ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

গণহত্যার দায় থেকে রক্ষা পাবে না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ১২:৩৮:৫৭ পূর্বাহ্ন
গণহত্যার দায় থেকে রক্ষা পাবে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করা হবেবিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক না কেন, গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে নাগতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেনমির্জা ফখরুল বলেন, এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবেপলাতক হাসিনা ও তার ছেলে জয় বিদেশে থেকেই এখনও নানা ষড়যন্ত্র করে চলেছেতারা পূর্বের মতোই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেতিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেএজন্য আমাদের সতর্ক থাকতে হবেপরাজিত শক্তি যেন কোনোভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারেবিএনপি মহাসচিব বলেন, বৃহৎ দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেকদেশবাসীও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির দিকে তাকিয়ে আছেতাই আমরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার পাশাপাশি নিজেরাও কোনো অরাজকতায় যেন না জড়াইবরং সুসংগঠিত হয়ে সংখ্যালঘু ভাইদের আশ্বস্ত করে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকতে হবেতিনি আরও বলেন, ১৪, ১৫ আগস্ট রাজপথে বিএনপির সব নেতাকর্মী সজাগ থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর নিরাপত্তা দেবেনএ ছাড়া আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবেএতে সভাপতিত্ব করেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারতার সফর সঙ্গী ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্নাসঞ্চালনায় ছিলেন- জেলা সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু
আবু সাঈদের কবর জিয়ারত: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরগতকাল বুধবার দুপুর ২টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে তার বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেনজিয়ারত শেষে তিনি মোনাজাত করেনএরপর বিএনপি মহাসচিব আবু সাঈদের বাড়িতে যানসেখানে নিহতের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেনতাদের খোঁজ নেনমকবুল হোসেন তার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করার অভিযোগ করে এখনও খুনিদের কাউকেই গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেনমির্জা ফখরুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবেএ সময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেনবিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, সাঈদ নিজের বুক পেতে দিয়ে যে ইতিহাস রচনা করেছে- তা দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ তাকে সবসময় মনে রাখবে
তিন-চারশ মানুষকে দিয়ে সীমান্তে নাটক সাজাচ্ছে: এর আগে গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের ওপর চলমান হামলা, ভাঙচুর ও জমি দখল নিয়ে আলাপকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিবঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনকে পরিকল্পিত গুজবও সাজানো নাটকবলে মন্তব্য করেন তিনিএ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে ম্লান করতে বিদেশি চক্রের মদতে সাবেক স্বৈরাচারীসরকার এসব কূটকৌশলেরআশ্রয় নিচ্ছে বলে দাবি করেন তিনিবালিয়াডাঙ্গী সীমান্তে এরকম একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমি গোয়েন্দা ও বিভিন্ন সূত্র থেকে জেনেছি, ৩০০-৪০০ পুরুষ মানুষ, সবার হাত খালি, সঙ্গে স্ত্রী-সন্তান বা স্বজন কেউ নেইতারা সীমান্তে গিয়ে ক্যামেরার সামনে বলছে, আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছিএকটি বিদেশি চক্র যারা বাংলাদেশের বিজয়কে ধূলিসাৎ করতে চায়, তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনি প্রচার করতে এসব নাটক সাজাচ্ছেতিনি আরও বলেন, স্বৈরাচারী সরকার বিগত বছরগুলোতেও সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সময় নিজেদের লোক দিয়ে এরকম নাটক মঞ্চস্থ করে গেছেমির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে যে সকল হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে সেগুলো সম্পূর্ণ রাজনৈতিককোনো ধর্মীয় ইস্যুতে এই হামলা-ভাঙচুর হয়নিগত ৫ আগস্টের পর থেকে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সহিংসতার এমন কোনো ঘটনা ঘটেনিবিএনপি থেকে নির্দেশনা আছে, দলের কারও বিরুদ্ধে যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবেসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি পয়গাম আলি, কেন্দ্রীয় কমিটির সদস্য আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স