ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলেন তার আট ছেলে। খবর পেয়ে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সকালে পৌর পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে তিনমাস একটি ঘরে বন্দি করে রাখেন। মারধর করতেন এবং সঠিক সময়ে খাবারও দিতেন না। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেনাবাহিনী। একইসময় সন্তানদের ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ডাকা হয় স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে।
পরে নিজেদের ভুল বুঝতে পেরে কানধরে ওঠবস ও মায়ের কাছে ক্ষমা চান সন্তানরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম বলেন, ওই বৃদ্ধ মা সন্তানদের ক্ষমা করে দিয়েছেন। এ ঘটনায় সন্তানদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
