
রাজধানীতে পৃথক পৃথক সমাবেশ ও বিক্ষোভ
তীব্র যানজটে নাকাল নগরবাসী
- আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:২৪:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:২৪:৩৩ অপরাহ্ন


ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার মধ্যদিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি স্থায়ীকরণ, দুর্নীতি রোধ, এইচএসসি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, জাতীয় প্রেসক্লাব, সচিবালয়, মৎস্য ভবন, রামপুরা, কাকরাইল, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার সড়ক আটকে তারা বিক্ষোভ করেছেন। বাদ যায়নি বাংলাদেশ সচিবালয়ও। এ ছাড়া সপ্তাহের প্রথম কর্মদিবস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় সড়কে গাড়ির চাপও ছিল বেশি। ঘরে ফেরা মানুষদের অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। এসব বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়েছে পুরো রাজধানী জুড়ে। শুধু তাই নয়, গত দুইদিনে রাজধানীতে পৃথক পৃথক সমাবেশ ও বিক্ষোভে তীব্র যানজটে নাকাল হয়েছে নগরবাসী।
সরজমিনে জানা গেছে, সোমবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০ দিন পার হয়েছে। এরআগে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীরা যাওয়া শুরু করেছে। স্বাভাবিকভাবে মানুষের চলাচলও ছিল বেশি। আবার মেট্রোরেল বন্ধ। ফলে সড়কে গাড়ি ও মানুষের চাপ গত কিছুদিনের চেয়ে বেশি দেখা যায়। এর মধ্যে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচি ছিল। অর্থাৎ অসহনীয় যানজটে অনেকটা স্থবির হয়ে পড়ে সড়কগুলো। শহরের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ থাকে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। এতে বিভিন্ন জায়গায় যানজট শুরু হয় এবং কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলে। সচিবালয়ের সামনে বিভিন্ন দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেন গ্রাম পুলিশের সদস্যরা, বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’। এসব সভা সমাবেশের কারণে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় যানজট। শাহবাগ মোড় অবরোধ করে আরেকটি সংগঠনের অবস্থান নেয়ার কারণে শাহবাগসহ কারওয়ান বাজার ও বাংলামোটরেও সৃষ্টি হয় যানজট। স্বল্প দূরত্বে যেতে যানবাহনগুলোকে ব্যয় করতে হয় দীর্ঘ সময়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানজটে বসে বিরক্ত হয়ে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। অনেক বাস যাত্রী নেমে যাওয়ায় ঘুরিয়ে ফেলা হয়। এ বিষয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান এর সঙ্গে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ থাকে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। এতে বিভিন্ন জায়গায় যানজট শুরু হয় এবং কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সপ্তাহের মতো পুলিশবিহীন রাষ্ট্র চলেছে। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করেছেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে সড়কে পুলিশ ফিরতে শুরু করেছে। তবে এখনো ট্রাফিক পুলিশের স্বাভাবিক কার্যক্রম দেখা যাচ্ছে না।
মোড়ে মোড়ে বিক্ষোভ : রাজধানীর হেয়ার রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে তাঁরা সকাল নয়টা থেকে সড়ক অবরোধ করে রাখেন। রাত আটটা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন বলে জানা গেছে। এদিন বেলা ১১টার পর দেখা যায়, কদম ফোয়ারা থেকে শুরু করে প্রেসক্লাব ও সচিবালয়ের দিকে সড়কে বিভিন্ন সংগঠনের হাজারখানেক মানুষ নিজেদের দাবি নিয়ে মানববন্ধন, সমাবেশ করছেন। এতে ওই এলাকা কার্যত বন্ধ হয়ে যায়। সেখানে ছিল অন্তত নয়টি কর্মসূচি। তৎকালীন বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের একটি দল প্রেসক্লাবের সামনে জায়গা না পেয়ে বিপরীত পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে দাঁড়ায়। বেতনবৈষম্য রোধে কয়েক দিন ধরেই গ্রাম পুলিশের সদস্যরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা গত রোববারও প্রেসক্লাব থেকে কাকরাইল মোড় অবরোধ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় এবং তাঁরা সেখানেই রাতে অবস্থান করবে বলে জানান। প্রেসক্লাব, সচিবালয় এলাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন করছেন। চাকরি স্থায়ীকরণের জন্য দাঁড়িয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ। নিজেদের মাদ্রাসা বোর্ডের বৈষম্যের শিকার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে সমাবেশ করেছে। পুলিশের উপপরিদর্শক নিয়োগে বিভাগীয় কোটা সংরক্ষণ বাতিলের দাবিতে কয়েকজন সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ ছাড়া সচিবালয়ের সামনে বিকেলের দিকে বঞ্চিত কর্মকর্তা দাবি করে সড়ক অবরোধ করেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে অর্ধশত বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত শত শত মানুষকে দেখা যায়। জাদুঘরের সামনে একটি মঞ্চও প্রস্তুত দেখা যায়। তাদের একটি ব্যানারে লেখা, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ। আয়োজক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।
যানজট নিয়ে যা বললেন যাত্রীরা : রাজধানীর শাহবাগ মোড় থেকে যানজট শুরু হয় বাটা সিগন্যাল পার হয়ে তা পৌঁছেছে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায়। অন্যদিকে যানজটের প্রভাব পড়েছে হাতিরপুল ও সেন্ট্রাল রোড এলাকায়ও। এসব এলাকায় দীর্ঘক্ষণ ধরে যানবাহন আটকে আছে। এতে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। যানজটের কারণে অফিস করে বের হওয়া যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে বাংলামটর ও কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছে গেছে যানজট। অন্যদিকে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনমুখী রাস্তায়ও স্থবির রয়েছে যান চলাচল। এতে আধা ঘন্টার রাস্তা পেরিয়ে গন্তব্যে যেতে দুই থেকে আড়াই ঘন্টারও বেশি সময় লেগে যায় যাত্রীদের। অনেককেই যানজটের কারণে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। কবির হোসেন নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, পল্টন যাওয়ার উদ্দেশে ফার্মগেট থেকে বাসে উঠেছি। বাংলামোটর আসতেই প্রায় এক ঘণ্টা চলে গেছে। গুগল ম্যাপে পুরো রাস্তা লাল দেখাচ্ছে। তাই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি। মিরপুর-২ নম্বরে যেতে রাজধানীর মগবাজার মোড়ে বাসের জন্য অনেকক্ষণ করছেন জাকির হোসেন। তিনি বলেন, অফিসে যেতে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে। আবার অফিস শেষে বাসায় ফিরতে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস পেলেও সেগুলোতে তিল পরিমাণ ঠাঁই হচ্ছে না। ছাত্র-জনতার বিজয়ের পর এভাবে কষ্ট করে অফিসে যাওয়া-আসা করতে হচ্ছে। ভাটারা থেকে বনশ্রী এলাকায় অফিস থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, নতুন বাজারে এসে দেখি রাস্তা একদম বন্ধ। এ পরিস্থিতি দেখে বাসে না উঠে হেঁটে রওনা হয়ে উত্তর বাড্ডা পর্যন্ত আসি। পরে উত্তর বাড্ডা থেকে একটি রিকশা নিয়ে বনশ্রী পর্যন্ত আসি।
শিক্ষার্থীদের সড়ক অবরোধ : রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন এক দল শিক্ষার্থী। আবার নিউমার্কেটের সামনে নামেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। তাঁরা হলে আসন পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। ফলে মিরপুর সড়কও বন্ধ ছিল। উত্তরার বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী। রামপুরা একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে রামপুরা টিভি ভবনের সামনের সড়ক অবরোধ করে।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ : গতকাল সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির স্বেচ্ছাসেবক দল বাড্ডা ও খিলক্ষেত এলাকায় র্যালি করেছে। এদিকে সিদ্ধেশ্বরীতে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেছে। এছাড়াও পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিকরা মার্কেটের ইনচার্জ মোহসিনুল করিমের অপসারণের দাবিতে রাস্তায় নেমেছেন। তাছাড়া বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় এলাকার রাস্তা অবরোধ করেছে গ্রাম পুলিশ। এ বিষয়ে এসি (ট্রাফিক) রমনা জোন জানিয়েছে, বাংলামোটর, কাকরাইল মগবাজার এলাকায় গাড়ির চাপ বেশি। এছাড়া ভিআইপি মুভমেন্টের ছিল। যার কারণে এ এলাকাতে যানবাহন খুবই ধীরগতিতে চলছে। তবে মতিঝিল জোন ট্রাফিকের সহকারী কমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, দুপুর ১২ টা থেকে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিনগর মোড় অবরোধ করেছে। যার ফলে ওই এরিয়াতে যানচলাচল বন্ধ আছে। এছাড়া অন্যান্য জায়াগায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ