পঞ্চগড়ে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৫ জন তরুণ-তরুণী
পঞ্চগড়ে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৫ জন তরুণ-তরুণী
পঞ্চগড় প্রতিনিধি
‘পুলিশে সেবার ব্রর্তে নিয়ে চাকুরি’ এই স্লেগানে শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পেয়েছেন ২৫ জন তরুণ-তরুণী। এই চাকরি পেতে একজনের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
কোন প্রকার হয়রানি, সুপারিশ, তদবির এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ- তরুণীরা। ১৩ মার্চ রাতে পঞ্চগড় পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিযোগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন। এতে ২১ জন তরুণ এবং চারজন তরুণ প্রথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে পঞ্চগড় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজকের চাকরি পেল ২৫ জন তরুণ তরুণী। যারা আজকে নিয়োগ পেয়েছেন তারা সবাই শতভাগ নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছে। এরা সবাই যোগ্য, দক্ষ, মেধাবী। এতে তাদের কোন যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময়, তদবির করতে হয়নি। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা। সেটিই তাদের খরচ। আশা করছি আজকে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। তাদের জন্য রইল অনেক শুভকামনা। এ সময় পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২৫ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১১২৪ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২৩৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্তভাবে ২৫ জনকে (২১জন ছেলে ও ০৪ জন মেয়ে) মনোনীত করে পঞ্চগড় জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড। এতে অপেক্ষমান রাখা হয়েছে আরো ২ ছেলে ও এক মেয়েকে। ২৫ জনের মধ্যে সাধারণ কোটা ১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৭ জন, পোষ্য কোটায় ১ জন,আনসার কোটায় ১ জন ও এতিম কোটায় ১ জন নিয়োগ পেয়েছেন। নারী সাধারণ কোটায় ৪ জন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ