ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
*  জাল সনদে পদোন্নতি * বনেছেন সম্পদের কুমির * ২৫০ কোটি টাকা ভাগবাটোরা

বিআইডব্লিউটি’এর ‘সুলতান’ লাপাত্তা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০২:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০২:৪৮:২৪ অপরাহ্ন
বিআইডব্লিউটি’এর ‘সুলতান’ লাপাত্তা
আশীষ কুমার সেন
হানিফ সাহেবের জোরে ১৬ বছর ধরে তিনি বিআইডব্লিউটিএর সুলতান বনে গিয়েছিলেনডিপ্লোমা প্রকৌশলীর সার্টিফিকেট জমা দিয়ে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষে চাকরিতে যোগদান করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ দখল করে রেখেছেনএকইসাথে ১২৯০ কোটি টাকার মোংলা হতে চাদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্তপ্রকল্পের পরিচালক হয়েছেনগত ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের সাথে সাথে পালিয়ে আছেন তিনিবিগত সময় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত ছিলেননিজে যা চাইতেন তাই হতোক্ষমতা বলে কথাচাকরি শুরুটাই হয়েছে ক্ষমতা দিয়ে, তিনি আবার শুনবেন কার কথাএমনই অভিযোগ উঠেছে হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সুলতান আহমেদ খানের বিরুদ্ধেযিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জাল সার্টিফিকেট দাখিল করে পদোন্নতির আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মরত প্রতিষ্ঠাটিতেআর এই পদোন্নতি ঠেকানোসহ তার জাল-জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিআইডব্লিউটিএর চেয়াম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিআইডব্লিউটিয়ের সহকারী প্রকৌশলী আকারুজ্জামান নামের এক কর্মকর্তাঅপরদিকে সুলতান আহমেদ খানের অকল্পনীয় সম্পদ অর্জন ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন তার গ্রামবাসী। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ বাণিজ্য করে প্রায় একশ লোককে (পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার জেলার) নিয়োগ দিয়েছেনতদন্ত করলেই প্রমানীত হবেএ ছাড়া রূপপুর এলাকায় নৌ-পথ প্রকল্পের বালু বিক্রির একটা বড় সিন্ডিকেট তৈরী করেছেন তিনিসেখানে গত ৭-৮ বছরে হাজার কোটি টাকার বালু বিক্রি হয়েছে বলে জানা যায়এ সকল দুর্নীতির  ও ক্ষমতার অপব্যবহারের কারনে তিনি গত ৫ তারিখের গণ-অভূত্থানের পর ভয়ে অফিসে আসেন নাজানা যায়, তিনি পলাতক আছেনফলে ঐ প্রকল্পের কাজ বন্ধ আছেএতে যে কোন সময় দেশের লাইফ-লাইন মংলা-খাসিয়া খালি বন্ধ হয়ে যেতে পারেএতে নৌ-বাণিজ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে
এদিকে অভিযোগ উঠেছে, বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান ২০০৩ সাল হতে অদ্যাবধি ড্রেজিং বিভাগেই কাজ করে যাচ্ছেনএর মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ জনকেউ তাকে বদলি করতে পারেনিতিনি বিআইডব্লিউটিএর ড্রেজিং এবং ড্রেজার/জাহাজ ক্রয়ের যতগুলো প্রজেক্ট এসেছে তার বেশকিছু প্রকল্পের সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা পিডি হয়েছেন
অভিযোগ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিয়ের ড্রেজিং বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান ডিপ্লোমা প্রকৌশলীর সার্টিফিকেট জমা দিয়ে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষে চাকরিতে যোগদান করেনসম্প্রতি, তিনি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ বরাবর বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দাখিল করেছেন
উল্লেখ্য, বিএসসি  ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী হয়তার চাকরির ব্যক্তিগত নথিপত্র পরীক্ষা নীরিক্ষা করলে দেখা যাবে, তিনি চাকরিতে যোগদানের পর হতে ৪  বছরের জন্য কখনও ছুটি নেয়নিচাকরিতে যোগদানের পর হতে অদ্যবধি প্রতিটি মাসের নিয়মিত বেতন নিয়েছেনবিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে হলে নিয়মিত ক্লাস করতে হবেচাকরি হতে ছুটি না নিয়ে, নিয়মিত প্রতি মাসের বেতন গ্রহন করে, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে নিয়মিত ক্লাসও না করে কিভাবে, কখনকোন প্রতিষ্ঠান হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সংগ্রহ করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ বরাবর দাখিল করলেনতার দাখিলকৃত সার্টিফিকেট ভুয়াজাল জালিয়াতি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বানিয়ে জমা দিয়েছেনবিআইডব্লিউটিএ হতে শক্তিশালী কমিটি গঠন করে তদন্ত করা হলে সত্যতা বের হয়ে আসবেসার্টিফিকেট জালিয়াতি করার জন্য তার দৃষ্টান্তমূলক শান্তি কামনা করেন বিআইডব্লিউটিএর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ এবং ভুয়া, জাল-জালিয়াতি করা বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আমলে তাকে পদোন্নতি না দেয়ার আহ্বান জানিয়েছেন

নৌ-পরিবহন মন্ত্রণালয় খোঁজ খবর নিয়ে জানা যায়, সে (সুলতান আহমেদ খান) বিআইডব্লিউটিএর শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তা হওয়ায় তাকে পিডি বানানো যাবে না বলে বৎসনা করেনপরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে যুগ্ম-সচিব মো. দেলোয়ার হোসেনকে ২০১৮ সালে প্রকল্পের পিডি হিসাবে নিয়োগ দেনকিন্তু পিডি মো. দেলোয়ার হোসেন ও নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ খান দুজনে যোগসাজসে ২ বছরে ৩৫০ কোটি টাকার ড্রেজিং বিল দিয়েছেন৩৫০ কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকার কাজ করেছে এবং অবশিষ্ট ২৫০ কোটি টাকা তারা ভাগবাটোরা করেছেন
মোংলা হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দহয়ে পাকশি পর্যন্ত নৌ-রুটে ২ বছরে তারা ১৮০ লাখ ঘনমিটার মাটির জন্য ৪৫০ কোটি টাকার বিল দিয়েছেনকিন্তু বাস্তবে গিয়ে দেখা যাবে তারা কোথায় এ মাটি কেটেছে এবং কোথায় ফেলেছে তার বেশীরভাগ ক্ষেত্রেই কোন অস্তিত্ব নেই২০২০ সালে নৌ-পরিবহন মন্ত্রণালয় হতে একটি কমিটিও গঠন করা হয়েছিলপরিকল্পনা কমিশন, আইএমইডি মনিটরিং করার সময়ও তারা কোথায় এত মাটি ফেলা হয়েছে তার কোন অস্তিত্ব খুজে পায়নিআইএমইডির রিপোর্টে এসব উল্লেখ আছেমোংলা হতে চাদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্তনৌ-রুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮ ও ২০১৯ সালে দেখানো হয়েছে ২২ লাখ ঘনমিটার মাটির বিল দেয়া হয়েছেপ্রকৃতপক্ষে ২ বছরে তারা এখানে ৮ লাখ ঘনমিটার মাটি কেটেছেনিয়ম অনুযায়ী ২২ লাখ ঘনমিটার মাটি ড্রেজিং করা হলে এ রুট দিয়ে ঢাকা-বরিশাল নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেত না
লঞ্চ মালিক সমিতি হতে বারবার পত্র দেয়া হচ্ছে যে, ঢাকা-বরিশাল নৌ-রুটের মিয়ারচর চ্যানেল বন্ধ রয়েছেতারা অভিযোগ করেছেন যে, মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় নৌযানগুলো কালিগঞ্জ চ্যানেল দিয়ে ইলিশা হয়ে আসতে তাদের ৪/৫ ঘন্টা সময় বেশী লাগছে এবং বেশি তৈল খরচ হচ্ছেকিন্তু তারপরেও মিয়ারচর চ্যানেল কেটে দেয়া হয়নিকারণ তারা ইতোপূর্বে এখানে ১৪ লাখ ঘনমিটার মাটির বিল বাবদ ঠিকাদারকে ২৮ কোটি টাকা পরিশোধ করে ভাগবাটোরা করে নিয়েছেন২০২০ সালের শেষের দিকে এসে নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ খানের চাপে পড়ে দেলোয়ার হোসেনও পিডি পদ ছেড়ে দিতে বাধ্য হনসুলতান আহমেদ খান উপর লেভেলের মামুকে দিয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এবং মন্ত্রণালয়ে বিভিন্নভাবে প্রকল্পের পিডি হওয়ার জন্য তদবির শুরু করেনমামুর চাপাচাপিতেঅবশেষে তাকে নৌপরিবহন মন্ত্রণালয় হতে প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়
প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ পেয়েই সুলতান আহমেদ খান প্রকল্পের ব্যয় ১ হাজার কোটি হতে বৃদ্ধি করে ২ হাজার কোটি টাকার প্রস্তাব করেনমন্ত্রণালয় যাচাই-বাচাই করে ১২৯০ কোটি টাকার প্রস্তাব করেনসংশোধিত ডিপিপি ২০২১ সালের  ৭ ডিসেম্বর তারিখে অনুমোদন হয়এ  প্রকল্পের আওতায় সন্ধ্যা নদী, সুগন্ধা নদী, কালাবদর নদী, আড়িয়াল খা নদ, বলেশ্বর নদী, কচা নদী খনন করার কথাকিন্তু এ নদীগুলো খনন না করেই বিল দিয়ে যাচ্ছেন অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক সুলতান আহমেদ খান এর বিরুদ্ধেসুলতান আহমেদ খান বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের ক্রিড়া সম্পাদকসে ক্ষমতা দেখিয়ে মামুকে দিয়ে ফোন করিয়ে কোন পদ না থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে জোড় করে পদোন্নতি নিয়েছেনএ বিষয়ে অন্যান্য প্রকৌশলীরা প্রতিবাদ জানালেও কোন লাভ হয়নিতার ভয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, সদস্য প্রকৌশলসহ প্রশাসনের কর্মকর্তারা ভীতসন্তস্ত ছিলেনঅথচ তিনিই এখন লাপাত্তা
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, টেকনিক্যাল পুলের পদোন্নতির ফাইলে সদস্য প্রকৌশলের স্বাক্ষর নেয়ার বাধ্যবাধকতা থাকলেও এক্ষেত্রে তার স্বাক্ষর নেয়া হয়নিদপ্তর আদেশ নং-১৬৬০/২০২২, তারিখ: ২১/০৭/২০২২, নথি নং-১৮.১১.০০০০.১৭১.২৬.১০২.১৯ (খন্ড অংশ-০১)/২৩৮৪, তারিখ: ২১/০৭/২০২২ অবৈধ অফিস আদেশে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হয়েছেন।  সুলতান আহমেদ খান একজন আমেরিকার বাসিন্দাসে আমেরিকায় ৫০ কোটি টাকা দিয়ে ২০১৯ সালে ৫তলা বাড়ি কিনেছেনসে নিজস্ব টাকায় সরকারী কোন কাজ ছাড়া প্রায়ই আমেরিকায় যাতায়াত করেননৌ-পরিবহন মন্ত্রণালয় হতে ক্ষমতার অপব্যবহার করে নথি নং- ১৮.০০.০০০০.০১৯.২৫.০০১.১৭-১৬৫, তারিখ: ০৭.০৩.২০১৯ জিও জারী করিয়ে নেনসে নিজস্ব টাকায় ০৭.০৩.২০১৯ হতে ২২.০৩.২০১৯ তারিখ পর্যন্ত (যাতায়াত বাদে) ১৬ দিন আমেরিকায় অবস্থান করেনআমেরিকা যাওয়া-আসা, থাকা-খাওয়া সব মিলে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করেন২০১৪ সালে বিআইডব্লিউটিএ হতে ৩টি ড্রেজার কর্ণফুলী, কপোতাক্ষ ও কুশিয়ারা সংগ্রহ করা হয় ভোস্তা এলএমজি কোং এর নিকট হতে ২২৫ কোটি টাকা বিল দিয়ে ৩টি ডেজার ও ২টি টাগ বোট সংগ্রহ করেনবাস্তবে ঐ ড্রেজার ৩টি  ও  টাগ বোট ২টির  বাজার মূল্য ১১০ কোটি টাকা হলেও  ৫ কোটি টাকা বেশী খরচ করেন। 
ড্রেজার ৩টি ১২ বছর কাজ করার পর নষ্ট হয়ে যায়আজ পর্যন্ত ৩টি ড্রেজার কর্ণফুলী, কপোতাক্ষ ও কুশিয়ারা ঠিক হয়নিঅথচ এগুলো মেরামতের নামে প্রতি বছরই কোটি কোটি টাকা ব্যয় হচ্ছেকিন্তু ড্রেজার ৩টি কোন ড্রেজিং কাজ করতে পারছে না
বিআইডব্লিউটিএর  এক আতংকের নাম সুলতান আহমেদ খানসে প্রায় সময়ই বলতেন দুদুকে এবং বিভিন্ন অফিসে তার অনেক আত্মীয় স্বজন উচ্চ পর্যায়ে চাকুরী করেনবিআইডব্লিটিএর লোকজন ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতেন নাএ নিয়ে ইতিপূর্বে পত্র-পত্রিকায় লেখালেখিও হয়েছে
সূত্র আরো জানায়, সুলতান আহমেদ খান অবৈধ টাকা দিয়ে আমেরিকার নিউইয়র্কে ৫তলা বাড়ি কিনেছেনএছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার উত্তরায় ২টি আলিসান ফ্লাট বাড়ি (৪৩০০ বর্গফুট ও ২৩৫০ বর্গফুট), নিকুঞ্জে ১টি ২২৪০ বর্গফুটের ফ্লাট বাড়ি কিনেছেনএছাড়া সুলতান বাউনিয়া এলাকায় ১টি ফ্লাট বাড়ি, ঢাকায় ৪০ শতক ও গাজীপুরে ৪.৪০ একর কৃষি জমি এবং নিজ জেলা পাবনায় বিভিন্ন মৌজায় প্রায় ৩৮ একর কৃষি, ভিটে ও নাল জমি ক্রয় করেছেনসুলতান আহমদের স্ত্রী রাজিয়া সুলতানার নামে উত্তরায় বাড়ি নং-৪৭, ফ্লাট নং-ডব্লিউ-২, রোড নং-৪, সেক্টর-৩, ফ্লাটটি ৫৬০০ বর্গফুটের ৩ কোটি ৩৬ লাখ টাকা দিয়ে ২০২০ সালে ক্রয় করেছেনপাবনায় ৫ তলা রাজিয়া ভিলা এবং ঢাকার উত্তরায় ৩৫২০ বর্গফুটের ফ্লাট বাড়ি, বসুন্ধরায় ২৪১০ বর্গফুটের ফ্লাট বাড়ি, পূর্বাচলে ৫কাঠা ও আবতাব নগরে ৩.৫ কাঠার প্লট কিনেছেন
রাজিয়া সুলতানার নামে পাবনায় প্রায় ৯ একর কৃষি, দলা, ভিটি জমি ক্রয় করেছেনসরকারী চাকুরী করে দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান শতশত কোটি টাকার মালিক হয়েছেনতদন্ত করে তার ও তার স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তির হিসাব নিলেই চরম দুর্নীতির রহস্য উদঘাটন হবেএই বিষয়ে বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিনি এখানে কাউকে তোয়াক্কা করতেন নাতার যা মন চায় তিনি তাই করতেনতিনি নিজেকে অনেক ক্ষমতাশালী কর্মকর্তা মনে করতেনঅনেক তাকে চেয়ারম্যান পদবীদিয়ে ডাকেতেন
এই বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তা সুলতান আহমেদ খান এর সাথে গতকাল যোগাযোগ করার জন্য তার মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায় নাইঅর্থাৎ তিনি ফোন রিসিভ করেন নাই। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ