অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সফট ড্রিংকস উৎপাদন, প্রতিষ্ঠান সিলগালা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সফট ড্রিংকস উৎপাদন, প্রতিষ্ঠান সিলগালা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমল পানীয়র (সফট ড্রিংকস) পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এ ছাড়াও আরও দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই। বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর মিজান অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানে থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়।’
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ