ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
গায়ানায় প্রথম দিনই ১৭ উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক
পেসারদের দাপটে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ১৭ উইকেটের পতন হয়েছেগতরাতে শুরু হওয়া টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের ৫ উইকেটে শিকারে ১৬০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকাজবাবে দিন শেষে ৭ উইকেটে ৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৩ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রাটস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে ১ রানে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেইডেন সিলেস১১তম ওভারে জোড়া আঘাত হানেন ঘরের মাঠে প্রথমবারের মত টেস্ট খেলতে নামা জোসেফআরেক ওপেনার আইডেন মার্করামকে ১৪ ও অধিনায়ক তেম্বা বাভুমাকে খালি হাতে বিদায় দেন জোসেফশুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও চতুর্থ উইকেটে ৩৭ রানের বেশি যোগ করতে পারেননি ট্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহাম২৬ রান করা স্টাবকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন পেসার জেসন হোল্ডারস্টাবসের আউটের পর জোসেফ ও সিলেসের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৭ রানে নবম ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকাএ সময় বেডিংহামকে ২৮, কাইল ভেরেনিকে ২১ ও কেশব মহারাজকে শূন্যতে বিদায় দেন জোসেফএর সুবাদে ৬ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি১শ রানের নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে লজ্জা থেকে উদ্ধার করেন শেষ দুই ব্যাটার ডেন পিৎ ও নান্দ্রে বার্গারশেষ উইকেট জুটিতে ১০৭ বলে ৬৩ রান যোগ করেন দুজনেওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতির বলে বার্গার ২৩ রানে আউট হলে ১৬০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা১৪ ওভার করে বল করে জোসেফ ৩৩ রানে ৫ এবং সিলেস ৪৫ রানে ৩ উইকেট নেনচা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজমিখাইল লুইসকে খালি হাতে বিদায় করেন দক্ষিণ আফ্রিকার পেসার বার্গার৩ রানে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে থামান আরেক পেসার ওয়াইন মুল্ডারশুরুতে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডারে ধস নামান মুল্ডারঅ্যালিক অ্যাথিনাজেকে ১, কেভম হজকে ৪ ও জশুয়া ডা সিলভাকে ৪ রানে শিকার করেন তিনিসতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াই করার চেষ্টা করেছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টিতাকে ২৬ রানে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ৫৬ রানে পরিণত করেন বার্গারএ অবস্থায় সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হোল্ডার ও মোতিজুটিতে ৪১ রান যোগ হবার পর মোতিকে ১১ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মহারাজমোতির আউটের পর দিনের খেলার ইতি ঘটে৬টি চারে ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডারদক্ষিণ আফ্রিকার মুল্ডার ১৮ রানে ৪টি ও বার্গার ৩২ রানে ২ উইকেট নেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য