ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতন-ভাতা ও কারখানা খোলার দাবি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ১২:০৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ১২:০৪:২৬ পূর্বাহ্ন
বকেয়া বেতন-ভাতা ও কারখানা খোলার দাবি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেনএ সময় দাবি তুলেছেন বন্ধ ঘোষিত কারখানা খুলে দেওয়ারগতকাল রোববার মহানগরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা শ্রমিকেরা বিক্ষোভ করেনএ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাওয়া যাত্রীরাশ্রমিক নেতা জালাল হাওলাদার বলেন, ‘১৩ (১) ধারায় কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয়শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেতারা ৭ মাসের বকেয়া বেতন পাবেবন্ধ ঘোষণার পর থেকে মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই প্রক্রিয়াও শুরু করেছেছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনিবিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, তাদের ২০২৩ সালের ২ মাস ১৯ দিনের লে-অফকালীন বকেয়া বেতন, বাৎসরিক ছুটির টাকা, চলতি বছরের এপ্রিল মাসের ৯ তারিখ থেকে জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত লে-অফ চলাকালীন বকেয়া পাওনা এবং বকেয়ার ১০ শতাংশ ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে উভয় পাশে অবরোধ করে রাখা হয়দুই শতাধিক শ্রমিকের বেতন না দিয়ে কয়েক মাস আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়শ্রমিকেরা বিভিন্ন সময়ে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেনকর্তৃপক্ষ তাদের কথার গুরুত্ব না দিয়ে সময় পার করছেনশ্রমিকেরা গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছেও অভিযোগ করেছেনগতকাল রোববার সকাল থেকে বাধ্য হয়ে শতাধিক শ্রমিক কারখানার সামনে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে জড়ো হনপরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেনখবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘চলতি বছরের ৯ এপ্রিল কারখানা লে-অফ ঘোষণা করেকারখানার কাছে ২০৮ জন শ্রমিকের ৭ মাসের বেতন-বোনাস বকেয়া আছেবেতন-ভাতা না দিয়ে ৬ মাস আগে গোপনে কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করে বন্ধ করে দেয়শ্রমিকেরা তাদের বকেয়া বেতন-ভাতার ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেনসেই সঙ্গে দ্রুত কারখানা চালু করে শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারাবেতন-ভাতা পরিশোধ করা না হলে তাদের (শ্রমিক) আন্দোলন অব্যাহত থাকবেতিনি আরও বলেন, ‘গত ৭ জুলাই বেলা ১১ টায় শ্রম ভবনে ত্রিপক্ষীয় সভা হয়েছেকিন্তু ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুলু সভায় উপস্থিত হন নাইশ্রমিকেরা বেতন না পেয়ে কষ্টে দিনযাপন করছেনঅনেক শ্রমিকের ছেলেমেয়েকে বেতন বকেয়া থাকায় স্কুল থেকে বের করে দিয়েছেঅনেকেই না খেয়ে অসুস্থ হয়ে পড়ছেতারা টাকার জন্য তাদের অসুস্থ মা-বাবার চিকিৎসা করাতে পারছেন নাবাড়িওয়ালা ঘর থেকে বের করে দিতে চাইছেদোকানদাররা বাকি টাকার জন্য চাপ দিচ্ছেএসব কারণে শ্রমিকেরা বিক্ষোভ করেছেনগাজীপুর নগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়টি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবেবেলা ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছেগাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ঘটনাস্থলে উপস্থিত হয়এর আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত থাকা শিল্পপুলিশসহ সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কের পাশে কারখানার সামনে নিয়ে আসলে বেলা সোয়া ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যান চলাচল শুরু হয়কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টঙ্গী গাজীপুরের শ্রম অধিদপ্তরের পরিদর্শক (সাধারণ) মাকসুদুর রহমান কারখানার সামনে শিল্পপুলিশ, সেনাবাহিনী এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেনআগামী বুধবার (২১ আগস্ট) টঙ্গী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি ত্রিপাক্ষিক মিটিং করার প্রতিশ্রুতি দিলে সকল শ্রমিকেরা সিদ্ধান্ত মেনে বেলা সোয়া ১২টায় কারখানার সামনে থেকে চলে যান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য