ করছেন বলে জানা গেছে।
ভিসার কথা বলে একটি প্রতিষ্ঠান ২ হাজার কোটি টাকা প্রতারণা করেছে। এই প্রতারণার মামলা পল্লবী থানা নিচ্ছে না বলে অভিযোগ তুলে সচিবালয়ের সামনে মানববন্ধন করেছে একটি সংগঠন। তারা প্রতারণাকারী প্রতিষ্ঠানের বিচার দাবি করেছে। বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীর বিভিন্ন অফিসের সামনে। সচিবালয়ের সামনে থেকে শুরু করে মতিঝিল, আগারগাঁও, বনানীসহ আরও অনেক এলাকায় ছড়িয়ে গেছে এই কর্মসূচি। গতকাল বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন হয়েছে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগের দাবিতে। আবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এখনও চাকরি ফেরৎ দেয়ার দাবিতে আন্দোলন চলছে। চলছে মানববন্ধনও। একইভাবে গুলশানে বেশ কয়েক দিন ধরে ইউসিবিএল প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে।
আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের মূল ফটকের সামনে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, নিজস্ব শিল্পী ও কলাকুশলীদের চাকরিতে পদোন্নতিসহ বিভিন্ন বৈষম্যের দাবিতে এই মানববন্ধন করা হয়। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- বেতারের কর্মকর্তাদের পদোন্নতির বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, একিভূত বিসিএস (তথ্য) ক্যাডার করা ও বাংলাদেশ বেতারে নিজস্ব মহাপরিচালক নিয়োগ দেয়া।  তারা বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বেতারের ভূমিকা অনস্বীকার্য। একইভাবে কয়েক দিন ধরে দাবি ওঠে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অপসারণের। নতুন কমিশনের চেয়ারম্যান দিলেও আবার উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে আবারও নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়ায় এখন কিছুটা শান্ত পরিবেশ বিরাজ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজপথ ছাড়াও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংস্থার দাবি উঠছে। পল্লী সঞ্চয় ব্যাংকের এমডিসহ তার সহযোগীদের পদত্যাগ দাবি করেছে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। তারা মানববন্ধনের মাধ্যমে তাদের কার্যালয়ের সামনে এই দাবি তোলে। তারা বলেছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
আইসিটি অধিদফতরের রাজস্ব খাতের কর্মকর্তারা পদোন্নতির দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই দাবি তোলেন। একই সঙ্গে তারা দাবি তুলেছে দ্রুত চাকরি নিয়মিতকরণ ও স্থায়ী করা। সড়ক ও জনপথ অধিদফতরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুনীতি বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে সড়ক ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
ইডকলের ১০৬ জন কর্মচারীর চাকরি পুনর্বহাল দাবিতে গতকাল কারওয়ান বাজারে মানববন্ধন করে। তারা অভিযোগ করেছে, গত মে মাসে কোনো ধরনের নোটিস ছাড়াই অন্যায়ভাবে নির্বাহী আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। নির্বাহী আদেশে তাদের চাকরি পুনর্বহাল করার দাবি জানিয়েছে। কোনো ধরনের রাজপথ নয়, একেবারে নিভৃতে দাবি জানিয়েছে একসঙ্গে কয়েকটি সংগঠন। তারা বাংলাদেশকে একটি সংবেদনশীল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়। এই সংগঠনে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় আদিবাসী পরিষদের সভানেত্রী বিচিত্রা তিরকী, ব্যারিস্টার সারা হোসেন, এলআরডিএর নির্বাহী পরিচালক শামসুল হুদা ও খুশী কবির। এদিকে বেশিরভাগ দাবি হচ্ছে চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও বেতন বৈষম্য দূর করা। গতকাল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের যুগ্মসচিব পদে পদোন্নতি বঞ্চিত সিনিয়র ১৩ থেকে ২২তম ব্যাচের ১৯৫ জন উপসচিব। তারা দীর্ঘ স্মারকলিপিতে এসব উপ-সচিবদের পিএসসির মেধাতালিকা অনুযায়ী নিজ নিজ ব্যাচের সঙ্গে সিনিয়রিটি নিশ্চিত করে যুগ্মসচিব পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেয়ার জন্য দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স