ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন * নির্মাণ হলে এটি হবে দেশের সর্ববৃহৎ পেট্রোলিয়াম রিফাইনারি * ঝুলে আছে এক হাজার একর জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত

ঝুলে আছে রিফাইনারি নির্মাণ পরিকল্পনা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন
ঝুলে আছে রিফাইনারি নির্মাণ পরিকল্পনা
সিদ্ধান্ত নেয়ার পরও ৯ বছর ঝুলে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৭৫ লাখ টন সক্ষমতার পেট্রোলিয়াম রিফাইনারি স্থাপনের পরিকল্পনাফিজিবিলিটি স্ট্যাডির জন্য স্প্যানিশ পরামর্শক প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেও চার বছরে মেলেনি মন্ত্রণালয়ের সম্মতিবিষয়টি সম্পর্কে অবগত নন খোদ বিপিসির সংশ্লিষ্ট পরিচালকবিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কেউ মুখও খুলছেন নাজানা যায়, ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম রিফাইনারি১৯৬৬ সালে নগরীর গুপ্তখাল এলাকায় এটি প্রতিষ্ঠিত হয়১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে কোম্পানিটিইস্টার্ন রিফাইনারির এ ইউনিটটির সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টনএই রিফাইনারি থেকে দেশের মোট চাহিদার ২৫ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করা হয়জ্বালানি সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির বর্তমান স্থাপনার পাশেই ৩০ লাখ মেট্রিক টন সক্ষমতার আরেকটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল বিপিসিরএরইমধ্যে ২০ হাজার কোটি টাকার প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে করার পদক্ষেপ নিয়েছে সরকারতবে ওই প্রকল্পটিও কখন বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনিসময়ের সঙ্গে দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে জ্বালানির চাহিদাও বাড়ছেভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি পরিশোধিত জ্বালানি রফতানির লক্ষ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহৎ আকারে সমন্বিত তেল শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেয় বিপিসি
পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায় পরিকল্পনা নেয়া হয় ৭৫ লাখ মেট্রিক টন পরিশোধন ক্ষমতার রিফাইনারি প্রতিষ্ঠারপাশাপাশি দুই লাখ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন একটি এলপিজি ইমপোর্ট, স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট এবং অয়েল রিজার্ভার ইনস্টলেশন নির্মাণের পরিকল্পনা নেয় বিপিসিপ্রকল্পটি বাস্তবায়নের জন্য এক হাজার একর জায়গা অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিপিসি পর্ষদবিপিসি সূত্রে জানা যায়, পায়রা বন্দরের নিকটবর্তী স্থানে রিফাইনারি, এলজিপি বটলিং প্ল্যান্ট, অয়েল রিজার্ভারসহ একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং স্থাপনের জন্য এক হাজার একর জায়গা বিপিসির অনুকূলে ২০১৫ সালের ৩০ জুলাই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে চিঠি দেয় বিপিসিতারাই ধারাবাহিকতায় পরের ১২ আগস্ট বিপিসির প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ
২০১৬ সালের ৩ মে একই বিষয়ে ভূমি মন্ত্রণালয়, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়এরমধ্যে ২০১৬ সালের ১৭ আগস্ট বিপিসির প্রতিনিধি দল প্রকল্প স্থান পরিদর্শন করেন২০১৭ সালের ১০ অক্টোবর তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্য তিন সদস্য পায়রা বন্দর এলাকায় সম্ভাব্য অয়েল রিফাইনারি প্রকল্পের স্থান পরিদর্শন করেন
বিপিসি সূত্রে জানা যায়, পায়রায় রিফাইনারি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে (ফিজিবিলিটি স্ট্যাডি) পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়এতে অভিপ্রায় প্রকাশ করে ১৭টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানতার মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত করে বিপিসিএরমধ্যে বিপিসির কারিগরি ও আর্থিক মূল্যায়ন কমিটির মূল্যায়নে স্প্যানিশ প্রতিষ্ঠান টেকনিকাস রিউনিদাস- স্পেনসর্বোচ্চ স্কোর পায়
পরে প্রতিষ্ঠানটিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দেয়ার বিষয়টি ২০১৯ সালের ২৪ নভেম্বর বিপিসি বোর্ড সভায় উপস্থাপন করা হয়ওই সময়ে প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডির জন্য প্রতিষ্ঠানটি ইউরো এবং ইউএস ডলার মিলে বাংলাদেশি টাকায় ১৮ কোটি ১৮ লাখ টাকার (প্রতি ইউরো ৯২ টাকা ৯৭ পয়সা এবং প্রতি ডলার ৮৪ টাকা ৩৩ পয়সা হিসেবে) দর প্রস্তাব করেএতে ভ্যাট, অগ্রিম আয়করসহ ফিজিবিলিটি স্ট্যাডির ব্যয় নির্ধারিত হয় ২৪ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা২০১৯ সালের ৫ ডিসেম্বর ফিজিবিলিটি স্ট্যাডির কার্যাদেশের প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠায় বিপিসিওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে দেশের জ্বালানি লক্ষ্যমাত্রা, এলএনজি আসার কারণে রিফাইন্ড অয়েলের চাহিদা কমার আশঙ্কা আছে কি না এবং আরও কিছু তথ্য চেয়ে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি বিপিসিকে চিঠি দেয় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ২০২০ সালের ১৯ মার্চ এসব তথ্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠায় বিপিসি
বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) অনুপম বড়ুয়া বলেন, ‘৭৫ লাখ টন সক্ষমতার রিফাইনারি নির্মাণের পরিকল্পনার বিষয়টি আমার জানা নেইএগুলো আমাদের (বিপিসি) পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বলতে পারবেনপরে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘পায়রায় ৭৫ লাখ টনের রিফাইনারি এবং দুই লাখ মেট্রিক টনের এলপিজি স্টোরেজ ও বোটলিং প্ল্যান্ট করার বিষয়ে ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছিলএকটি স্প্যানিশ প্রতিষ্ঠানকে মনোনয়নও দেয়া হয়স্প্যানিশ ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার বিষয়টি অনুমোদনের জন্য ২০২০ সালের মার্চে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছিলএরপর কোভিড পরিস্থিতি শুরু হয়পরবর্তী সময়ে আর কোনো নির্দেশনা না পাওয়ায় প্রকল্পটির বিষয়ে এগোনো যায়নিওই কর্মকর্তা আরও বলেন, ‘এই সময়ের মধ্যে দুই চেয়ারম্যান, তিন পরিচালক ও সচিব বদলি হয়ে চলে যানএখন নতুন চেয়ারম্যান ও পরিচালকরা যোগ দিয়েছেনতারা বিষয়টি ওয়াকিবহাল হলে হয়তো নতুন করে আবার এগোনো যাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স