ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
আমরা এসেছি- এক মানুষ, এক অধিকার। এরমধ্যে কোন পার্থক্য করা যাবে না

‘খোপে’ বন্দি না করতে হিন্দুদের অনুরোধ : মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১২:৪২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০১:০০:৪২ পূর্বাহ্ন
‘খোপে’ বন্দি না করতে হিন্দুদের অনুরোধ : মুহাম্মদ ইউনূস অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন
নিজেদের সংখ্যালঘু ধারণার খোপেআবদ্ধ না করতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসগতকাল মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এক মতবিনিময় সভায় তিনি হিন্দুদেরকে ধৈর্য ধরে সরকারকে সহায়তা করারও আহ্বান জানিয়েছেন
মুহাম্মদ ইউনূস বলেন, খোপ তৈরি হলে, খোপের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাবেএকাত্ম হয়ে আইনের অধিকারের দাবি তুলতে হবেগত ৫ অগাস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েআওয়ামী লীগ নেতাদের পাশাপাশি আক্রান্ত হয় হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির
৫ অগাস্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৯ জেলায় হিন্দুদের ওপর হামলা হয়েছেএমন পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে শাহবাগসহ বিভিন্ন জেলায় আন্দোলন শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা
ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, যেটা বললেন আমরা আইনের অধিকার পাই না; বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না- কিছুই আমাদের দিকে তাকায় নাকারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাইআমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করেতে পারি নাইপ্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, এটা বায়াস্ড একটা প্রতিষ্ঠান
আপনি যতকিছুই বলেন, একটা খোপ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেওই মজার খেলাতে আমাদেরকে আর নিয়ে যাইয়েন নাআমরা এসেছি- এক মানুষ, এক অধিকারএরমধ্যে কোন পার্থক্য করা যাবে নাকরতে পারলাম কি পারলাম না, সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিয়েন
বাংলাদেশকে একটি পরিবারহিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, পরিবারের মধ্যে কোনো প্রার্থক্য তৈরি করা বা বিভেদ করার প্রশ্নই আসে না
আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশি এটা আমরা নিশ্চিত করতে চাই, এটা নিয়ে আর কোন বিভেদ যেন না হয়আমাদের গণতান্ত্রিক যে আকাক্সক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়- মানুষ হিসেবেআমাদের অধিকারগুলো নিশ্চিত হোক
মুহাম্মদ ইউনূস প্রশ্ন রাখেন, ন্যায়বিচার হলে কে বিচার পাবে না? কার সাধ্য আছে সেখানে বিভেদ তৈরি করার?
এই সম্প্রদায় হলে ওই আদালতে, এ সম্প্রদায় হলে ওই আদালতে যাব? আইন একটা, এমনটা হতে পারে না
নিজেদের সংখ্যালঘু হিসেবে না দেখে গণতান্ত্রিক অধিকার, বাক-স্বাধীনতা, মানবিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলেন ইউনূস
তিনি বলেন, এটাই হলো আমাদের মূল লক্ষ্যআপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন, আমি অমুক, আমি তমুক- এটা আবার পুরানো খেলায় চলে গেলেনএটা আপনাদের শিকার করার জন্য যারা বসে আছে, তারা এগুলো শিকার করবে
আপনারা বলেন, ‘আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার আমাকে দিতে হবে’- সব সরকারের কাছে এটাই চাইবেন আপনারা, আর কিচ্ছু চাইয়েন না
গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, আপনি শুনবেন না আমরা (কখনো) হিন্দুপাড়া বলে বাদ দিয়ে গেছি; মুসলমান পাড়ায় চলে গেছিএকসঙ্গে গেছি, একভাবে গেছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স