ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা
তারাব পৌরসভার কাউন্সিলর আতিক

৬ বাড়ির বাড়ি জব্দের আদেশ আদালতের

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১০:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১০:৪৩:১৯ পূর্বাহ্ন
৬ বাড়ির বাড়ি জব্দের আদেশ আদালতের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমানের চারটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালতদুর্নীতির মাধ্যমে অর্জিত সাড়ে সাত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে বলে দুদক জানিয়েছেরূপগঞ্জের তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার চারটি বহুতল ভবনসহ ছয়টি বাড়ির সন্ধান পাওয়া গেছেতবে দুর্নীতি করে এই সম্পদ অর্জন করেননি বলে দাবি করছেন কাউন্সিলর আতিকুর রহমানএমনকি ওনার নামে থাকা ছয়টি বাড়ির তথ্য অস্বীকার করেছেনস্থানীয় সূত্রে জানা গেছে, তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় পাঁচটি ও দিঘীবরাব এলাকায় ছয় তলা নির্মাণাধীন একটি ভবন রয়েছেযাত্রামুড়া এলাকায় চার শতাংশ জমির ওপর পাঁচ তলা ভবন, ছয় শতাংশ জমির ওপর টিনশেড বাড়ি, আড়াই শতাংশ জমির ওপর টিনশেড বাড়ি, তিন শতাংশ জমির ওপর দুই তলা ভবন, দিঘীবরাব এলাকায় ছয় শতাংশ জমির ওপর ছয় তলা নির্মাণাধীন একটি ভবন রয়েছে
যাত্রামুড়া নোয়াব স্পিনিং মিলের ভেতরে চার তলা একটি ভবন রয়েছেতবে এর মধ্যে চার তলা ও দুই তলা ভবন দুটি পৈতৃক সম্পত্তি বলে তার স্বজনরা জানিয়েছেনআর আড়াই শতাংশ টিনশেড বাড়িটি তার নানির বাড়ির সম্পত্তি বলে স্বজনরা দাবি করেনএ ছাড়া বাকি তিনটি বাড়ি আতিকুর রহমানের কেনা সম্পত্তিতার আরও অনেক জমি ও সম্পদ আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছেতবে সে বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননিসরেজমিনে ঘুরে দেখা গেছে, যাত্রামুড়া এলাকায় ছয় শতাংশ টিনশেড বাড়িতে ১৫টি কক্ষ রয়েছেআর বাড়ির সামনে তাসফিন স্টোর নামে শিঙাড়া-পুরির দোকান রয়েছেদোকানি ও ভাড়াটিয়ারা সবাই জানালেন, এই বাড়ির মালিক কাউন্সিলর আতিকুরভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, এটা আতিক কমিশনারের বাড়িআমি এই বাড়ির ভাড়াটিয়াএখানে ১৫টি কক্ষ রয়েছেটিনশেড কক্ষ ২৫০০ ও মধ্যেখানে দুটি পাকা কক্ষ ৩৫০০ টাকায় ভাড়া দেয়া হয়েছেএকই এলাকায় তার নামে পাঁচ তলা ভবন রয়েছেসেই বাড়ির ভাড়াটিয়া রফিক মিয়া বলেন, আমি এই পাঁচ তলা ভবনের ভাড়াটিয়াএটা আতিক কাউন্সিলরের বাড়িএখানে সাড়ে তিন হাজার টাকায় একটি কক্ষ ভাড়া দিয়ে থাকিতিনি চার বছর আগে এই বাড়িটি কিনেছিলেন বলে জানতে পেরেছিপার্শ্ববর্তী দিঘীবরাব এলাকায় তার ছয় তলা ভবনের নির্মাণ কাজ চলছেওই ভবনের ম্যানেজার আক্তার হোসেনের মা আমেনা বেগম বলেন, আমি দুই বছর ধরে এ বাড়িতে ভাড়া থাকিআমার ছেলে এ বাড়ির ম্যানেজারবাড়িটির তিন তলা পর্যন্ত সম্পন্ন হয়েছেওপরে আরও কয়েক তলার ছাদ দেয়া হয়েছেএ ছাড়া যাত্রামুড়া এলাকায় আড়াই শতাংশ জমিতে টিনশেড বাড়িটি কাউন্সিলর আতিকুর রহমানের বলে জানিয়েছেন ভাড়াটিয়া ও স্থানীয়রাতবে ওই বাড়িটি তার মায়ের নামে বলে দাবি করেছেন আতিকুর রহমানআর ওই এলাকার মূল সড়কের পাশে দুই তলা একটি ভবন রয়েছেসেই ভবনটি তার পিতার নামে রয়েছে বলে জানা গেছেএকইভাবে ওই এলাকার নোয়াব স্পিনিং মিলের ভেতরে চার তলা একটি ভবন রয়েছেসেই ভবনটি তার পিতার নামে বলে দাবি করেছেন কাউন্সিলর নিজেতবে ওই বাড়ির বিষয়ে তথ্য জানতে চাইলে স্পিনিং মিলের নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশ করতে দেননিএ বিষয়ে মিলের নিরাপত্তাকর্মী রাম মোহন বিশ্বাস বলেন, আতিক সাহেব এখানকার কমিশনারতিনি মাঝে মাঝে এখানে আসেনএটা ওনার বাপ-দাদার বাড়িবাড়িটি চার তলাএই বাড়িতে ওনার মা বসবাস করেনতবে অনুমতি ছাড়া কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়া যাবে নাএই মিলটি ওনার বাপ-দাদারকাউন্সিলরের পাঁচটি বাড়ি আছে উল্লেখ করে তার চাচা ওসমান আলী ভূঁইয়া বলেন, আমার ভাতিজা পৈতৃক সূত্রে অনেক সম্পত্তির মালিকতার বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হবেএটা আমার জানা নেইএ ছাড়া আরও কয়েকটা বাড়ি কিনেছেভাতিজার পাঁচটা বাড়ি আছেসে সুতার ব্যবসা করেতার বাবার স্পিনিং মিল রয়েছেবিনা প্রতিদ্বন্দ্বিতায় রূপগঞ্জের তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন আতিকুর রহমানএ বিষয়ে জানতে চাইলে তার কাছে দাবি করেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছিএ বিষয়ে আমাকে কোনও নোটিশ বা নির্দেশ দেয়া হয়নিতবে আমার প্রত্যেকটি বাড়ির ট্যাক্স ফাইল রয়েছেআমি কোনও দুর্নীতি করিনিছয় বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, ছয়টি বাড়ির মধ্যে আমার নামে রয়েছে তিনটিআর দুটি আমার পিতার নামেএ ছাড়া একটি আমার মায়ের নামেটিনশেড বাড়িটি পাঁচ শতাংশআর ছয় তলা ভবনটি চার শতাংশ জায়গার ওপর নির্মিতদিঘীবরাব এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ছয় তলা ভবনের ছাদ নির্মাণের কাজ চলছেএই তিনটি আমার কেনা সম্পত্তিএই তিনটি ভাড়া দেয়া হয়েছেআমি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করিবিরোধের কথা উল্লেখ করে দাবি করেন, তারাব পৌরসভার সাবেক মেয়র মাহবুব খানের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছেতার মিলের ভেতরে আমার বাবার দুই বিঘা জমি রয়েছেএ নিয়ে তার সঙ্গে বিরোধ রয়েছেএর জেরে নানা ষড়যন্ত্র চলছেএর আগে, গত (৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের চারটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনদুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি ছয় তলা, দুটি চার তলা ভবন ও একটি টিনশেড বাড়ি রয়েছেকাউন্সিলর আতিকুরের তারাবতে চার শতক জমির ওপর নির্মিত চারতলা বাড়ি জব্দ করার আদেশ দিয়েছেন আদালতজমি কেনা হয়েছিল ২০১২ সালেতারাবতে জব্দের আদেশ দেয়া ছয় তলা বাড়িটির সাড়ে সাত শতক জমি কেনা হয় ২০১৯ সালেতার স্পিনিং মিলটি ৩৮ শতাংশ জমির ওপর নির্মিতসেই চার তলা ভবনও জব্দের জন্য বলা হয়েছেএই জমি কেনা হয় ২০২০ সালেএ ছাড়া তারাবতে আরেকটি টিনশেড বাড়ির পাঁচ শতক জমি কেনা হয় ২০১৯ সালেদুদকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে তারাব পৌরসভায় আতিকুর ২৮ শতক জমি কেনেনপরের বছর (২০১৮ সাল) তিনি তারাব এলাকায় আরও চার শতক জমি কেনেনএকই বছর আতিকুর আরও দেড় শতক জমি কেনেনদুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী বলেন, বিভিন্ন গণমাধ্যম থেকে চারটি বাড়ি জব্দ করার তথ্যটি জানতে পেরেছিতবে এখনও আদালতের আদেশের কাগজ আমাদের কাছে এসে পৌঁছায়নিআদালতের আদেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স