
সারাদেশে পুলিশের সব থানায় কার্যক্রম চালু
- আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। সহিংসতা থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে চলে যান। বিরতির পরে সারাদেশে বাংলাদেশ পুলিশের সব থানায় অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদফতর থেকে এক বার্তায় থানার অপারেশনাল কার্যক্রমের হালনাগাদ তথ্য জানানো হয়। পুলিশ সদরদফতর থেকে জানানো হয়, দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি ও জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ