আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমীন গাজী। একই সঙ্গে তিনি এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং অন্য সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন। রুহুল আমীন গাজী বলেন, ‘গত সরকারের আমলে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনেও আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সারা দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে, সব বিচার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’ বিএফইউজের (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে প্রত্যেক সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির হত্যার সঙ্গে কারা জড়িত, আমরা সেটা জানতে চাই। জনসমক্ষে তাদের নাম প্রকাশ করতে হবে। সাগর-রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তাদেরও বেঁচে থাকার অধিকার নেই। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে।’ সাংবাদিক নেতা ও কবি আবদুল হাই সিকদার বলেন, ‘সাগর-রুনির হত্যার বিচার আওয়ামী সরকার করেনি। এর কারণ হলো, আওয়ামী সরকার নিজেই এ হত্যার সঙ্গে জড়িত। হাইকোর্ট থেকে শুরু করে সবকিছুই আওয়ামী লীগের অধীনে ছিল। সাগর-রুনির হত্যার পাশাপাশি যে গণমাধ্যমগুলো বন্ধ হয়ে আছে, সেগুলোকে খুলে দিতে হবে। যত সাংবাদিক হত্যা হয়েছে, সব বিচার করতে হবে। যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ এ ছাড়া সেনাবাহিনীর ভেতরে যারা আওয়ামীপন্থি আছে, তাদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করার কথাও উল্লেখ করেন আবদুল হাই সিকদার। এ সময় বিক্ষোভ সমাবেশে সংগঠনের অন্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সাগর-রুনি হত্যা
হত্যাকারীদের গ্রেফতারে আলটিমেটাম
- আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১১:৫৬:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১১:৫৬:২০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ