ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ দেওয়াসহ ৩০ দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে এসব দাবি জানান এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের। এনডিপির দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- আহতদের চিকিৎসা, শারীরিক অবস্থাভেদে জনপ্রতি কমপক্ষে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দিতে হবে; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পুলিশের ইন্সপেক্টর পর্যন্ত দোষী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে মানবতাবিরোধী অপরাধ আইনে সাজার ব্যবস্থা করতে হবে; আওয়ামী লীগের রাজনীতি ২০ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। ২০ বছর পর ৫ বছর রাজনীতিতে পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে; জনগণের ওপর প্রতিশোধ পরায়নতার জন্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশের রাজনীতিতে আজীবন নিষিদ্ধ করতে হবে। ১ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সব রাজনৈতিক ও গায়েবি মামলা প্রত্যাহার এবং গায়েবি মামলা দায়েরকারীদের শাস্তির আওতায় আনতে হবে; সাগর-রুনি হত্যার চার্জশিটসহ সব সাংবাদিক হত্যার ন্যায়বিচার করতে হবে; আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে; সব গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচার করতে হবে; গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হিসাবে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের কুইক রেন্টাল চুক্তি বাতিল করে দেশের সরকারি বিদ্যুৎ উৎপাদন স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের মধ্যে আনতে বিশেষ কমিটি গঠন করে সিন্ডিকেট ভাঙতে হবে; বিগত সাড়ে ১৫ বছরের বড় বড় স্থাপনা নির্মাণ ব্যয় পর্যালোচনার জন্য বিশেষ কমিশন গঠন করতে হবে; বিগত সাড়ে ১৫ বছরের অবলোপন করা ব্যাংক ঋণ পর্যালোচনার জন্য কমিটি গঠন করতে হবে, পরিচালনা পর্ষদ বাতিল করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ গঠন করতে হবে। বিগত সাড়ে ১৫ বছরে ভারতের সঙ্গে যে সব চুক্তি সই হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। যে সব চুক্তি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাবিরোধী তা বাতিল করতে হবে; বিডিআর বিদ্রোহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে; ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে হত্যাযজ্ঞের তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট সবার বিচার ও মৃতদের তালিকা প্রকাশ করতে হবে; সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের যে সব বিচারপতি শপথ ভঙ্গ করে সরকারকে সহযোগিতা করে অবৈধ সরকারকে দীর্ঘমেয়াদি স্বৈরাচারী করে তুলেছিল, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে; মুক্তিযুদ্ধের সঠিক ও বিস্তারিত ইতিহাস প্রকাশ করে তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে; বিশেষ কমিশন গঠন করে বর্তমান বিদ্যালয়ের পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। এনডিপির মহাসচিব আবদুল্লাহ-আল-হারুনের সঞ্চালণায় সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আন্দোলনে নিহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি
- আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ১২:২১:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ১২:২১:৩০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ