ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়ার-ডা. জাহিদ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে-মির্জা ফখরুল লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া লাল গালিচায় যেসব নিয়ম মানতে হয় তারকাদের নিকের হাতে হাত রেখে রেড কার্পেটে হাটলেন প্রিয়াঙ্কা পর্দায় আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল আবেগে ভাসছে রোশন পরিবার মেট গালায় নতুন ইতিহাস লিখলেন শাহরুখ নতুন গান নিয়ে আসছেন নাহিদ হাসান আবারও পর্দায় ফিরলো সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার ধর্ষণের অভিযোগ উঠলো হিরো আলমের বিরুদ্ধে দৌলতখানে সাত দিন ধরে অবরুদ্ধ এক পরিবার পাহাড়ি টিলায় কলা চাষে ঝুঁকছেন চাকমারা ৫শ’ বছরের গাছ যারাই কাটতে এসেছে তারাই অসুস্থ হয়ে পড়ছে চোরাই গরু বিক্রি মাথা দেখে শনাক্ত করল মালিক কাহারোলে পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেলান্দহে বিআর ২৮-২৯ ধানে ব্লাস্ট রোগ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি হবিগঞ্জে গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

অচেতন করে ৫ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৪ ১২:৩২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১২:৩২:০৯ পূর্বাহ্ন
অচেতন করে  ৫ম শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে  ধর্ষণ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
বন্ধুকে সঙ্গে করে মিষ্টি  নিয়ে বন্ধুর  বাড়িতে বেড়াতে যান বিল্লাহ মিয়া  (৩৬)সেখানে যাওয়ার আগেই তারা  চেতনানাশক ওষুধ  গুঁড়ো করে মিশিয়ে দেন মিষ্টির  সঙ্গেতা খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে ওই সুযোগে বন্ধুর মেয়ে   ৫ম  শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী (১২)কে  ধর্ষণ করে বিল্লাল ও তার বন্ধু ফরহাদএ ঘটনায় অভিযুক্ত বিল্লাহসহ দুইজনের বিরুদ্ধে ১৭ আগস্ট চুনারুঘাট থানায়  ধর্ষনের মামলা রুজু হয়েছেমামলার আসামিরা হলেন : চুনারুঘাট পৌরসভার  ৩নং ওয়াডস্থ নয়ানী এলাকার বহু অপকর্মের হোতা তাউছ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩৬) ও তার বন্ধু পাইকপাড়া ইউনিয়নের নোয়াবাদ এলাকার ফরহাদ মিয়া (৩০) তারা বর্তমানে পলাতক রয়েছেএর আগে ১২ আগস্ট রাত ১০টায় উপজেলার বাঘমারা  ঘটনা ঘটলেও মামলা দায়ের পর ঘটনাটি প্রকাশ পায়মামলাটি  দায়ের করেন নির্যাতিতার মাতিনি মামলায় লিখেন আমার ৩ মেয়ে ও ১ ছেলেভিকটিম  (১২)  ছোট মেয়েসে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করেলম্পট বিল্লালের  বাড়ি ও আমাদের বাড়ি পাশাপাশি গ্রামেবিল্লাল মিয়া এলাকার চিহ্নিত ডাকাততাহার বিরুদ্ধে একাধিক মামলা-আদালতে বিচারাধীনঅনেক নারীর ইজ্জত লুটেছেফরহাদ মিয়া  বিল্লাল মিয়ার অপকর্মের সহযোগীবিল্লাল মিয়া ও ফরহাদ মিয়া প্রায়সময়ই আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসা-যাওয়া করত এবং আমার স্বামীর বন্ধুসে সুবাদে ঘটনার কিছুক্ষণ পূর্বে  বিল্লাল মিয়া ও ফরহাদ মিয়া একটি মিষ্টির কার্টুন হাতে নিয়া আমাদের ঘরে আসেতখন আমার ১ ছেলে ও অপর ২ মেয়ে বাড়িতে ছিল নাদুই বন্ধু  আমাদের সাথে বিভিন্ন আলাপ-আলোচনার পর আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির কার্টুন হইতে মিষ্টি বাহির করিয়া দেয়তখন আমি ও আমার মেয়ে  ভিকটিম ও আমার স্বামী বিল্লালের দেয়া মিষ্টি খাইমিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রকট ঘুমের ভাব অনুভব হইলে, আমরা আমাদের বিছানায় শুইয়ে পড়িএই সুযোগে বিল্লাল মিয়া ও  ফরহাদ  মিয়া আমার মেয়ে ভিকটিমকে পাজাকোলা করিয়া আমার বসতঘরের উত্তর পাশের রুমে নিয়া খাটের উপর ফেলে  আমার মেয়েকে অজ্ঞান অবস্থায়  জোরপূর্বক রাতভর  ধর্ষণ করেএই সময় আরও কয়েকজন  আমার বসতঘরের সামনের দরজায় দাঁড়াইয়া পাহারা দেয়।  ঘটনার পরের দিন  সকালে একে একে সবাই জ্ঞান ফিরে পানএকপর্যায়ে প্রতিবেশীরা ওই বাড়ির চার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানপরে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।    চিকিৎসক সবাইকে ছেড়ে দিলেও মেয়েটির অবস্থা এখনও  উন্নত হয়নিঅর্থাভাবে উন্নত চিকিৎসা হচ্ছেনাতাই বাধ্য হয়ে  চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের  ভর্তি করা হয়েছেএখনও শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে
ভিকটিমের পিতা রিক্সা চালক জানান, আমার সঙ্গে তারা চলা ফেরা করতো সঠিক কিন্তু তারা  এমন সর্বনাশ করবে আমি ভাবতে পারিনি।  তারা আমাকে দুইটি মিষ্টি খাওয়ায় এর পর আমার স্ত্রী ও অবুঝ মেয়েকে খাওয়াইয়া ধর্ষণ করে আমি তাদের কঠিন বিচার চাইভিকটিমের মা বলেনআমরা সবাই অজ্ঞান ছিলাম  হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় আমার জ্ঞান ফিরলে, আমার মেয়ে আমার নিকট ঘটনা বিস্তারিত বলেলম্পট  বিল্লাল মিয়া ও ফরহাদ মিয়া আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসা-যাওয়ার সুবাদে এবং আমাদের সরলতার সুযোগে অসৎ উদ্দেশ্যে মিষ্টির সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াইয়া অচেতন করেপরে  আমার বসতঘরে আমার মেয়েকে  জোরপূর্বক ধর্ষণ করে সর্বনাশ করেছেঅনেক রক্তক্ষরণ হয়েছে আমি বিল্লাহ সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইহাসপাতালে কথা হয়  ভিকটিমের সঙ্গেঘটনা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে উঠে শিশুটিপরে সেদিন রাতের  নির্যাতনের বর্ননা দেয়শুটি জানায়তারা আমাকে অনেক কষ্ট দিয়েছেবিল্লাল ও তার পরিবার ওই এলাকার প্রভাবশালীতারা নিরীহ মানুষের উপর অনেক অত্যাচার নিপিড়ন করে, তাদের বিরুদ্ধে কেহ প্রতিবাদ ও মামলা করতে সাহস পায় নাযদি কেহ মুখ খুলে, তাহলে তাদেরকে করা হয় নির্যাতনঅনেকে ভয়ে মামলাও করেন না, মামলা করলেও তাদের অত্যাচারে সেচ্ছায় মামলা তুলেনিতে বাধ্য হনশিশুটি আরও জানায়, মামলার খবর পেয়ে আমাদের আবারও হুমকি দিয়ে আসছে বিল্লালসহ তার লোকজনতারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেনএবিষয়ে গতকাল শনিবার  চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানানমামলা রুজু হয়েছে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে
অপর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সে আন্ত জেলা ডাকাত দলের সদস্যকিন্তু তার ভয়ে কেউ অভিযোগ করে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য