ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাগাড়সহ কোথাও ময়লা পোড়ানো যাবে নাÑ পরিবেশ উপদেষ্টা স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেইÑ স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আন্দোলনে বিএনপিসহ সমমনারা আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান হবে জোটের মধ্যে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিমানবন্দরে সিকিউরিটি বিভাগে ছন্দপতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষকে স্বাবলম্বী করবে জামায়াত পৃথক সচিবালয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সহায়ক হবে- প্রধান বিচারপতি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে -সিএমজিকে প্রধান উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা জরুরি আলো জ্বলছিল অ্যাম্বুলেন্সে, তবুও চলে গুলি ভাঙা চোয়াল নিয়ে ৪০ কি.মি. বাস চালিয়ে থানায় চালক পদ্মায় ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু মূল্যস্ফীতির লাগাম টেনে বিনিয়োগ বাড়ানোই মূল চ্যালেঞ্জ শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি

টুকু পলক সৈকত ১০ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ১১:৪১:২৭ পূর্বাহ্ন
টুকু পলক সৈকত ১০ দিনের রিমান্ডে
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৩ মিনিটে টুকু পলক ও সৈকতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. ইউসুফঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল আলম আবেদন মঞ্জুর করেনএসময় আদালত কক্ষে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সেøাগান দেন
অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আদালত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়
গত বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশপুলিশ জানায়, তারা সেখানে আত্মগোপনে ছিলেন
গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় রিকশা চালক কামাল মিয়াকে হত্যার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়ঘটনার পর ভিকটিমের স্ত্রী ফাতেমা খাতুন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই মামলা করেছিলেন
রিমান্ড আবেদনের সময় মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছেতাদের নির্দেশনাতেই অন্য আসামিরা অপরাধ সংঘটিত করেন
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনের ভিআইপি রোড মোড়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন কামাল (৩৯)কিছুক্ষণ পর প্রতিবেশীর কাছ থেকে ফাতেমা জানতে পারেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন
ফাতেমা ও তার মেয়ে ঘটনাস্থল থেকে কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
এজাহারে আরও বলা হয়, ফাতেমা আবারও ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন যে কোটা আন্দোলনকারীরা ১৯ জুলাই ভিআইপি রোড মোড়ে জড়ো হয়েছিলেনএকপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও ফাঁকা গুলি চালায়দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আমার স্বামী আহত হনদুর্বৃত্তরা এরপর গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেনগুলিবিদ্ধ হয়ে কামাল মিয়া রাস্তায় পড়ে যান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য