ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

ওয়ার্কশপে নষ্ট করা হচ্ছে রেলের ৩৪ কোচ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০২:৫১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০২:৫১:০৭ অপরাহ্ন
ওয়ার্কশপে নষ্ট করা হচ্ছে রেলের ৩৪ কোচ

কোনো কারণ ছাড়াই ফেলে রাখা হয়েছে গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত কোচগুলো
তূর্ণা ও গোধূলি এক্সপ্রেসের কোচগুলো দীর্ঘদিন চলাচল করায় জরাজীর্ণ হয়ে পড়েছেওয়ার্কশপে মেরামতের জন্য রাখা হয়েছে
প্রকৌশলী তাপস কুমার দাস
যান্ত্রিক প্রধান
রেলওয়ে পূর্বাঞ্চল
স্টাফ রিপোর্টার
রেলের বিভিন্ন রুটে যাত্রী চাহিদা থাকা সত্ত্বেও কোচ ও ইঞ্জিন সংকট দেখিয়ে ট্রেন বাড়ানো হচ্ছে নাঅথচ রেলওয়ের ওয়ার্কশপে অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রায় নতুন ৩৪টি কোচবিগত ২০২৩ সালের শেষার্ধে দক্ষিণ কোরিয়া থেকে ১৪৭টি মিটার গেজ কোচ আমদানি শুরু হয়অত্যাধুনিক কোচগুলো একে একে সংযোজন করা হয় ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, গোধূলি ও তূর্ণা এক্সপ্রেসেএসব ট্রেনের অবমুক্ত রেক (বিভিন্ন কোচের সমন্বয়ে তৈরি ট্রেন) পরে চট্টগ্রাম-ময়মনসিংহ-জামালপুর রুটের বিদ্যমান বিজয় এক্সপ্রেসের পাশাপাশি নতুন চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেসে দেয় রেলওয়েতবে কোনো কারণ ছাড়াই ফেলে রাখা হয়েছে  গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত ৩৪টি কোচবাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের রোজার ঈদের সময় নতুন চালু হওয়া ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ট্রেনগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুটি বিরতিহীন (শুধু চট্টগ্রামে ইঞ্জিনের মুখ পরিবর্তনজনিত বিরতি) আন্তঃনগর ট্রেন চালানো হয়যাত্রী চাহিদা বিবেচনায় রোজার ঈদের সময় চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রতিদিন এক জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়তবে সাময়িক চালু হওয়া ট্রেনটি জনপ্রিয়তার কারণে টানা ৫২ দিন চলাচল করেপরে ইঞ্জিন, কোচ ও ক্রু সংকট দেখিয়ে লাভজনক হওয়ার পরও ট্রেনটি বন্ধ করে দেয়া হয়।  সর্বশেষ কোরবানির ঈদে আরেকটি স্পেশাল ট্রেন চালু করা হলে সেটিও জনপ্রিয়তা পায়সে কারণে ঈদ স্পেশাল ট্রেনটি আরো এক মাস অর্থাৎ ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রেলওয়েঅথচ ওয়ার্কশপে পড়ে থেকে নষ্ট হতে চলা কোচগুলো বিভিন্ন রুটে ব্যবহার করে রেলের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ রয়েছেসূত্র জানা, দীর্ঘদিনের পুরনো কোচ দিয়ে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বিভিন্ন জনপ্রিয় আন্তঃনগর ট্রেনগুলো চালানো হচ্ছেএর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস ট্রেনটির ব্যাপক চাহিদা রয়েছেকিন্তু পুরনো ভ্যাকুয়াম ব্রেক সিস্টেমের কোচ দিয়ে চলাচল করায় ওই ট্রেনগুলোর গতি কমতাছাড়া ঘন ঘন নষ্ট হওয়ায় বিঘ্নিত হয় যাত্রীসেবাওঅথচ তূর্ণা ও গোধূলি এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত হওয়া কোচগুলো ২০১৬-১৭ সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করাতবে রেলওয়ের পরিবহন বিভাগের দাবি, কোচগুলো অবমুক্ত হওয়ার পর কক্সবাজার স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুরের মেঘনা এক্সপ্রেস ও ঢাকা-চট্টগ্রামের চট্টলা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করতে মৌখিকভাবে একাধিকবার তাগাদা দেয়া হয়কিন্তুরেলওয়ের যান্ত্রিক প্রকৌশল বিভাগ তা আমলে নেয়নিশেষ পর্যন্ত গত ৩০ জুন এ বিষয়ে একটি চিঠি দেয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রত্যুত্তর আসেনিমূলত যান্ত্রিক প্রকৌশল বিভাগের উদাসীনতার কারণেই ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া এয়ারব্রেক সিস্টেমের কোচগুলো ওয়ার্কশপে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে অভিযোগএদিকে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস জানান, কোন ট্রেনে কোচ সংযুক্ত হবে সেটি নির্ধারণ করে পরিবহন বিভাগতবে তূর্ণা ও গোধূলি এক্সপ্রেসের কোচগুলো দীর্ঘদিন চলাচল করায় জরাজীর্ণ হয়ে পড়েছেওয়ার্কশপে মেরামতের জন্য রাখা হয়েছেপরিবহন বিভাগ কিংবা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলেই কোচগুলো অন্য যেকোনো ট্রেনে সংযোজন করতে পারেঅন্যদিকে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, পূর্বাঞ্চলের মিটার গেজ ট্রেনের মধ্যে বেশকিছু ট্রেনে কোরিয়ান নতুন কোচ সংযোজন করা হয়েছেবেশকিছু ট্রেনের অবমুক্ত কোচ সাময়িকভাবে ফেলে রাখা হলেও পর্যায়ক্রমে চাহিদাসম্পন্ন ট্রেনে যুক্ত করা হবেএ বিষয়ে রেলের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছেযাত্রী চাহিদা বিবেচনা, যাত্রীসেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বাড়াতে দ্রুত সময়ের মধ্যে তূর্ণা ও গোধূলি এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত কোচগুলো ব্যবহার করতে হবেপ্রাথমিকভাবে মৌখিক নির্দেশনা দেয়া হলেও দ্রুত এ বিষয়ে লিখিত নির্দেশনা দেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স