ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি আ’লীগ

ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন
ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর শেখ হাসিনার সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিনে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে অবস্থান নেয় আন্দোলনকারী ছাত্র-জনতার একটি দল
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি আওয়ামী লীগতবে দেশে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছেদিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষেএরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মী ও সর্বসাধারণের।  জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় সুনসান ছিলো ধানমন্ডি ৩২ নম্বরের সড়কবঙ্গবন্ধুর বাড়ি ও তার প্রতিকৃতি ঘিরে ছিল কাঁটাতারের বেড়াভেতরে ফাঁকাএলাকাজুড়ে নিস্তব্ধতাকোথাও কেউ নেইএদিকে মূল সড়কে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাধানমন্ডি-২৭ থেকে প্রবেশমুখেই বাধার মুখে পড়েন এই প্রতিবেদকপরিচয়পত্র দেখে ভেতরে ঢুকতেই দেখা মেলে গত দেড় দশকের পরিচিত চিত্রের বিপরীত কিছুরাসেল স্কয়ার থেকে বঙ্গবন্ধু জাদুঘর এবং প্রতিকৃতির দিকে প্রবেশ পথে কাঁটাতারের বেড়াঅপরদিকে ধানমন্ডি আবাসিক এলাকা থেকেও জাদুঘর ও প্রতিকৃতির দিকে প্রবেশে কাঁটাতারের বেরিকেডলেকপাড়ের ব্রিজটিতেও যাতায়াত বন্ধ
স্বভাবত ১৫ আগস্ট সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শোকের মিছিলের দেখা মিলতোআবাসিক এলাকার দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিনিয়র নেতারা আসতেনতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে চলে গেলে রাসেল স্কয়ার প্রবেশ পথটি উন্মুক্ত করে দেয়া হতোরাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিতোদিনজুড়ে পুলিশি পাহারায় শোকের কর্মসূচি থাকতোতবে গতকাল বৃহস্পতিবার ছিলো না সেই চিরচেনা চাপ ও কোলাহলপুরো এলাকা শান্তরাস্তায় অবস্থান নিয়েছিল ছাত্র-জনতাভোরে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কারো দেখাও মেলেনিবেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশকিছু লোক আসে ধানমন্ডি ৩২ নম্বরেদুএকজন সিএনজিচালিত অটোরিকশা বা রিকশায় ফুল নিয়ে আসেনকালো কোর্ট ও কালো পোশাকে ফুল নিয়ে এসে তারা পড়েন বেকায়দায়ছাত্রদের জেরার মুখে পড়ে কেউ চড়-থাপ্পড় খেয়ে এলাকা ছাড়েনকেউ বঙ্গবন্ধুর প্রতিকৃতির দিকে যেতে চাইলে মারমুখী ছাত্রদের রোষানলে পড়েনকয়েকজনকে মারধর করতে দেখা গেছেএমনকি কয়েকজনের পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়েছেউৎসুক ছাত্র-জনতার ভিড়ে কয়েকজন মারলেও বেশিরভাগকে ঠেকাতেও দেখা গেছেগতকাল সকাল ৯টার পর থেকে পুরো এলাকা চলে যায় ছাত্র-জনতার দখলেযাতায়াতকারীদের সন্দেহ হলেই পরিচয়পত্র চেক করতে দেখা গেছেপরিচয় দিতে অসম্মত হলে নাজেহাল হতে হয়েছেঅনেকে তর্ক-বিতর্কে জড়িয়ে মারও খেয়েছেনছাত্রদের সঙ্গে কথা বললে তারা জানান, ‘আমরা জেনেছি শোক পালনের নামে স্বৈরাচারী শক্তি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নিতে পরিকল্পনা করেছেআমরা তাদের সেই অপচেষ্টা নস্যাৎ করতে গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছিযে কোনো অপচেষ্টা রুখে দেবোসকাল ১০টার পর সেখানে যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন ও তার অনুসারীদের দেখা গেছেতবে ফুটপাতে বসে থাকতে দেখা গেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরস্কয়ার হাসপাতাল ও শমরিতা হাসপাতালের মাঝামাঝি এলাকায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাইফুল আলম নীরব ও বিএনপি নেতা তাবিথ আউয়াল এবং তাদের অনুসারীদের নিয়ে মিছিল ও সমাবেশ করতে দেখা গেছেসকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখের মূল সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা কলেজ ও নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র গলায় ঝুলানো শিক্ষার্থীদের দেখা মিলেছেতারা সেখানে সড়কের শৃঙ্খলা রক্ষা করছেনমাঝেমধ্যে পথচারীদের পরিচয় জানতে চাইছেন, কারো মোবাইলও চেক করছেনগাড়ি থেকে মোবাইলে ভিডিও করলে সেটিও আটকে চেক করছেনদুপুর ১টা পর্যন্ত অন্তত ১০ জনের বেশি সন্দেহভাজনকে তারা পুলিশে দিয়েছেনশোক পালন করতে দিচ্ছেন না কেন? এমন প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী বলেন, ‘সামনে কাঁচা রক্তের গন্ধ ও শোক রেখে, ৫০ বছরের আগের শোক তো বেমানানতারা যদি শোক পালনই করতো, তাহলে আমাদের আপত্তি ছিল নাকিন্তু তারা তো তা করছে নাতারা চায় ছাত্র-জনতার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেসেটি তো আমরা হতে দিতে পারি নাবেলা ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের পুলিশের একটি টিমকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে সান্তোর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেফুটপাতে অবস্থান নেয়া থানা পর্যায়ের এক জামায়াত নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকেরতিনি বলেন, ‘আমাদের নির্দেশনা আছে এখানে অবস্থানেরছাত্রদের অর্জন যেন বেহাত না হয়, সেজন্য আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিমারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে মারছি নাতবে ছাত্ররা যাদের আটকাচ্ছে, তাদের সঙ্গে কথাকাটাকাটি হলে হয়তো চড়-থাপ্পড় দিচ্ছেউত্তেজিত ছাত্রদের তো থামানো কঠিনদীর্ঘদিন ক্ষমতায় থেকে এখন পালিয়েছেন যে দলের নেত্রী, সে দলের নেতারা কোন আক্কেলে এখানে আসেনতাদের প্রয়োজন কী?
পাশ থেকে এক পথচারী বলেন, ‘শেখ হাসিনা তার বাপের প্রতি শোক জানাতে আসেননিপালিয়ে গেছেনওরা আসে কী করতে? যারা কোটি কোটি টাকা কামাইছে, তারা পালাইছেআর ৫০০, ১০০০ হাজার টাকার জন্য অন্যরা কেন এখানে আসছে? আসুক, কয়েকদিন পরেএখন একটা পরিবর্তন হয়েছে, মানুষের ক্ষোভ আছেএখনই কেন তাদের নামতে হবে?’ দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাসেল স্কয়ারসহ ধানমন্ডির মূল সড়ক শিক্ষার্থীদের দখলে ছিল৩২ নম্বর সড়কে তখন নীরবতা চলছিল
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স