ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

রাজস্ব আদায় বাড়াবে চারটি বিশেষায়িত কর ইউনিট

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১২:৩৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১২:৩৬:৫৭ পূর্বাহ্ন
রাজস্ব আদায় বাড়াবে চারটি বিশেষায়িত কর ইউনিট
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো সনাতনী পদ্ধতিতে কর আদায় করে থাকেটিআইএনধারী সবাই কর দিচ্ছেন নাফলে আশানুরূপ কর আদায় হচ্ছে নাদেশের জনসংখ্যা ও করদাতার তুলনায় কর আদায় কর্মকর্তাও কমকর আদায় নেই বিশেষায়িত কোনো প্রতিষ্ঠানঅথচ দেশে ব্যবসার ব্যাপক প্রসার হয়েছেউপজেলা পর্যায়েও বিজনেস হাব বেড়েছেবিলাসবহুল গাড়ি, বাড়ি ও ফ্ল্যাটের ক্রেতাও বেড়েছেদেশের বাইরে টাকা পাচারের অভিযোগও নিয়মিত উঠছেকিন্তু এদেরকে ধরার সক্ষমতা আয়কর বিভাগের নেইএমন পরিস্থিতিতে এনবিআর চারটি বিশেষায়িত কর ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছেএর মধ্যে তিনটি ইউনিট আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবেএজন্য জনবল নিয়োগ চলমান রয়েছেঅফিসও ভাড়া নেয়া হয়েছেশেষ পর্যায়ের প্রস্তুতি চলছেএনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, কোনো কোনো কর অঞ্চলে একজন কর্মকর্তার বিপরীতে ৩০ হাজার রিটার্ন দাখিল হয়স্বল্প কর্মচারী নিয়ে এত বিপুলসংখ্যাক নথি সামাল দেয়া যায় নাকিন্তু এনবিআর সেবার পরিধি বাড়িয়ে রাজস্ব আহরণ বাড়াতে চায়ওই লক্ষ্যে এনবিআর  বিশেষায়িত যে চারটি ইউনিট চালু করতে যাচ্ছে সেগুলো হলো ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআই) এবং আন্তর্জাতিক কর ইউনিটএরমধ্যে আন্তর্জাতিক কর ইউনিটের কাজ শুরু হতে আরো সময় লাগবেকিন্তু বাকি তিনটি ইউনিট আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবেরাজধানী ঢাকার কাকরাইলের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিস নেয়া হয়েছেএই ইউনিটে জনবল থাকবে ৫৫ থেকে ৬০ জনবর্তমানে বিভিন্ন কর অঞ্চল উৎসে কর আদায় করে থাকেপর্যায়ক্রমে এ ইউনিট উৎসে কর আদায় করবেউৎসে কর থেকে আয়কর বিভাগের বৃহৎ একটি অংশ আদায় হয়যদিও এই ইউনিট উৎসে কর আদায় করবে নাকি সমন্বয় করবে তা এখনো ঠিক হয়নিসূত্র জানায়, নতুন চালু হতে যাওয়া কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল থাকবে ৭২ জনকরদাতার কর ফাঁকি ও আয়কর কর্মকর্তার কারণে হওয়া কর ফাঁকি সবই উদঘাটন করবে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটকর ফাঁকি রোধে সামগ্রিক বিষয় নিয়ে কাজ করবে এ ইউনিটবর্তমানে কর পরিদর্শন পরিদপ্তর কর বিভাগের শৃঙ্খলা নিয়ে কাজ করেকর বিভাগের দাপ্তরিক নিরীক্ষা করে থাকেতার মাঝে কর ফাঁকি পেলে সেটাও উদঘাটন করেআর কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সরাসরি কর ফাঁকি উদঘাটন করবেতাদের কাজ হবে গোয়েন্দাভিত্তিকআয়কর বিভাগ দামি গাড়ি, ফ্ল্যাট ও বাড়ি মালিকদের করের আওতায় আনতে ডাটা ব্যাংক তৈরি করছেকর ফাঁকি দেয়া ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের তথ্যও ডাটাবেজের আওতায় আনা হচ্ছেএসব তথ্য নিয়ে কাজ করবে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটসূত্র আরো জানায়, করদাতাদের যেন আয়কর অফিসে আসতে না হয়বাসায় বসে রিটার্ন দাখিল করতে পারেনপ্রাপ্তি স্বীকারপত্রও বাসায় বসে প্রিন্ট করে নিতে পারেনযেকোনো তথ্য জানতে পারেনএই ইউনিট সে ব্যবস্থাই নেবেই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে আয়কর ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল হবেঅটোমেশনের আওতায় চলে আসবে কর ব্যবস্থাকরদাতারা আরামে কর দিতে পারবেনএকটি সিস্টেমে আয়করের সব সেবা দেয়া যাবেএতে ভোগান্তি বা হয়রানি থাকবে নাই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের ইউনিটের জনবল থাকবে ১৬২ জনবর্তমানে কর অঞ্চল-১৫ এর অফিসে অস্থায়ী কার্যালয়ে কাজ চলমানএকজন কর কমিশনার এ ইউনিটের প্রধান হবেনএ ছাড়া একজন অতিরিক্ত কর কমিশনার ও সিস্টেম অ্যানালিস্ট থাকবেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স