ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে-চীনা রাষ্ট্রদূত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি ডুবে গেছে উপকূলীয় অঞ্চল এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ আরও ৭ জনের করোনা শনাক্ত গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে-সোহেল তাজ দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম শুরু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা কুমিল্লায় ৩ হত্যা ৮ আসামির তিনদিনের রিমান্ড সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ মানছে না প্রশাসন ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

কালীগঞ্জে তালপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১২:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১২:৪৩:১৩ পূর্বাহ্ন
কালীগঞ্জে তালপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা কালীগঞ্জে তালপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জের হাত পাখা তৈরির কারিগরদের যেন বাতাস খাওয়ার সময় নেইগরমে মানুষকে একটু শান্তির পরশ দিতে দিন রাত পরিশ্রম করে তৈরি করছে কালীগঞ্জের তালপাখা কারিগররাপূর্ব পুরুষের ব্যবসা এখনো সংসার চালাচ্ছে কালীগঞ্জ প্রায় অর্ধশতাধিক পরিবারএ বছর গরম শুরুর সাথে সাথে তাদের কাজ বেড়ে গেছে।  তাল পাখা তৈরি তাদের পেশা ও বাণিজ্যিক ভিত্তিতে করে থাকেএদের কোনো জমি  নেই যে মাঠে কৃষি ফসল চাষ করবেএদের প্রধান পেশা পাখা  তৈরি একমাত্র পেশাযা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে খেয়ে পোরে বেঁচে থাকে
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া, পারিয়াট, চাচড়া, আড়পাড়া এলাকা ঘুরে পাখা  তৈরিকারীরা বলেন, গরম পড়লেই পাখা পল্লীর কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়যেন কথা বলার সময় তাদের নেইশরীর দিয়ে নোনতা পানি বের হলেও নিজেরা পাখা দিয়ে বাতাস খাওয়ার সময় নেই তাদেরকেউ বা পাতা কেটে সাইজ করছে, কেউ সেলাই করছে আবার কেউ বা পাখা তৈরি করেছে কেউ আবার প্রস্তুত হওয়া পাখাগুলো বিক্রির জন্য বোঝা বাঁধছেপাখা তৈরিকারী আব্দুল গফুর বলেন, তাদের পূর্ব পুরুষরা এই তালপাখা তৈরি করে জীবন জীবিকা চালাতো।  ফলে তারাও পূর্ব পুরুষের কাজটি ধরে রেখেছেন
তনি জানান, কালীগঞ্জে প্রায় ৫০টি পরিবার পাখা তৈরির কাজ করে থাকেনকুষ্টিয়া থেকে আসা পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জের তালপাখা এলাকার ক্রেতাদের কাছে রয়েছে ব্যাপক চাহিদাপ্রতিটি বাড়িতে পাখা তৈরি কাজে এত ব্যাস্ত যে কারও কথা বলার সময় নেইকাজের চাপে অনেকে সকালে ভাত খায় আর রাতে খায়কাজের চাপের কারণে তারা ভাত খাবার পর্যন্ত সময় পায় না।  কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন দুলাল মুন্দিয়া গ্রামের পূর্বপাড়ার তালপাখা তৈরির কারিগর মজনু বিশ্বাস জানান, ৩০/৩৫ বছর ধরে নিয়মিত তালের তৈরি এই হাতপাখা  তৈরি করে বাজারে ও পাইকারি বিক্রি করছিস্ত্রী, সন্তান, বৌমাসহ পরিবারের সকলের নিয়ে তার সংসারতবে পাখা তৈরি করতে স্ত্রী, সন্তানদের ও বৌমারাসহ গরিব পরিবারের মহিলা কাজ করেনপরিবারের ছোট সদস্যরা এগুলো সুচ আর সুতা দিয়ে সেলাই করে থাকেএভাবে ব্যবহারের উপযোগী একটি তালপাখা তৈরি হয়বাড়ির ছেলে, মেয়ে, শিশুরা ও গৃহবধূরা সবাই মিলে প্রতিদিন সকাল থেকে রাত ১/২টা পর্যন্ত পাখা তৈরির কাজে ব্যস্ত থাকেনগৃহবধূরা জানায়, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দু-বেলার খাবার রান্না করে রাখে
কালীগঞ্জ উপজেলায় এরা খুচরা ও বাইরে থেকে আসা ব্যবসায়ীদের কাছে পাইকারি হিসাবে বিক্রি করে থাকেকিন্তু এরা সবার তালপাখার বাতাস খাওয়ানোর জন্য পাখা তৈরি করে অথচ নিজেরা কোনো সময় পাখার বাতাস খায় নাগত কয়েকদিনের গরমে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছেএ প্রচণ্ড গরমে তালপাখার বাতাস প্রাণ জুড়িয়ে দিচ্ছে গ্রামবাংলার মানুষদেরতাই তালপাখা  তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাখাপল্লির কারিগররা
পাইকাররা এখন বাড়ি থেকেই পাখা কেনেনফলে পরিবহণ খরচ থেকে মুক্ত থাকছেন তারাপাখা তৈরির আরেক কারিগর আবদুর রাজ্জাক বলেন, আমাদের পুঁজি কমঅল্প পুঁজি নিয়ে পেশাটি এখনও চালিয়ে যাচ্ছি আমরাসরকার যদি পাখা কারিগরদের বিনাসুদে ঋণের ব্যবস্থা করে দিত তাহলে এ শিল্পকে ধারা বজায় রাখা কিংবা টিকিয়ে রাখা যেত সহজেদুলালমুন্দিয়া গ্রামের আবদুল বারিক, মোস্তফা, গফুর, মান্নান, মজনু, ফজলু, রহমত, বিল্লাল, জিন্নাত, চান মিয়া, নুর আলীসহ অনেকে জানিয়েছেন, তাদের পূর্ব পুরুষরা এ পাখা তৈরি করতেনপূর্ব পুুরুষদের পেশাটাকে ধরে রাখার জন্য এখনও তারা পাখা তৈরি করে যাচ্ছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের