ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের পুলিশের জলকামান-লাঠিচার্জ এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না আজ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক ইসি কর্মীদের ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি প্রক্সি ভোটে বড় সংশয় ‘বিশ্বাস’ পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী
গুলির নির্দেশ দেন কামাল

আন্দোলন দমনের নির্দেশ শেখ হাসিনার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১২:৫৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ১২:৫৭:৩২ পূর্বাহ্ন
আন্দোলন দমনের নির্দেশ শেখ হাসিনার

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
শেখ হাসিনা সরকারের সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলার আর্জিতে



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার মুদি দোকানি আবু সায়েদওইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেনএমনকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র-জনতার মিছিলে গুলির নির্দেশ দেনএতে ওইদিন আন্দোলন গড়ায় সহিংসতায় এবং অনেকেই নিহত হন
মুদি দোকানি আবু সায়েদকে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা হয়েছেএস এম আমীর হামজা নামের এক ব্যক্তি এ মামলা করেনমামলার অভিযোগে এসব কথা উল্লেখ করেন বাদী
মামলায় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছেশেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন আদালত
গুলিতে নিহত মুদি দোকান মালিক আবু সায়েদের শুভাকাক্সক্ষীএস এম আমীর হামজার (শাতিল) দায়ের করা মামলা গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী গতকাল মঙ্গলবার এ আদেশ দেনদণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের করা এ মামলা আদালত আমলে নেয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে
হত্যা মামলায় কার বিরুদ্ধে কী অভিযোগ
মামলার এক নম্বর আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাআন্দোলন চলাকালে তিনি তা শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে২নং আসামি ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন৩নং আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন, ৪নং আসামি সাবেক ডিবি-প্রধান হারুন অর রশীদ, ৬নং আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং ৭নং আসামি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র-জনতার আন্দোলন দমাতে তাদের অধীন পুলিশ সদস্যদের নির্দেশ দেন বলে মামলার অভিযোগে বলা হয়েছেএছাড়া মামলার ৫নং আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র-জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেনঅন্য অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সরকারের বিভিন্ন মন্ত্রীর নির্দেশে হত্যাকাণ্ড ঘটান বলেও উল্লেখ করা হয়েছে মামলায়
এতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র-জনতাকে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করেনআইনের শাসন প্রতিষ্ঠায় এসব হত্যার বিচার হওয়া আবশ্যকআবু সায়েদ হত্যার তদন্ত হলে অজ্ঞাতপরিচয় আরও তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের নাম উঠে আসবে
পদত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনাপদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলার আবেদন করা হয়মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিলতিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেন
মামলার অভিযোগে যা বলা হয়েছে
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করেওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়এতে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হনগত ১৯ জুলাই মোহাম্মদপুরে বছিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিলসেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হনঘটনাস্থলেই তিনি মারা যানঅভিযোগে আরও বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেনএ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগএজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করছিবাদী আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেনওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালানপরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেনকাজেই এর বিচার হওয়া প্রয়োজন
মামলার বাদী এস এম আমীর হামজা বলেন, ভিকটিম আবু সায়েদ একজন নিরীহ মানুষতিনি রাস্তা পার হচ্ছিলেনসেসময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যানপুলিশের গুলিতে আবু সায়েদের মৃত্যুতে কোনো মামলা হয়নি এতদিনআবু সায়েদের পরিবার অত্যন্ত গরিবতারা আইনের আশ্রয় নিতে পারছেন নাএ কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সায়েদ হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছিআশা করছি ন্যায়বিচার পাবো
এস এম আমীর হামজা অভিযোগ করে বলেন, মামলা করার পর আমাকে ফ্রান্স থেকে এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেনআমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি
এ বিষয়ে মামলার বাদীর আইনজীবী মামুন মিয়া বলেন, আবু সায়েদকে হত্যার ঘটনায় মামলা করেছিমামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনকে আসামি করা হয়েছেআদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজহার হিসেবে নিতে নির্দশ দিয়েছেন
সাঈদের পরিবার থাকে পঞ্চগড়ের বোদা উপজেলায়মামলা দায়ের করার মত অবস্থা তাদের নেই বলেও আমীর হামজার জানান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স