ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
শৃঙ্খলা ফেরাতে ৮ সাংগঠনিক সম্পাদক কাজ করছেন

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ভয়ানক রূপ নিচ্ছে

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১০:২৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১০:২৩:৩১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ভয়ানক রূপ নিচ্ছে আওয়ামী লীগ
*    বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা রমজান মাস উপলক্ষে দুই ভাগে বিভক্ত হয়েছেন
*    দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে এখন প্রকাশ্যে বিষোদগার শুরু করেছেন
*    এক পক্ষ অন্য পক্ষকে কুৎসিত নোংরা ভাষায় আক্রমণ করছেন
সফিকুল ইসলাম
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন ভয়াবহ রূপ নিচ্ছেউপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই কোন্দলকে কিছুতেই ঠেকানো যাচ্ছে নাএই কোন্দলের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা যারা মাঠের রাজনীতি করেন, সাংগঠনিক তৎপরতা করেন তারা নিজের হাত-পা গুটিয়ে রেখেছেনফলে এখন কিছুতেইে কোন্দল থামানো যাচ্ছে নাআর সামনে উপজেলা নির্বাচনে এই কোন্দল মারাত্মক আকার ধারণ করতে পারেএক কথায় বলতে গেলে ফ্রি স্টাইলে যে যার মতো করে চালাচ্ছে আওয়ামী লীগএতে প্রত্যেকটা জেলায় জেলায় তৈরি হয়েছে দখলদারিত্বজানা গেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা রমজান মাস উপলক্ষে দুই ভাগে বিভক্ত হয়েছেনদুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে এখন প্রকাশ্যে বিষোদগার শুরু করেছেনতারা এক পক্ষ অন্য পক্ষকে কুৎসিত নোংরা ভাষায় আক্রমণ করছেনএরকম একটি পরিস্থিতিতে সারাদেশে আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে উঠেছেসর্বশেষ ১৩ মার্চ নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেনএ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছেগত বুধবার ভোর পাঁচটার দিকে ইউনিয়নের বাখরনগর, মুরাদনগর ও বকশালীপুর গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেস্থানীয় বাসিন্দারা বলেন, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ পক্ষের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেগুলিবিদ্ধ ১৬ জনকে নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছেএরআগে ৯ মার্চ ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছেএতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেনএছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছেপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি গুলি ছুঁড়েছে পুলিশঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে৯ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেএলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ঠেনঠেনিয়া বাজার থেকে লুৎফর নামে এক ব্যক্তি বাড়ি ফেরার পথে তাকে মারধর করে প্রতিপক্ষের লোকজনলুৎফর গত জাতীয় নির্বাচনে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেনের ঈগল প্রতীকের সমর্থক ছিলেনএর জের ধরে সংসদ সদস্য শাহাদাব আকবরের সমর্থক ভাবুকদিয়া গ্রামের রিয়াজুলকে কুপিয়ে জখম করে ঈগলের সমর্থকরাএ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে গট্টি ইউনিয়নের বাসিন্দা বর্তমান সংসদ সদস্য শাহদাবের সমর্থক মুরাদ মোল্লা ও একই ইউনিয়নের ঈগলের (জামালের) সমর্থক সালাম মোল্লার পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েনির্বাচন পরবর্তীতে প্রতিদিন প্রতিটি জেলায় জেলায় এ ধরনের সহিংস ঘটনা ঘটছেএকইভাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত অন্তত ৩৯টি জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, ৬০ জন গুলিবিদ্ধ ও ৪৫০ জনের বেশি আহত হয়েছেনক্ষমতাসীন দলের জেলা পর্যায়ে ৭৮টি সাংগঠনিক ও উপজেলা পর্যায়ে ৪৯৫টি ইউনিটসময়মতো কাউন্সিল না হওয়ায় ৩০টিরও বেশি জেলা ইউনিটের মেয়াদ শেষ হয়ে গেছে, যেখানে ২৭টি জেলা ও শহর পর্যায়ের ইউনিটে অভ্যন্তরীণ কোন্দল অব্যাহত রয়েছেজেলা পর্যায়ের ১৮টি ইউনিটে কাউন্সিল হওয়ার পরেও এখনো পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়নি
নিয়ন্ত্রণের বাইরে দলীয় কোন্দল: আওয়ামী লীগ নির্বাচন পরবর্তী কোন্দল বন্ধে বিভিন্ন রকম উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করছেকিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে নাবরং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেসাংগঠনিক অবস্থা রীতিমতো ভেঙে পড়েছেআওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা এতে উদ্বিগ্ন-আতঙ্ক অনুভব করছেনতবে আওয়ামী লীগের একাধিক নেতা স্বীকার করেন, সংগঠন বলে এখন আর কোন কিছু নেইএখন যে যার মতো করে ফ্রি স্টাইলে আওয়ামী লীগ চালাচ্ছেনপ্রত্যেকটা জেলায় জেলায় আওয়ামী লীগে তৈরি হয়েছে দখলদারিত্ব এবং যে যার মতো পাচ্ছে সংগঠনকে ব্যবহার করছেএটি আওয়ামী লীগের জন্য এটি ভয়ঙ্কর প্রবণতা বলে মনে করছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাতবে নির্বাচনের পরই কোন্দল বন্ধের জন্য একাধিক উদ্যোগ নেয়া হয়আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে গিয়ে নেতাদেরকে কোন্দল বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানকিন্তু এতেও কাজ হয়নিএরপর কেন্দ্রীয় কমিটির বৈঠকে একই রকম আহ্বান জানানো হয়এর ফলও খুব একটা ইতিবাচক হয়নিসর্বশেষ আওয়ামী লীগ বর্ধিত সভা করে কোন্দল বন্ধের জন্য তাগিদ দেয়কিন্তু তারপর দেখা যাচ্ছে যে কোন্দল বন্ধ হয়নিতার ওপর উপজেলা নির্বাচন নিয়েও আওয়ামী লীগের ভেতর একাধিক বিভাজন লক্ষ্য করা যাচ্ছেযারা আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন তারা উপজেলা নির্বাচনে তাদের কর্তৃত্ব অব্যাহত রাখার জন্য পছন্দের প্রার্থী দিচ্ছেনঅন্যদিকে যারা এই আওয়ামী লীগের টিকিটে এমপি হতে পারেনি, স্বতন্ত্রদের কাছে পরাজিত হয়েছেন তারা এখন নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধারের জন্য উপজেলা নির্বাচনকে বেছে নিয়েছেনঅন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছেনসবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মধ্যে একটি লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছেসবচেয়ে বড় ব্যাপার হলো যে, আওয়ামী লীগের যে অঙ্গ-সহযোগী সংগঠন আছে তারাও এখন ক্রমশ বিভক্ত হয়ে পড়ছেদলীয় এমপিদের পক্ষে, পরাজিত স্বতন্ত্রদের পক্ষে ইত্যাদি নানা ভাগ উপভাগে আওয়ামী লীগ এখন বিভক্তথেমে থেমে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনাও ঘটছেসবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আওয়ামী লীগের কোন্দল
দলকে শৃঙ্খলায় ফেরাতে বিশেষ নির্দেশনা: আওয়ামী লীগের যে সকল সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার মন্ত্রিসভায় জায়গা পাননি, তাদেরকে সংগঠন গোছানোর দায়িত্ব দেয়া হচ্ছেদলের অন্তর্কলহ দূর করা, দলের মধ্যে বিভক্তি ও কোন্দল ঠেকানো এবং দলকে শৃঙ্খলায় আনার জন্য এসব নেতাদের বিশেষ নির্দেশনা দিয়ে মাঠে নামানো হচ্ছেতারা জেলায় জেলায় সফর করবেনপ্রয়োজনে জেলা, উপজেলা নেতাদের ঢাকায় তলব করবেনদেশের রাজনৈতিক পরিস্থিতি যেকেনো সময় যেকোনো কিছু হতে পারে এই সম্ভাবনাকে মাথায় রেখে দলকে সুসংগঠিত করে রাখাই হচ্ছে দলটির মূল লক্ষ্যআওয়ামী লীগ মনে করছে সামনের দিনগুলোতে সাংগঠনিক বিরোধ আরও বাড়বেবিশেষ করে কুমিল্লা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে, দলের ভিতর বিশৃঙ্খল অবস্থা এবং কোন্দল তীব্র আকার ধারণ করেছেসামনের দিনগুলোতে যখন বিরোধী দল আন্দোলন করবে তখন এই কোন্দল যদি বন্ধ না করা যায় তাহলে তা বড় ধরনের সংকট সৃষ্টি করবেতবে সংশ্লিষ্টরা জানান, দলের ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন, সেই ৮ জন সাংগঠনিক সম্পাদককে ৮টি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছেএই সাংগঠনিক সম্পাদকদের কাউকেই মন্ত্রী করা হয়নিআওয়ামী লীগ এখন যে সংগঠন পুনর্গঠন এবং দলের বিভক্তি বিভাজন দূর করার উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগে এই ৮ জন সাংগঠনিক সম্পাদককে মূল দায়িত্ব দেয়া হচ্ছেতারা সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবেনসাংগঠনিক সম্পাদকদেরকে তদারকি করার জন্য বা সাংগঠনিক সম্পাদকদের সার্বক্ষণিকভাবে পরামর্শ, উপদেশ এবং নির্দেশনা দেয়ার জন্য দুইজন যুগ্ম সাধারণ সম্পাদককে সার্বক্ষণিক দায়িত্ব দেয়া হচ্ছেএরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিমএই দুজনই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ননতারা এখন সার্বক্ষণিকভাবে সাংগঠনিক বিষয়গুলোকে দেখবে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ ধরনের পরিস্থিতি শক্তভাবে মোকাবিলা করতে না পারলে দলেরই বেশি ক্ষতি হবেআর আওয়ামী লীগের ক্ষতি মানে দেশের ক্ষতি হওয়াসাধারণ মানুষের ক্ষতি হওয়াতিনি বলেন, এজন্য আমাদের সম্মিলিতভাবে পদক্ষেপ নেয়া প্রয়োজনউল্লেখ্য, ৭ জানুয়ারির নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের ভেতরে বিভক্তি এবং কোন্দল বেড়ে গিয়েছিলএই সময় আওয়ামী লীগে যারা মনোনয়ন পেয়েছিল তাদের সাথে আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিধারী স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ এবং সহিংসতার ঘটনা ঘটেঅনেকেই মনে করেছিলেন যে, নির্বাচনের পর এই সহিংসতা বন্ধ হবেকিন্তু নির্বাচনী সহিংসতা এমন এক ধরনের যুদ্ধ যেটি  যুগ যুগ ধরে চলেএখন আওয়ামী লীগকে সেই ভার বহন করতে হচ্ছেনির্বাচনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক বার বিভিন্নভাবে বলা হয়েছে যে, যেন বিরোধগুলো মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়কিন্তু সেই বিরোধের মীমাংসার জন্য কেউই আসলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে নাআওয়ামী লীগের মূল সমস্যা দাঁড়িয়েছে ৭ জানুয়ারির পর যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, সেই মন্ত্রিসভায় মাঠের নেতারা জায়গা পাননিবিশেষ করে দলের সাংগঠনিক সম্পাদক এবং মাঠে যারা জনপ্রিয় তারা মন্ত্রিসভায় জায়গা পাননিফলে স্বাভাবিক ভাবে তাদের মধ্যে একটি হতাশা লক্ষ্য করা যাচ্ছেএই হতাশা থেকে তারা রাজনীতিতে নিজেদেরকে কম সময় দিচ্ছেন এবং দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসায় উদ্যোগ গ্রহণ করছেন নাঅবশ্যই সমস্ত জনপ্রিয় নেতাদের পক্ষ থেকে অন্য ধরনের কথা বলা হচ্ছেতারা বলছেন, মাঠের নেতারা এখন মন্ত্রী ছাড়া নেতাদের কথায় খুব একটা পাত্তা দিচ্ছেন নাতারা মন্ত্রীদের কথা শুনতে চানঅথচ মন্ত্রীরা কোন্দল নিরসনে কোনো  তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করছে নাফলে মাঠে যখন কোন্দল নিরসনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভূমিকা নেয়ার কথা, তারা সেই ভূমিকা নিতে পারছেন নাঅন্যদিকে আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন দলীয় প্রতীকে, তারা এখন স্বতন্ত্রদের নির্মূল করার অভিযানে নেমেছেনআবার স্বতন্ত্রদের যারা আওয়ামী লীগকে টেক্কা দিয়ে এমপি হয়েছেন, তাদেরকে কোণঠাসা করার জন্য পরাজিত প্রার্থীরা মাঠে নেমেছেনযেমন  বরিশালের কথাই যদি ধরা যায় পঙ্কজ দেবনাথ সেখানে বিজয়ী হয়েছেনশাম্মী নারী কোটায় এমপি হয়ে নির্বাচনে জনগণ ভোট দেয়নি বলে মন্তব্য করেছেনতাদের এ সমস্ত মন্তব্য আওয়ামী লীগকেই শুধু বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে না, দলকে চিরস্থায়ী বিভক্তির দিকে নিয়ে যাচ্ছেএরকম সব জায়গায় আওয়ামী লীগের বিরোধ এখন স্থায়ী রূপ নিয়েছেআগামী কিছুদিনের মধ্যে এই বিরোধ মীমাংসা হওয়ার কোন সম্ভাবনা নেইপাশাপাশি উপজেলা নির্বাচন উন্মূক্ত করে দেয়ার ফলে এখন যে যার মত করে প্রার্থী হচ্ছেনএটি স্বতন্ত্র এবং আওয়ামী লীগের মধ্যে শক্তি পরীক্ষার একটা বড় ধরনের কেন্দ্রে পরিণত হচ্ছেএই শক্তি পরীক্ষা করতে গিয়ে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের কোন্দল ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য