ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক
পেসারদের দাপটে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৭ উইকেটের পতন হয়েছেগতরাতে শুরু হওয়া টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের ৫ উইকেটে শিকারে ১৬০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকাজবাবে দিন শেষে ৭ উইকেটে ৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৩ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রাটস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে ১ রানে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেইডেন সিলেস১১তম ওভারে জোড়া আঘাত হানেন ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট খেলতে নামা জোসেফআরেক ওপেনার আইডেন মার্করামকে ১৪ ও অধিনায়ক তেম্বা বাভুমাকে খালি হাতে বিদায় দেন জোসেফশুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও চতুর্থ উইকেটে ৩৭ রানের বেশি যোগ করতে পারেননি ট্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহাম২৬ রান করা স্টাবকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন পেসার জেসন হোল্ডারস্টাবসের আউটের পর জোসেফ ও সিলেসের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৭ রানে নবম ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকাএ সময় বেডিংহামকে ২৮, কাইল ভেরেনিকে ২১ ও কেশব মহারাজকে শূন্যতে বিদায় দেন জোসেফএর সুবাদে ৬ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি১শ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে লজ্জা থেকে উদ্ধার করেন শেষ দুই ব্যাটার ডেন পিৎ ও নান্দ্রে বার্গারশেষ উইকেট জুটিতে ১০৭ বলে ৬৩ রান যোগ করেন দুজনেওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতির বলে বার্গার ২৩ রানে আউট হলে ১৬০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা১৪ ওভার করে বল করে জোসেফ ৩৩ রানে ৫ এবং সিলেস ৪৫ রানে ৩ উইকেট নেনচা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজমিখাইল লুইসকে খালি হাতে বিদায় করেন দক্ষিণ আফ্রিকার পেসার বার্গার৩ রানে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে থামান আরেক পেসার ওয়াইন মুল্ডারশুরুতে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডারে ধস নামান মুল্ডারঅ্যালিক অ্যাথিনাজেকে ১, কেভম হজকে ৪ ও জশুয়া ডা সিলভাকে ৪ রানে শিকার করেন তিনিসতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াই করার চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টিতাকে ২৬ রানে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ৫৬ রানে পরিণত করেন বার্গারএ অবস্থায় সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হোল্ডার ও মোতিজুটিতে ৪১ রান যোগ হবার পর মোতিকে ১১ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মহারাজমোতির আউটের পর দিনের খেলার ইতি ঘটে৬টি চারে ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডারদক্ষিণ আফ্রিকার মুল্ডার ১৮ রানে ৪টি ও বার্গার ৩২ রানে ২ উইকেট নেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য