ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক
পেসারদের দাপটে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৭ উইকেটের পতন হয়েছেগতরাতে শুরু হওয়া টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের ৫ উইকেটে শিকারে ১৬০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকাজবাবে দিন শেষে ৭ উইকেটে ৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৩ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রাটস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে ১ রানে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেইডেন সিলেস১১তম ওভারে জোড়া আঘাত হানেন ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট খেলতে নামা জোসেফআরেক ওপেনার আইডেন মার্করামকে ১৪ ও অধিনায়ক তেম্বা বাভুমাকে খালি হাতে বিদায় দেন জোসেফশুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও চতুর্থ উইকেটে ৩৭ রানের বেশি যোগ করতে পারেননি ট্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহাম২৬ রান করা স্টাবকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন পেসার জেসন হোল্ডারস্টাবসের আউটের পর জোসেফ ও সিলেসের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৭ রানে নবম ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকাএ সময় বেডিংহামকে ২৮, কাইল ভেরেনিকে ২১ ও কেশব মহারাজকে শূন্যতে বিদায় দেন জোসেফএর সুবাদে ৬ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি১শ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে লজ্জা থেকে উদ্ধার করেন শেষ দুই ব্যাটার ডেন পিৎ ও নান্দ্রে বার্গারশেষ উইকেট জুটিতে ১০৭ বলে ৬৩ রান যোগ করেন দুজনেওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতির বলে বার্গার ২৩ রানে আউট হলে ১৬০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা১৪ ওভার করে বল করে জোসেফ ৩৩ রানে ৫ এবং সিলেস ৪৫ রানে ৩ উইকেট নেনচা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজমিখাইল লুইসকে খালি হাতে বিদায় করেন দক্ষিণ আফ্রিকার পেসার বার্গার৩ রানে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে থামান আরেক পেসার ওয়াইন মুল্ডারশুরুতে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডারে ধস নামান মুল্ডারঅ্যালিক অ্যাথিনাজেকে ১, কেভম হজকে ৪ ও জশুয়া ডা সিলভাকে ৪ রানে শিকার করেন তিনিসতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াই করার চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টিতাকে ২৬ রানে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ৫৬ রানে পরিণত করেন বার্গারএ অবস্থায় সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হোল্ডার ও মোতিজুটিতে ৪১ রান যোগ হবার পর মোতিকে ১১ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মহারাজমোতির আউটের পর দিনের খেলার ইতি ঘটে৬টি চারে ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডারদক্ষিণ আফ্রিকার মুল্ডার ১৮ রানে ৪টি ও বার্গার ৩২ রানে ২ উইকেট নেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য