ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
সর্বোচ্চ বার্ষিক চাহিদা ৮০ লাখ টন উৎপাদন হয়েছে ১ কোটি ১০ লাখ টন

উচ্চমূল্যে বিক্রি হচ্ছে আলু

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১১:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১১:৫১:৩১ অপরাহ্ন
উচ্চমূল্যে বিক্রি হচ্ছে আলু
চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও বেশি দামে বিক্রি হচ্ছে আলুদেমে আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা ৮০ লাখ টনআর ২০২৩-২৪ অর্থবছরে দেশে আলু উৎপাদন হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ টনগত অর্থবছরে বাংলাদেশে আলু উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে অন্তত প্রায় ৩০ লাখ টন বেশিএসব আলু উৎপাদনে কেজিপ্রতি খরচ পড়ে মাত্র ১০ টাকা ৫১ পয়সাযদিও রাজধানীর খুচরা বাজারে এখন প্রতি কেজি আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছেদেশে এ মুহূর্তে সবচেয়ে বেশি মূল্য অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাওয়া পণ্যগুলোর অন্যতম আলুনানা পদক্ষেপেও বাজার নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকারআর আমদানি উন্মুক্ত থাকার পরও বাজারে পণ্যটির দাম এখন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০-২৫ টাকা বেশিকৃষি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, আলুর মূল্যবৃদ্ধির প্রবণতা চরমকৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী উৎপাদনের পর ১০-১৫ শতাংশ নষ্ট হওয়ার পরও দেশে উদ্বৃত্ত আলু থাকার কথাআবার আমদানিতেও বাধা নেইওই হিসেবে দামও কম হওয়ার কথাকিন্তু বাজারে বলছে ভিন্ন কথারাজধানীর বাজারে পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৪ টাকা দরেআর খুচরায় তা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরেঅথচ ২০২২-২৩ মৌসুমে আলুর কেজিপ্রতি উৎপাদন ব্যয় ছিল ১০ টাকা ৫১ পয়সাপ্রতি একর জমিতে আলু উৎপাদনে গড়ে খরচ পড়ে ১ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশিজমি তৈরি, সার, বীজ, মজুরি, সেচ, কীটনাশক, জমির লিজ ব্যয় এবং ঋণের সুদসহ অন্যান্য খরচ মিলিয়ে এ ব্যয় করা হয়আর একরপ্রতি গড় উৎপাদন হয় ১০ হাজার ৮৯২ কেজিওই হিসেবে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ দাঁড়ায় সাড়ে ১০ টাকাএর আগে ২০২১-২২ অর্থবছরে এ খরচ ছিল কেজিতে ১০ টাকা ২৭ পয়সাসূত্র জানায়, আলুর উৎপাদন খরচের অতিরিক্ত মূল্যের বেশির ভাগই মধ্যস্বত্বভোগীদের পকেটে যাচ্ছেমূলত কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দরের এ পরিস্থিতিতা নাহলে চাহিদার তুলনায় বেশি উৎপাদিত আলু কোথায় গেলোদেশে আলুর বার্ষিক চাহিদা ৭৫-৮০ লাখ টনচাহিদার বিপরীতে বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে আলু উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৯ লাখ ৬৪ হাজার টনের কিছু বেশিএ অবস্থায় আলুর দাম এভাবে বেড়ে যাওয়ার বিষয়টি অযৌক্তিককেজিতে ১৫-২০ টাকার বেশি কৃষক পান নাওই হিসেবে বাজারে আলুর দাম হতে পারতো কেজিপ্রতি ২৫-৩০ টাকাকিন্তু এখানে কারসাজি হচ্ছেঅথচ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় গত কয়েক বছর স্বল্প পরিসরে আলু রপ্তানি করছিল বাংলাদেশগত বছর আলু রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিও করেছে সরকারএর আগে ক্ষতিকর রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় ২০১৫ সালের ৬ মে থেকে আলু রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াদেশটির নিষেধাজ্ঞার কারণে ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানির পরিমাণ ৯১ হাজার টন থেকে ৪০ হাজার টনে নেমে আসেপরে আলুকে ব্যাকটেরিয়ামুক্ত ও নিরাপদ করতে সরকার পদক্ষেপ গ্রহণ করায় ২০২২ সালের মার্চে রাশিয়া এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়তবে এখন রপ্তানির পরিবর্তে উল্টো আলু আমদানির অনুমতি দিয়ে রেখেছে সরকারএ প্রসঙ্গে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, এ বছর কৃষক কেজিতে ২০ টাকার বেশি লাভ করেছেনআর আমরা ভাড়ার বিনিময়ে আলু সংরক্ষণ করে থাকিকোল্ড স্টোরেজে রাখা আলুর প্রায় ৭০ শতাংশই কৃষক ও ব্যবসায়ীদেরকৃষক পর্যায়ে আলুর কেজি ছিল ৩০ টাকাআমরা ১০ টাকা ভাড়া রাখিআর ৫ টাকা লাভ করার পর স্বাভাবিকভাবেই দাম পড়ে ৪৫ টাকাঅন্যদিকে এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান, দেশে কোনো পণ্যের উৎপাদনের সঙ্গে দামের সামঞ্জস্য নেইগত বছরের তুলনায় কোল্ড স্টোরেজে আলুর মজুদ বেশি আছেফাস্ট ফুড এবং রাস্তার পাশের অনেক নতুন নতুন রেস্টুরেন্টে আলুর ব্যবহারও অনেক বেড়েছেতবে দাম এত বাড়াটা অযৌক্তিকএটা বাজার ব্যবস্থাপনার বিষয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স