ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
* শপথ নিলেন আরও ৪ উপদেষ্টা * উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জন

অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়লো

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০১:৫২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০১:৫২:২৯ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়লো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের চার ‍উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক আমলা আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শপথবাক্য পাঠ করান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সময় উপস্থিত ছিলেন
পরিধি বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকারেরনতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফাওজুল কবীর খান ও আলী ইমাম মজুমদারএ নিয়ে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সংখ্যা দাঁড়ালো ২১জনে
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারযে সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসতার সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন ১৭ জনআরও চার উপদেষ্টা শপথ নিয়েছেনতাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনগতকাল শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনএ নিয়ে পরিধি বেড়ে অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা হয়েছেন ২১জনতবে নতুন করে শপথ নিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীএ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেনএর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টাতাদের মধ্যে গত ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টাতিন উপদেষ্টা সেদিন শপথ নেননিপরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাআর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজমআরও চার জনের শপথ নেয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন
নতুন চার উপদেষ্টাদের পরিচয় : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকারযে সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসতার সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন ১৭ জনতাদের সঙ্গে আরও ৪ জন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেনতারা হলেন-ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীগতকাল শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পড়ানচার উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো-ওয়াহিদ উদ্দিন মাহমুদ : অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ ১৯৪৮ সালের ১ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেনতার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণীতিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেনএছাড়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেনতিনি ১৯৮৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং ২০১১ সালে অবসর গ্রহণ করেনওয়াহিদ উদ্দিন মাহমুদ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেনবর্তমানে তিনি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএন-সিডিপি) সদস্য এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের (এসএএনইআই) চেয়ারম্যাননোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহ-প্রতিষ্ঠাতা এবং ১০ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।  
আলী ইমাম মজুমদার : সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের জন্ম ১৯৫০ সালে৭৪ বছর বয়সী আলী ইমাম মজুমদার জোট সরকারের সময় সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেনতিনি সেনা সমর্থিত ড. ফখরুউদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের কেবিনেট সচিব ছিলেনএছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্যতার আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন১৯৭৭ সালে প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেয়া আলী ইমাম মজুমদার পরিকল্পনা কমিশনের সদস্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেনজাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনিআলী ইমাম মজুমদার চাকরি জীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেনগত ১২ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান : ২০০৭-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খানতিনি জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা মূল্যায়নের পাশাপাশি দক্ষিণ সুদানের জন্য বিদ্যুৎ খাতের কৌশল প্রণয়নের জন্য বিশ্বব্যাংকের নীতি বিশেষজ্ঞ ছিলেন এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) জন্য বাংলাদেশ অফ-গ্রিড এনার্জি সেক্টর স্টাডি পরিচালনা করেছিলেনড. এম ফওজুল খান ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেনতিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যাট বোস্টন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতে আংশিক ও ফুলটাইম ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করেছেনএর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডে দায়িত্ব পালন করেন এবং নব্বই দশকের শুরুতে কর ও শুল্ক সংস্কারের নকশা প্রণয়ন ও বাস্তবায়নে নিয়োজিত ছিলেন২০০৯ সালে ফাওজুল কবির সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা শুরু করেনতিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শকতার বাড়ি সন্দ্বীপের হরিশপুর গ্রামেতার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসরফাওজুল কবির খানের সিভিল সার্ভিস, ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি বিষয়াদি, অবকাঠামো অর্থায়ন, জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং বিভিন্ন উপদেষ্টা সেবায় ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছেতিনি বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং দক্ষিণ সুদানে কাজ করেছেনবর্তমানে তিনি ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পরিষদে ইনডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে আছেন
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী : সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) মহাপরিচালক ছিলেনএরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেনএকজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনিতখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন২০০৯ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদপরে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারসেই সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স