সবকিছু ঠিক থাকলে দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানের খোলার দিনে সহপাঠীদের সঙ্গে পরীক্ষায় বসার কথা ছিল শাফিক উদ্দিন আহমেদ আহনাফের। কিন্তু ১৭ বছর বয়সী বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আর ফিরে আসেনি। ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আহনাফ। তার মৃত্যু শুধু পরিবার ও স্বজনদেরই নয়, তার বন্ধুদেরও গভীরভাবে স্পর্শ করেছে। তাই দীর্ঘদিন পর প্রতিষ্ঠান খোলার দিনে পরীক্ষা দিতে বসে আহনাফকে স্মরণ করতে ভুলেনি তার বন্ধুরা। তার আসনটি ফাঁকা রেখে, ফুল দিয়ে একটি ছোট্ট প্লাকার্ডে তার নাম লিখে স্মরণ করা হয়।
গতকাল রোববার পরীক্ষার হলে আহনাফকে এভাবে স্মরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকে আবেগমিশ্রিত নানা মন্তব্য লিখেছেন। চিরদিনের জন্য হারানো বন্ধুকে ভিন্নভাবে স্মরণ করার জন্য আহনাফের সহপাঠীদের প্রশংসা করছেন অনেকে। কেউ আবার আহনাফদের মতো আন্দোলনে প্রাণ দেয়া মানুষদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত এমন দাবি তুলছেন। শাফিক উদ্দিন আহমেদ আহনাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জানা গেছে, আহনাফের ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের প্রতি শুরু থেকেই আহনাফ ছিল সোচ্চার। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটের আঘাতে আহত হয়েও সে ফিরে আসেনি। পরিবার তাকে আন্দোলনে যেতে নিষেধ করলে আহনাফ বলত, সে সাঈদ-মুগ্ধ ভাইদের মতো সাহসী হতে চায়। আহনাফের মা সাফাত সিদ্দিকী ও খালা নাজিয়া আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনে বাধা দিলে আহনাফ তাদের বলত যে সে সাহসী হতে চায়। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন ফেসবুকে লিখেছেন, এই বাচ্চারাই জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা ঘরে বসে তা উপভোগ করছি। সাংবাদিক সামছুর রহমান আহনাফের সিটে রাখা ফুলের ছবি শেয়ার করে লিখেছেন, কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষায় আহনাফের সিটে রাখা ফুল। ছবিটা দেখে অদ্ভুত শূন্যতা লাগল। তৌহিদ হায়দার শান্ত ছবিটি শেয়ার করে লিখেছেন, আহনাফ জীবন দেয় (১৭ বছর)... তার সহপাঠীরা (তারাও ১৭ বছর) স্মরণ করে...। আর এখনও আমাদের মতো কিছু মানুষ এই মৃত্যু দেখে না... নানা কথা বলে...।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় প্রাণ হারায় শিক্ষার্থী আহনাফ
শহীদ বন্ধুকে যেভাবে স্মরণ করলো বন্ধুরা
- আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ১০:২৭:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ১০:২৭:৫৩ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ