কিছু সেনা সদস্যের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণ হলে ওই সেনাসদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত বৃহস্পতিবার আইএসপিআর জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। ইতোমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় আইএসপিআর।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

অশোভন আচরণ করা সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা : আইএসপিআর
- আপলোড সময় : ১৭-০৮-২০২৪ ০১:২২:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৪ ০১:২২:০৯ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ