বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম আকন্দ। গত রোববার ৩৯৮ নম্বর কর্মচারী নির্দেশের মাধ্যমে তাকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। আমিনুল ইসলাম আকন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম
- আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:১৯:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:১৯:৩৮ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ