ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার-পরিবেশ উপদেষ্টা তীব্র সঙ্কটেও দেশে গ্যাসের চুরি ও অপচয় বন্ধ হচ্ছে না গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
ইন্টারনেট বন্ধের প্রভাব * ইন্টারনেট বিচ্ছিন্নতায় বেড়েছে বেকারত্ব * থমকে গেছে ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা * অনেকের বায়ার চলে গেছেন, বাতিল হয়েছে বহু অর্ডার * নির্দিষ্ট হাব থেকে নেট কানেকশন চান উদ্যোক্তারা

১৩ দিনে ই-কমার্সে ক্ষতি ১৭৫০ কোটি টাকা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ১০:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৪ ১২:২২:১০ পূর্বাহ্ন
১৩ দিনে ই-কমার্সে ক্ষতি ১৭৫০ কোটি টাকা
দেশজুড়ে সম্প্রতি ছাত্রদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন দমাতে সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করাসহ সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে নেয়এতে করে মোবাইল ফোনে ইন্টারনেট ১০ দিন ও ফেসবুক বন্ধ ছিল ১৩ দিনইন্টারনেটের এই পরিষেবা বন্ধ থাকার কারণে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে দেশের ই-কমার্স ব্যবসায়ই-কমার্স ব্যবসার সব খাত-উপখাতই প্রত্যক্ষ-পরোক্ষভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়বিশেষ করে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এফ কমার্সভিত্তিক উদ্যোক্তা, অনলাইন শপভিত্তিক উদ্যোক্তা এবং মার্কেট প্লেসভিত্তিক ই-টুরিজম ই-কমার্স উদ্যোক্তারাএই সময়ে তাদের শত শত কোটি টাকার ক্ষতি হয়েছেই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মতে, ইন্টারনেট বন্ধ থাকা ও গতি কম থাকার ঐ ১৩ দিনে এই খাতে প্রায় ১ হাজার ৭৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে
ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার বলেন, ইন্টারনেট বন্ধের কারণে প্রত্যক্ষভাবে প্রথম ১০ দিনে দৈনিক ১২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছেএতে ১০ দিনে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছেএর মধ্যে একটি বড় অংশ এফ-কমার্স খাতে ৬০০ কোটি টাকা, ই-ট্যুরিজম খাতে ৩০০ কোটি টাকা এবং ই-লজিস্টিক খাতে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছেএছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে অনলাইন শপ, মার্কেট প্লেস, সার্ভিস পোর্টাল, ই-লার্নিং ও ডিজিটাল প্রোডাক্টস খাতেতিনি আরো বলেন, ইন্টারনেট বন্ধের কারণে পরোক্ষভাবেও বড় ক্ষতি হয়েছেএ ক্ষতি সাময়িকভাবে হয়তো চোখে পড়বে নাক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা থমকে গেছেএটাকে আমরা দীর্ঘমেয়াদি ক্ষতি হিসেবে ধরে নিয়েছিশমী কায়সার আরও বলেন, বর্তমানে দেশে ৫ লাখের বেশি ফেসবুক উদ্যোক্তা আছেনকয়েক লাখ ই-কমার্স কর্মী মিলে সরবরাহকারী ও সহযোগী ব্যবসাসহ এ খাতের ওপর নির্ভরশীল প্রায় ২০ লাখ মানুষপ্রতি বছর এ খাতে প্রবৃদ্ধি হচ্ছে ২৫ শতাংশের মতো
ই-কমার্স ব্যবসার বড় ক্ষতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচিত হচ্ছেঅনলাইনে শাড়ি বিক্রি করে থাকে জামদানি শাড়ি ডিক্লাটার নামে একটি গ্রুপএই গ্রুপের অনেকেই বলছেন, ইন্টরনেট বন্ধ থাকায় তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যেন উদ্যোগ নেয়া হয়এতে তাদের ক্ষতি সামান্য পরিমাণ হলেও কমাতে সহযোগিতা করবে
নারায়ণগঞ্জের মিঠু জামদানি শাড়ির স্বত্তাধিকারী মোহাম্মদ মিঠু বলেন, ইন্টরনেট বন্ধ থাকায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছেএ সময়ের মধ্যে অনেকেই শাড়ি নেয়ার জন্য মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং শাড়ির ছবিও দিয়েছেনকিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে কাউকে রিপ্লাই দিতে পারিনিএ সময়ে তাদের অনেক নিয়মিত কাস্টমার অন্যত্র চলে গেছেনতিনি বলেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছেআমরা আশা করছি, ভবিষ্যতে ইন্টরনেট বন্ধ করে দেয়ার মতো কোনো ঘটনা ঘটবে নাকারণ, ইন্টারনেট বন্ধ করে দেয়ার মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেনএ ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বেশ বেগ পোহাতে হবে
ফ্রিল্যান্সার সাগর বলেন, ইন্টারনেট বন্ধ ও গতি কম থাকার কারণে আমার ৪০৫ ডলারের দুটি অর্ডার স্থগিত হয়েছেঅর্ডার স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনটি বায়ার আমাকে ফাইভ স্টারের পরিবর্তে নেগেটিভ মার্ক দিয়েছেনআমার প্রতি মাসে দুই হাজার ডলারের বেশি আয় হয়ইন্টারনেট বন্ধ ও গতি কম থাকার কারণে ১৩ দিন কোনো কাজই করতে পারিনি
ফ্রিল্যান্সার সারোয়ার আহমেদ দিন বলেন, ইন্টারনেট ছাড়া ফ্রিল্যান্সিংয়ের কাজ করা সম্ভব নয়আমাদের এ সময়ে কাজ একবারে বন্ধ হয়ে যায়আমাদের ক্লায়েন্টদের কাজ দিতে না পারায় ক্লায়েন্টরা চলে গেছেনএতে ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করিগত এক বছর ধরে কাজ করে যে বিদেশি ক্লায়েন্ট আমি পেয়েছি তা এ সময় ইন্টারনেট বন্ধ থাকায় চলে গেছেঐ ১০ দিন ইন্টারনেট বন্ধ থাকায় আমি এক বছর পিছিয়ে গেছিএফ-কমার্স খাতের এক উদ্যোক্তা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেসবুককেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাআমাদের অনেকেই ব্যবসা বন্ধ করে দেওয়া ও কর্মীদের বেতন দিতে না পারার মতো সংকটে পড়েছেন
এদিকে অর্থনীতিবিদরা বলেন, আমাদের দেশের ই-কমার্স ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখেআমাদের দেশের চলমান ডলার সংকট নিরসনে তারা কাজ করছেনকিন্তু টানা ইন্টারনেট বন্ধ থাকার কারণে লাখ লাখ ই-কমার্স উদ্যোক্তা তাদের বড় ক্ষতির মুখে পড়েছেনতাদের ক্লায়েন্ট চলে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেনদেশের সামগ্রিক অর্থনীতিতে এর বড় পড়বেবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, সামগ্রিকভাকে একটি নতুন পদ্ধতি চালু করা প্রয়োজনসেই পদ্ধতিতে বিদেশের ক্যাবল কাটা গেলেও যেন দেশের ভেতরে বাণিজ্য বন্ধ না হয়, প্রিপেইড মিটার বন্ধ না হয়, ই-কমার্স বন্ধ না হয়লোকাল সার্ভিসগুলো ইন্টারনেটের ভেতর দিয়ে যায়এজন্য নেটওয়ার্ক ডিজাইন ও সেইফ ইন্টারনেট কনফার্ম করতে হবেবাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি ডা. তানজীবা রহমান বলেন, আমরা যারা আইটি খাত নিয়ে কাজ করি, তাদের জন্য ইন্টারনেট অপরিহার্যআমাদের আলাদা একটি হাব থেকে ইন্টারনেট কানেকশন দেওয়া হোকফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছেন, তারা সেই হাব থেকে কানেকশন নেবেনসেই হাবটি যেন কখনো ডাউন করে দেওয়া না হয় সেই ব্যবস্থা করে দেয়া হোক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স